স্যার আমার কিছু বাগুন গাছে পাতা ছিদ্র করে ফেলছে। আবার কিছু কিছু গাছের মূল কাণ্ড ভেঙে পড়ছে এবং গাছের পাতা এবং ডালে সাদা সাদা কি এক ধরনের পোকা আক্রমণ করেছে। স্যার আমি প্রতিরোধমূলক কি ব্যবস্থা নিব।
মূল কাণ্ড নরম হয়ে ভেঙে পড়ছে শুকিয়ে যায় ডানো পাতার তলে সাদা সাদা পোকা আক্রমণ করেছে
Zahirul
43030
3 বছর আগে
মিলন গাইন গাছে সম্ভবত Flea Beetles, Aphids এবং Whiteflies আক্রমণ করেছে। এছাড়াও গাছ ভালভাবে নিরিক্ষা করে দেখুন Brinjal Shoot and Fruit Borer এবং Foot and Collar Rot এর আক্রমন হয়েছে কিনা। বিস্তারিত জানার জন্য সবুজ লিংক ৫টি ক্লিক করুন।
আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?
সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!
এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!মিলন
75
3 বছর আগে
স্যার এখন করনীয় কি আমার কি স্প্রে করতে হবে। এই পোকা দমনে কি ব্যবস্থা নিতে পারি আমি। কোন কীটনাশক স্প্রে করলে এই পোকা দমন করতে পারব। হেল্প মি স্যার
Zahirul
43030
3 বছর আগে
মিলন গাইন সাবানযুক্ত পানি স্প্রে করুন অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করুন। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে যদি কাজ না হয় তাহলে কীটনাশক ব্যবহার করতে হবে।
মিলন
75
3 বছর আগে
সাবানের গুড়া ও গুল ব্যবহার করেছি। এতে ভালো ফল পাওয়া যায়নি। গুল সাবানের গুড়া এস এস প্রো করলে ছোট ছোট কিছু পোকা মারা যায় দুই-একদিনের মধ্যে আবার যা তাই এক্ষেত্রে আমি কীটনাশক ব্যবহার করতে চাই। কি কীটনাশক ব্যবহার করব
Zahirul
43030
3 বছর আগে
মিলন গাইন আক্রমণ বেশি হলে ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।