আমার আলু গছের বয়স 26 দিন ; প্রথমে Cloro+ cyper গুর দিযে ধানের ভুশির সাথে মিসিযে জমিতে ছরিয়ে দেই তাতে কিছু পোকা মারা যায় কিন্ত তাও প্রচুর আলু গাছ কাটে এর পর Lambda ঔ plethora ( novaluron 5,25 ec + indoxacard 4,5 ) ব্যবহার করেছি কিন্ত কোন কাজ হচ্ছে না? এখন কি করব সঠিক পরামশ্য দিলে উপকৃত ইব
দ্রত উওর এর অপেক্ষা অছি
Zahirul
43080
3 বছর আগে
Uttam Black Cutworm এর আক্রমণে এমনটা হতে পারে। বিস্তারিত তথ্য ও প্রতিকার জানার জন্য সবুজ লিংকটি ক্লিক করুন।
আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?
সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!
এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!Uttam
0
3 বছর আগে
Kon medicine ব্যবহার করব
Zahirul
43080
3 বছর আগে
Uttam কাটুই পোকার উপদ্রব খুব বেশী না হলে কাটা আলু গাছ দেখে তার কাছাকাছি মাটি উল্টে পাল্টে পোকা খুঁজে সংগ্রহ করে মেরে ফেলুন। আলু ক্ষেতে সেচ দেওয়ার সময় পানির সাথে ২০ মি.লি/শতক হারে কেরোসিন তেল মিশিয়ে দিয়ে মাটিতে লুকিয়ে থাকা কাটুই পোকা মেরে ফেলা যায়। এ ছাড়া পাখিকে উৎসাহিত করার জন্য ক্ষেতের মাঝে বাঁশের কাঠি বা ডাল পালা পুঁতে রাখা দরকার। কাটুই পোকার উপদ্রব খুব বেশি হলে প্রতি লিটার পানির সাথে ৫ মি.লি ক্লোরোপাইরিফস ২০ ইসি হারে মিশিয়ে গাছের গোড়া ও মাটিতে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। আলু লাগানোর ৩০-৪০ দিন পর স্প্রে করতে হবে।