ক্যাপসিকাম ও মরিচ

মরিচের ঝলসানো রোগ

Phytophthora capsici

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • রোগাক্রান্ত মরিচের চারাগুলো মাটিতে নেতিয়ে পড়ে।
  • আক্রান্ত উদ্ভিদগুলোতে কালো অথবা বাদামী ক্ষতদাগ দেখা যায়।
  • উদ্ভিদের সমস্ত অংশই আক্রান্ত হয়।
  • উদ্ভিদের শিকড় গাঢ় বাদামী রঙ ধারন করে ও নরম মণ্ডবৎ হয়ে পড়ে।
  • পাতায় এবং ফলে ঘন সবুজ রঙের জল-সিক্ত দাগ দেখা যায়।
  • আক্রান্ত উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং বৃদ্ধি সীমিত হয়।

এখানেও পাওয়া যেতে পারে


ক্যাপসিকাম ও মরিচ

উপসর্গ

শুষ্ক অঞ্চলে মরিচের মূলে এবং মুকুটে সংক্রমণ লক্ষণীয় হয়। মাটি বরাবর আক্রান্ত উদ্ভিদগুলোতে বৈশিষ্ট্যপূর্ণ কালো অথবা বাদামী দাগ দেখা যায়। অত্যধিক আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকলে উদ্ভিদের সমস্ত অংশই আক্রান্ত হয়। রোগাক্রান্ত শিকড় ঘন বাদামী রং ধারণ করে ও নরম মণ্ডবৎ হয়ে যায় এবং এর ফলে চারা নেতিয়ে পড়া রোগে আক্রান্ত হয়। পাতায় এবং ফলে ঘন সবুজ রঙের জল-সিক্ত দাগ দেখা যায়। আক্রান্ত পুরাতন উদ্ভিদে মুকুট পচা রোগ সৃষ্টি হয়। কাণ্ড ঘন বাদামী রঙের ক্ষতদাগ দ্বারা আবৃত হয়ে যাওয়ার ফলে মরিচ গাছ মারা যায়। জমি থেকে ফসল সংগ্রহের পর কিংবা সংরক্ষণের সময় মরিচে পচন ধরে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ফাইটোফথোরা ক্যাপসিসি-র বিরুদ্ধে বারখোলডেরিয়া সেপাসিয়া (এমপিসি-৭)[ Burkholderia cepacia] ব্যাকটেরিয়া ব্যবহার করে ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। চারা রোপণের সময় মেফেনোক্সাম সংঘটিত কীটনাশক এবং রোপণের দু’সপ্তাহ পর কপার ছত্রাকনাশক প্রয়োগ করলে উদ্ভিদের ফুল আসা পর্যায়ে রোগের প্রাদুর্ভাব কমানো যায়। মুকুট পচন ধরলে উদ্ভিদের মূলীয় অঞ্চলে মেফেনোক্সাম সহযোগে ড্রিপ পদ্ধতিতে জলসেচ করলে মরিচের ফলে সংক্রমণ সীমিত থাকে।

এটা কি কারণে হয়েছে

এ রোগের জীবাণু ফাইটোফথোরা ক্যাপসিসি (Phytophthora capsici) একটি মৃত্তিকাজাত জীবাণু এবং চরম প্রতিকুল আবহাওয়াতেও এরা বেঁচে থাকে। শস্যের খড়কুটো, বিকল্প আবাস কিংবা মাটিতে তিন বছর পর্যন্ত জীবাণু জীবিত থাকতে পারে। পরবর্তীকালে এটি জলসেচ কিংবা ভূ-পৃষ্ঠের জলের প্রবাহে ছড়ায়। ফাইটোফথোরা ক্যাপসিসি সাধারনতঃ ৭ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায় তবে অতি উপযুক্ত তাপমাত্রা হলো ৩০ ডিগ্রি সেলসিয়াস। অধিক তাপমাত্রা এবং আর্দ্রতার মত আদর্শ পরিবেশ থাকলে, এ রোগ দ্রুত বৃদ্ধি লাভ করে এবং চারদিকে ছড়ায়। শীতল তাপমাত্রায় এ রোগের বিস্তার কম হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধী সহনশীল মরিচের জাত চাষ করুন।
  • পরাশ্রয় প্রদান করে না এমন ফসলের সাথে মরিচের শস্য আবর্তন করুন।
  • জমি থেকে রোগের বিকল্প আবাসসমূহ অপসারণ করুন।
  • মাটির আঠালো ভাব দূর করুন, উত্তম জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন এবং অতিরিক্ত জলসেচ পরিহার করুন।
  • চারা রোপণের পর যেন চারার গোড়ায় কোন গর্ত না থাকে।
  • বীজতলা গম্বুজ আকৃতির করুন এবং জমিতে প্লাস্টিক মালচ্‌ ব্যবহার করুন।
  • জমির স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন (যেমন জল, কাপড়, যন্ত্রপাতি)।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন