গম

স্বাস্থ্যবান ফসল

Healthy

অন্যান্য

সংক্ষেপে

  • সুস্থ রাখার জন্য সম্পূর্ণ গাছকেই স্বাস্থ্যবান থাকতে হয়।
  • আক্ষরিক অর্থে রোগ হয় তখন, যখন ১) একটা জীবাণু (যেমন ছত্রাক, ব্যাক্টেরিয়াম, অথবা ভাইরাস) থাকে, ২) গাছ এ ধরণের জীবাণুর কারনে রোগাক্রান্ত হয়ে পড়ে এবং ৩) প্রাকৃতিক পরিবেশ উদ্ভিদের জন্য প্রতিকূল হয়ে পড়ে।

এখানেও পাওয়া যেতে পারে

59 বিবিধ ফসল
বাদাম
আপেল
খুবানি
কলা
আরো বেশি

গম

উপসর্গ

সুস্থ রাখার জন্য সম্পূর্ণ গাছকেই স্বাস্থ্যবান থাকতে হয়। আক্ষরিক অর্থে রোগ হয় তখন, যখন একটা জীবাণু (যেমন, ফাঙ্গাস, ব্যাক্টেরিয়াম, অথবা ভাইরাস) থাকে, অথবা মাটির এবং প্রাকৃতিক পরিবেশ উদ্ভিদের জন্য প্রতিকূল হয়ে পড়ে (খুব বেশি আর্দ্রতা, খরা, কঠিন চাপ)। অধিকন্তু, লক্ষণ সমূহ বিকাশের জন্য এ বিশেষ ধরণের জীবাণু দ্বারা উদ্ভিদ রোগাক্রান্ত হতে হবে। যদি এমন ধরণের কোন কিছুই না হয় (জীবাণু দ্বারা রোগাক্রান্ত, জীবাণুর উপস্থিতি, অনুপযুক্ত প্রাকৃতিক পরিবেশ ) তাহলে রোগ হবে না। উদ্ভিদ স্বাস্থ্যের পক্ষে অন্যান্য বিনষ্টকারীরা হলো অসহিষ্ণু চাপের ফলে শরীর বৃত্তীয় অসামঞ্জস্যতা যেমন খরা অথবা পুষ্টির অভাব। পরিশেষে, পতঙ্গ ফসলের ক্ষতি করতে পারে এবং বৃদ্ধির ব্যাঘাত ঘটায় যার ফলে ফসলের ফলন কমে যায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

.

রাসায়নিক নিয়ন্ত্রণ

.

এটা কি কারণে হয়েছে

.


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • .।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন