Herbicides Growth Regulators
অন্যান্য
এর লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত কম বয়সী পাতায় দেখা যায় এবং কচি পাতা ভাঁজ হয়ে বেঁকে যায়। কাণ্ড,পাতার বোঁটা এবং পাতার শিরা লম্বা হয়ে যায় এবং পাতার উপরে ফুসকুড়ি লক্ষ্য করা যায়, যার ফলে এদের 'চর্মবন্ধনী' বা 'কুৎসিতদর্শন হাত'-এর মতো দেখতে লাগে। পাতার শিরা একে অন্যের সাথে সমান্তরালে থাকে এবং পাতা দ্রুত হলুদ থেকে সাদা বা বাদামী হয়ে বিবর্ণ হয়ে যায়। গাছের পরিণত অংশে কোন সমস্যা হয় না যেমন-বয়স্ক পাতা ও গুটি।
রোগ প্রতিরোধ ও উত্তম কৃষি ব্যবস্থার পদ্ধতি অবলম্বনই এক নজরে ক্ষতি এড়িয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি। কিছু ক্ষেত্রে অধিক মাত্রায় আগাছানাশক ব্যবহার করলে জল দিয়ে গাছ ধুয়ে দিতে হবে।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। আগাছানাশক ব্যবহারের আগে আপনি কোন ধরনের আগাছার (বড় পাতাযুক্ত আগাছা নাকি ঘাস জাতীয় আগাছা) জন্য আগাছানাশক ব্যবহার করছেন সে সম্পর্কে আগে নিশ্চিত হন এবং এর জন্য অন্য কোন ভালো ব্যবস্থা না থাকলেই কেবল এ আগাছানাশক ব্যবহার করুন। সতর্কতার সাথে আগাছানাশক নির্বাচন করুন এবং ভালোভাবে নির্দেশনা পড়ুন এবং নির্দেশিত অনুপাতে আগাছানাশক ব্যবহার করুন।
তুলা ফসল, ২, ৪-ডি বা ডিক্যাম্বা-র প্রতি মারাত্মকভাবে সংবেদনশীল, বিশেষ করে উঁচু জমিতে চাষ করা তুলো গসিপিয়াম হিরসুটুম এবং পিমা তু্লো জি বারব্যাডেন্স । এ আগাছানাশক ফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড বা সিন্থেটিক অক্সিন- (গ্রুপ এক) এর অন্তর্গত এবং বড় পাতাযুক্ত আগাছার প্রজাতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। খারাপ সময়, ভুল মাত্রা নির্বাচন বা কেবল বিরূপ আবহাওয়ার সময় আগাছানাশক ছিটালে অন্য জমিতে উড়ে যেতে পারে, ফলে ফসল প্রভাবিত হতে পারে। পাশের জমিতে ছিটানোর কারণেও দূষণ হতে পারে। অন্য কোন কারণে পূর্ব থেকে ফসলের গাছ চাপে থাকলে এটি সহজে আক্রান্ত হয়। লক্ষণ কতক্ষণ থাকতে পারে তা প্রয়োগমাত্রার উপর নির্ভর করে এবং উচ্চ মাত্রায় ব্যবহারের ফলে কয়েকটি পর্বমধ্য থেকে পুরো গাছ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আগাছানাশক অল্প মাত্রায় ব্যবহারের ফলেও ফসলের ক্ষতি করতে পারে।