লেবু জাতীয় ফসল

লেবুতে ঝড়ের কারণে ক্ষতি

Wind Damage on Citrus

অন্যান্য

সংক্ষেপে

  • ঝড়ের কারণে লেবু গাছে দীর্ঘমেয়াদী ক্ষয়-ক্ষতি হয়, যা গাছের বৃদ্ধি এবং ভিতর ও বাহ্যিক পরিবর্তনে ক্ষতি সাধন করতে পারে।
  • যখন ধূলাবালির ঝড় আসে তখন সেসব ধূলা পাতার সাথে ঘষা লাগার ফলে গাছের শাখা-প্রশাখা ক্ষতিগ্রস্থ হয় এবং ফলের বাইরের আবরণের উপর ফোস্কা সৃষ্টি হয়, ফলের ভিতরের কোষকলা বের হয়ে যায়।
  • গুরুতর ক্ষেত্রে, অল্প ফল ধরে, গুণমান ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন হ্রাসের আশঙ্কা হতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

ঝড়ে আক্রান্ত লক্ষণ প্রায়ই থ্রিপস সৃষ্ট ক্ষতির মতো মনে হয়। অল্প বয়স্ক গাছের শিকড়ের উপরের অংশ এবং কাণ্ডে বালুকণা ( কাঁকড় ) ঘর্ষণের ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়। পাতায় এবং ডালপালায় ঘর্ষণজনিত ক্ষত হয় যা অত্যধিক ক্ষতির কারন হতে পারে। বৃদ্ধির হার এবং ফলন ঝড় সৃষ্ট ধকলের মাধ্যমে হ্রাস পেতে পারে, ঝড়ে উন্মুক্ত গাছের পাশে ফল একেবারেই কম দেখা যায় বা কোন কোন ক্ষেত্রে ফল দৃশ্যমান হয় না। সাধারনতঃ মরশুমের শেষ দিকে কচি ফল (ব্যাস 8 মিমি) ঝড়ে ক্ষতি প্রবণ হয়ে থাকে। একক বা একাধিক ট্রান্সক্রস বা তির্যক ধূসর বর্ণের ক্ষত পত্রপৃষ্ঠ জুড়ে দৃশ্যমান হয়ে থাকে। থ্রিপস সৃষ্ট ক্ষতির মতো , ঝড়ে আক্রান্ত ফলের উপর কোষকলার পরিষ্কার ছোট ছোট দাগ দ্বারা ক্ষতির পরিমাণ চিহ্নিত করা যায় এবং এটি দৃশ্যমান হয় যখন থ্রিপস ক্রমাগত ক্ষতির স্থান ত্যাগ করে। জোরালো বাতাস/ঝড় শাখা ভাঙ্গতে এবং বাঁকাতে, এমনকি গাছ উৎপাটন করতে পারে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

প্রথমে ঝড়ে আক্রান্ত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করুন। অতঃপর আক্রান্ত ক্ষতির ব্যাপ্তি এবং বৃদ্ধির হার অনুযায়ী গাছ রক্ষা করা যাবে কিনা তা নির্ধারণ করুন। কর্তন বা ছাঁটাই সরঞ্জাম ব্যবহার করে ক্ষতিগ্রস্ত শাখা এবং ফল অপসারন করুন। বিশেষ করে আর্দ্র আবহাওয়ার সময় যেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাকের রোগ উদ্বেগজনক সেখানে জৈবিক বালাইনাশক প্রয়োগ করুন ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় প্রতিরোধী ব্যবস্থা এবং জৈব চিকিৎসা পদ্ধতি বিবেচনা করুন। ঝড়ে আক্রান্ত ক্ষতির বৃদ্ধি পর্যায় এবং ক্ষতির তীব্রতার উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। গুরুতর ক্ষেত্রে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধী চিকিৎসা পদ্ধতিতে অবশ্যই মনোনিবেশ করুন। উদাহরণস্বরূপ, ক্ষতিগ্রস্ত শাখাগুলো পরিষ্কার করে কেটে ফেলুন এবং ছত্রাক প্রতিরোধী এবং জীবাণুবিহীন বালাইনাশক প্রয়োগ করুন ।

এটা কি কারণে হয়েছে

ঝড় সৃষ্ট রোগের লক্ষণটি বিশেষ করে প্রতিবন্ধকহীন এলাকায় উদ্বেগের কারন। যদি ঝড়বৃষ্টি ঘন ঘন এবং / অথবা শক্তিশালী হয় তবে লেবু জাতীয় ফসলের একটি বৃহৎ অংশ গুণগতভাবে হ্রাস পায় অথবা এমনকি ফলন নাও আসতে পারে। চিহ্নিত পুরোনো পাতা পৃষ্ঠ ঝাপটার দরুন কচি ফলের উপর ক্ষত সৃষ্ট হয়। একটি প্রতিরোধমূলক রাবারের মত আবরণ গঠনের ফলে ফল বিবর্ণ হয়ে যায়। ফল প্রায় ৩ সেমি আকারের হলে, বাইরের আবরণ শক্ত হয়ে যায়, এবং শুকনো পল্লব ও শাখার উপর দাগ সৃষ্টির দ্বারা ক্ষতি হতে পারে। কোষকলায় সৃষ্ট ক্ষত, ব্যাকটেরিয়া ও ছত্রাকের প্রবেশ এবং আবাসকে আরও অনুকূল করে তোলে এবং এটি পরবর্তীতে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত শুষ্ক ঝড় পাতা ঝরা, বায়ুপোড়া এবং পাতা ঝলসে যাওয়ার মাধ্যমে গাছগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ফলস্বরূপ পাতা মরে যায় এবং ফলের উপর ক্ষতের দাগ সৃষ্টি হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ঝড়ের গতিবিধি এবং বেগ অনুসরণ করে স্থায়ী অথবা অস্থায়ী প্রতিবন্ধক স্থাপন করুন।
  • যেদিক থেকে ঝড় আসবে সেদিক লক্ষ্য করে লেবু গাছ রোপণ করুন।
  • গাছ রক্ষা করার জন্য প্রতিবন্ধক সঠিকভাবে মেরামত এবং এর ব্যবস্থাপনা নিশ্চিত করুন।
  • ঝড়ের পূর্বাভাস মোতাবেক মাটির আর্দ্রতা বৃদ্ধি করুন।
  • ঝড়ে বড় ক্ষতির পরে অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করুন যাতে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
  • ঝড়-ঝাপটা ব্যাপক আকারে অথবা বায়ুপ্রবাহের গতিপথের ভিন্নতার ভিত্তিতে, বিভিন্ন প্রতিবন্ধক স্থাপন করুন।
  • বায়ুপ্রবাহের প্রধান গতিপথের দিক অনুসরণ করে গাছের কিছু নির্বাচিত অংশ ছাঁটাইকরণে সুপারিশ করা যেতে পারে।
  • এছাড়াও, মরশুম পরবর্তী ক্ষতি এড়ানোর জন্য ফসল সংগ্রহের পরে গাছের মৃত অংশ ছাঁটাই করতে ভুলবেন না।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন