বেগুন

তুলার পাতার বহুবর্ণ রোগ

Chimera

অন্যান্য

সংক্ষেপে

  • যখন গাছের সবুজ রঞ্জক পদার্থ অন্য রঞ্জক পদার্থ দিয়ে ঢেকে যায় তখন এই রোগের আবির্ভাব হয়, এবং রঞ্জক পদার্থের রঞ্জিত করার ক্ষমতাও বৃদ্ধি পায় এবং অবশেষে লালচে বর্ণের দেখায়।
  • এই অবস্থা ক্ষতিকারক নয় এবং গাছের খুব কম অংশে এর প্রভাব পড়ে।

এখানেও পাওয়া যেতে পারে

17 বিবিধ ফসল
শিম
করলা
বাঁধাকপি
তুলা
আরো বেশি

বেগুন

উপসর্গ

পাতার বহুবর্ণ রোগ পাতায় সামঞ্জস্যহীন সাদা থেকে হলুদ বিবর্ণতা প্রদর্শন করে এবং মাঝে মাঝে কাণ্ডেও এই ঘটনা দেখা যায়। কিছু কোষকলা স্বাভাবিক সবুজ রঙের হয়, যার ফলে রৈখিক, মোজাইক বা সামঞ্জস্যহীন আকার ধারন করে। মাঝে মাঝে শিরার বহুবর্ণতা দেখা যায়, যেখানে শিরা বিবর্ণ হয়ে যায় কিন্তু পুরো পাতার কোষকলা গাঢ় সবুজ থাকে। গাছের বেশীরভাগ অংশ আক্রান্ত হলে ক্লোরোফিলের অভাবে বৃদ্ধি ব্যাহত হয়। যা’হোক, বেশির ভাগ ক্ষেত্রে খাদ্যপ্রাণের অভাবে জমির অল্প অংশ আক্রান্ত হয় এবং ফলনে তেমন কোন প্রভাব পড়ে না।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

যেহেতু এ রোগ সংক্রমণে পরিবেশের সরাসরি কোন ভূমিকা নেই সেহেতু এর নিয়ন্ত্রণে কোন জৈবিক দমন ব্যবস্থা নেই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। পাতার বহুবর্ণ রোগ বংশগত বা শারীরবৃত্তীয় সমস্যার কারণে হয়ে থাকে যার কারণে এটির দমনে কোন রাসায়নিক উপাদান নেই।

এটা কি কারণে হয়েছে

পাতার বহুবর্ণ রোগ বংশগত বা শারীরবৃত্তীয় সমস্যার কারণে হয়ে থাকে যা পরিবেশের উপর নির্ভর করে না, তার মানে হলো কোন জীবাণু এর সাথে সম্পর্কিত নয়। পাতার বহুবর্ণ রোগের প্রধান কারণ হলো পাতার কোষকলায় ক্লোরোফিল কণার পরিমাণ কমে যাওয়া। এটি প্রকৃতিতে অল্প মাত্রায় দেখা যায় এবং ফসলের ফলনে কোন প্রভাব পড়ে না। যা’হোক, কিছু সবজি জাতীয় ফসলে এবং সৌন্দর্য্য বর্ধনকারী গাছে প্রাকৃতিকভাবে বর্ণ বৈচিত্র্যতা দেখা যায় যা এদের সৌন্দর্য্যের অংশ।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • পরিচিত জাতের/ সংকর প্রজাতির প্রত্যয়িত বীজ ব্যবহার করুন।
  • পাতার বহুবর্ণ রোগ প্রতিরোধ করতে বংশগত অস্বাভাবিকতা মুক্ত বীজ ব্যবহার নিশ্চিত করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন