Pelopidas mathias
বালাই
সদ্য রোপিত ধানের চারা প্রথমে আক্রান্ত হয়। বয়স্ক লার্ভা পত্রমোচনের জন্য বেশিরভাগ দায়ী। এরা পাতার কিনারা ও অগ্রভাগ খেয়ে ফেলে, এবং আস্তে আস্তে মধ্যশিরার দিকে অগ্রসর হয়। পাতার অগ্রভাগ পত্রফলকের সাথে মুড়িয়ে কিংবা একই পাতা বা দুটি সন্নিহিত পাতার দুই প্রান্ত ভাঁজ করে সরু সুতার লালা নিঃসৃত করে বেঁধে ফেলে। এ প্রতিরক্ষামূলক প্রকোষ্ঠ এদেরকে দিনের বেলায় বিশ্রাম এবং শিকারীকে ফাঁকি দিতে সাহায্য করে। এরা অতিভোজী হয় এবং মাত্র কয়েকটি বড় লার্ভা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র মধ্যশিরা বাদে পাতার কোষকলা ও শিরা খেয়ে উল্লেখযোগ্য ভাবে পত্রমোচন ঘটাতে পারে।
পরজীবী এবং শিকারী পোকা ধানের স্কিপার পোকার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। ছোট ছোট পরজীবী বোলতা ধানের স্কিপার পোকার ডিমকে পরজীবায়ন করে এবং বড় বড় বোলতা এবং ট্যাকিনিড মাছি লার্ভাকে পরজীবায়ন করে অবশ করে ফেলে। রিডুভিড গান্ধী পোকা, ইয়ারউইগ এবং চক্রাকার জাল বিস্তারকারী মাকড়সা(এরানিডি)’র মত শিকারী পোকা উড়ন্ত বয়স্ক পোকা খেয়ে থাকে। লাঠি ব্যবহার করে চারাগাছের পাতায় আঘাত করে লার্ভাকে নিচে ফেলে দিন (যা পরে ডুবে মারা যাবে)।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। যেহেতু পেলোপিডাস ম্যাথিয়াস’কে ধানের কম ক্ষতিকর পোকা হিসেবে বিবেচনা করা হয়, তাই এর বিরুদ্ধে রাসায়নিক নিয়ন্ত্রণ সাধারণত প্রয়োজন হয় না। যদি প্রাকৃতিক শত্রুরা এবং আন্তঃপরিচর্যার মাধ্যমে পেলোপিডাস ম্যাথিয়াসের ব্যাপক আক্রমণ দমন করা না যায়, তবে ধান ক্ষেতের জল নিষ্কাশন করে ক্লোরোপাইরিফস (chlorpyriphos) ছিটিয়ে দিন।
ধানের স্কিপার সব ধানী পরিবেশে পাওয়া যায় কিন্তু বৃষ্টি নির্ভর ধান ক্ষেতে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা কমলা চিহ্ন সম্বলিত হালকা বাদামি রঙের হয় এবং ডানায় সাদা রঙের একটি বৈশিষ্ট্যগত নকশা রয়েছে। পূর্ণাঙ্গ পোকা দিবাচর হয় এবং তাদের ঝটপট উড়ার ক্ষমতা রয়েছে, যেহেতু এরা এক গাছ থেকে আরেক গাছে উড়ে যায় , তাই এদের এমন নাম দেয়া হয়েছে। স্ত্রী পোকা সাদা বা ফ্যাকাশে হলুদ, গোলাকার ডিম পাড়ে। লার্ভা নিশাচর হয়। এগুলো প্রায় ৫০ মিমি লম্বা, সবুজ রঙের হয় এবং মাথার উভয় পার্শ্বে লালচে উল্লম্ব ডোরা দাগযুক্ত থাকে। পিউপা হালকা বাদামী বা হালকা সবুজ রঙের হয় এবং মাথা চোখা হয়। খরা, অতি বৃষ্টি বা বন্যার মত চরম আবহাওয়া এদের বিস্তারের জন্য অনুকুল। কীটনাশকের অপব্যবহার উপকারী পোকামাকড় ধ্বংস করে এবং এ কারণে ধানের স্কিপার পোকার আক্রমণ বেশি পরিলক্ষিত হয়।