ক্যাপসিকাম ও মরিচ

কৃমি

Nematoda

অন্যান্য

সংক্ষেপে

  • গাছ খর্বাকৃতির হয়ে পড়ে।
  • গাছ হলুদ ও শুকিয়ে যায়, পাতা বিকৃত হয়।
  • মূলে নট বা গল গঠিত হয়।
  • মূলতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
  • কাণ্ডও আক্রান্ত হতে পারে।
  • আণুবীক্ষণিক গোল কৃমি।

এখানেও পাওয়া যেতে পারে

42 বিবিধ ফসল
আপেল
খুবানি
কলা
শিম
আরো বেশি

ক্যাপসিকাম ও মরিচ

উপসর্গ

বিভিন্ন প্রজাতি, তাদের সংখ্যা এবং বাহক উদ্ভিদের উপর নির্ভর করে নেমাটোডের আক্রমণ বিভিন্ন ধরণের হয়। কিছু নেমাটোড তাদের বাহক উদ্ভিদের মূলের বৃদ্ধিসাধনে ভুমিকা রাখে এবং মূলে নট বা গল গঠন করে। অন্যরা ব্যাপকহারে মূলে জখমের মতো দাগ সৃষ্টি করে এবং মূলের আভ্যন্তরীণ কোষ কলা ক্ষতিগ্রস্ত হয় । অনেক ক্ষেত্রে, এ ক্ষতগুলিতে ছত্রাক বা মাটির ব্যাকটেরিয়া দ্বারা দ্বিতীয়বারের মতো আক্রমণ হয়। জল এবং পুষ্টি উদ্ভিদের বায়বীয় অংশে পৌঁছাতে পারে না। আক্রান্ত গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং পাতা হলুদাভ হয়ে যায় এবং অঙ্গবিকৃতি ও নেতিয়ে পড়ার মাধ্যমে পাতা ঝরে পড়তে পারে। মাঝে মাঝে উদ্ভিদের কাণ্ডও আক্রান্ত হয় ।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

জৈবিক নিয়ন্ত্রণ উপাদান কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ দানা শস্যের বেলায় কিছু নেমাটোডের হ্রাস/ দমনের সাথে ছত্রাক নেমোতোফোরা গাইনোফিলা এবং ভার্সিলিয়াম ক্ল্যামিডোস্পোরিয়াম সম্পৃক্ত। ম্যারিগোল্ড (টেগেটেস প্যাটুলা) এবং ক্যালেনডুলা (ক্যালেনডুলা অফিসিনালিস) এর নির্যাস প্রয়োগের মাধ্যমে কিছু পরিমাণে নেমাটোডার সংখ্যা কমানো যায়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। নিয়ন্ত্রণগুলো নেমোটোডের প্রকারের উপর নির্ভরশীল। নেমোটোসাইডস (ডাজোমেট) মাটির ছত্রাকনাশক হিসেবে ব্যবহার নেমাটোডের সংখ্যা হ্রাসে কার্যকর কিন্তু অধিকাংশ কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে উপকারী নয়। এ ধরণের কিছু উপাদান পাতায় স্প্রে হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

এটা কি কারণে হয়েছে

নেমাটোডগুলো আণুবীক্ষণিক পরজীবী যেগুলো বেশিরভাগ মাটিতেই থাকে, যেখানে এরা বাহক গাছের শিকড়কে পরজীবায়ন করতে পারে। সাধারণভাবে, তারা উপকারী পরজীবী, কিন্তু যখন তাদের জনসংখ্যা বেশি পরিমাণে হয়ে যায়,তখন তারা উদ্ভিদের ক্ষতি সাধন করতে পারে। এদেরকে একটি স্টাইলেটের উপস্থিতি দ্বারা চিহ্নিত করা যেতে পারে, যার মাধ্যমে তারা গাছপালার শিকড় এবং ভূগর্ভস্থ শিকড়ের অংশে ছিদ্র করতে পারে এবং কিছু ক্ষেত্রে পাতা এবং ফুলেও ছিদ্র করে থাকে। নেমাটোডের বিভিন্ন খাদ্য কৌশল আছে এবং এরা মাটিতে কয়েক বছর ধরে বেঁচে থাকতে পারে। তারা মধ্যবর্তী বাহকের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের দ্বারা রোগগুলো ছড়ায়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সম্ভব হলে, রোগ প্রতিরোধী বা সহিষ্ণু জাতের বীজ ব্যবহার করুন।
  • ম্যারিগোল্ড বা ক্যালেনডুলা বা ফসলের মধ্যে ফুলের চারা রোপণ করে সাথী ফসল চাষের মাধ্যমে রোগের বিস্তার কমানো যেতে পারে।
  • কয়েক সপ্তাহ ধরে জমিতে প্লাস্টিকের মালচ্‌ ব্যবহার করে ঢেকে রাখুন।
  • জমিতে চাষ দিন এবং সৌর বিকিরণ যাতে মাটিতে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করুন।
  • গুরুতর আক্রমণের ক্ষেত্রে, বেশ কয়েকমাস জমি চাষ না করে ফেলে রাখার কথা বিবেচনা করা যেতে পারে।
  • কয়েক বছর ধরে জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে ফসল-চক্র বজায় রাখুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন