কলা

ম্যাঙ্গানীজের অভাবজনিত রোগ

Manganese Deficiency

অভাব

5 mins to read

সংক্ষেপে

  • কচি পাতায় নানাবর্ণের ছাপযুক্ত, বিস্তৃত, ফ্যাকাশে সবুজ থেকে হলুদ ইন্টারভেইনাল ক্লোরোসিস দেখা যায়।
  • হলুদ বলয়াকার ছোট ছোট মৃতকোষ-কলার সৃষ্টি হয়।
  • যদি সংশোধন না করা হয়, তবে পাতায় বাদামী পচনশীল দাগের আবির্ভাব হতে পারে এবং গুরুতরভাবে আক্রান্ত পাতা পিঙ্গলবর্ণ এবং নিস্তেজ অবস্থায় পৌঁছায়।

এখানেও পাওয়া যেতে পারে

57 বিবিধ ফসল
বাদাম
আপেল
খুবানি
কলা
আরো বেশি

কলা

উপসর্গ

বেশির ভাগ ফসলের ক্ষেত্রে অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতির তুলনায় এর ঘাটতির ক্ষেত্রে কম উল্লেখযোগ্য লক্ষণ দেখা যায়। ম্যাঙ্গানীজের অভাবে ফসলের কচি পাতার শিরার মাঝখানে ও উপরের দিকে সবুজ থাকে এবং পত্র ফলকের বাকি অংশ প্রথমে ফ্যাকাশে সবুজ এবং পরে লালবর্ণের ছাপযুক্ত ফ্যাকাশে সবুজ থেকে হলুদ ক্ষেত্র তৈরী হয়। ক্রমশঃ মৃত কোষকলা বিশিষ্ট ক্ষত বিস্তৃত হয় বিশেষত পাতার প্রান্তভাগ ও ডগার কাছে পোড়া দাগ পড়ে। এছাড়া পাতার আকার ছোট, বিকৃত, কিনারা ঢেউ খেলানো হয়। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে, পাতার উপর বাদামী দাগ দেখা যায় এবং গুরুতর আক্রান্ত পাতা পিঙ্গল বর্ণ ধারণ করে এবং নিস্তেজ হয়ে যায়। ম্যাগনেসিয়াম ঘাটতি দেখা দিলে যে সমস্ত লক্ষণসমূহ ফুটে ওঠে তার সঙ্গে ম্যাঙ্গানীজের ঘাটতির ফলে সৃষ্ট লক্ষণের মিল থাকাতে বিভ্রান্তি দেখা দিতে পারে কিন্তু মনে রাখতে হবে ম্যাগনেসিয়ামের অভাবজনিত রোগ প্রথমে পুরাতন পাতায় বিকাশ লাভ করে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

মাটির অম্লতা এবং পুষ্টি উপাদানের ভারসাম্যের জন্য মাটিতে মিশ্র সার বা জৈব সার ব্যবহার করুন। এগুলি জৈব মাটিতে হিউমাসের পরিমান বাড়ায়, জলধারন ক্ষমতা বাড়ায় এবং অম্লমাত্রা কিছুটা কমায়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

  • ম্যাঙ্গানীজ (Mn) সমৃদ্ধ সার ব্যবহার করুন।
  • উদাহরণ: ম্যাঙ্গানীজ সালফেট (Mn 30.5%) মাটিতে ও পাতায় প্রয়োগের ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহার করা হয়।
  • মাটি ও ফসলের জন্যে সেরা পণ্য কোনটি এবং এর প্রয়োগমাত্রা জানতে কৃষি বিষয়ক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আরো উদাহরণ:
  • সর্বোত্তম হারে ফসল পেতে ফসল মরশুম শুরু হওয়ার আগে মাটি পরীক্ষার সুপারিশ রয়েছে।

এটা কি কারণে হয়েছে

ম্যাঙ্গানীজের ঘাটতি একটি ব্যাপক সমস্যা, প্রায়শই বেলে মাটিতে, অম্লমান ৬-এর বেশী এরকম জৈব মাটিতে এবং ব্যাপকভাবে পরিবর্তিত গ্রীষ্মমণ্ডলীয় মাটিতে এর ঘাটতি হতে পারে। বিপরীতে বেশী অম্লযুক্ত মাটিতে এ উপাদানের উপস্থিতি বৃদ্ধি পায়। অতিরিক্ত বা অসম সার ব্যবহারের ফলে কিছু গৌণ পুষ্টি উপাদান একে অপরের সাথে প্রতিযোগিতায় নামে যাতে সংশ্লিষ্ট পুষ্টি উপাদানটি ফসলের কাছে সহজলভ্য হয়। সালোকসংশ্লেষ এবং নাইট্রেট আত্তীকরণে ম্যাঙ্গানীজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আয়রন, বোরন এবং ক্যালসিয়ামের মত ম্যাঙ্গানীজ ফসলের মধ্যে স্থির অবস্থায় থাকে যা বেশিরভাগ ক্ষেত্রে নিচের পাতায় জমা হয়। লক্ষণগুলো প্রথমে কচি পাতায় দেখতে পাওয়ার এটাই কারণ। ম্যাঙ্গানীজের অভাব ফসলে উঁচু মাত্রার সংবেদনশীলতা প্রদর্শন করে এবং এ পুষ্টি উপাদানের সক্রিয়তায় গর্ভাধানের লক্ষণ দেখা দেয় যে ফসলগুলিতে, সেগুলি হল দানাশস্য, শিম জাতীয় ফসল, পিচ্‌ ও বেরী জাতীয় ফল, পাম ফসল, লেবুজাতীয় ফসল, সুগার বিট এবং রান্নার তেল উৎপাদনকারী ফসল সহ অন্যান্য ফসল।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • প্রয়োজনে মাটির অম্লতা নিয়ন্ত্রণ করুন যাতে নিয়মিত পুষ্টি উপাদান শোষনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।
  • মাঠের জল নিষ্কাশনের পরিকল্পনা করুন যাতে জমিতে অতিরিক্ত জল না থাকে।
  • মাঠের আর্দ্রতা স্থিতিশীল রাখার জন্য জৈব আস্তরণ ব্যবহার করুন।
  • সবসময় মনে রাখা প্রয়োজন যে কেবল মাত্র সুষম সার প্রয়োগেই ফসলের যথোপযুক্ত স্বাস্থ্য রক্ষা হতে পারে এবং ফলন বৃদ্ধি পেতে পারে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন