টমেটো

টমেটোর ব্লজম-এন্ড-রট রোগ

Calcium Deficiency Rot

অভাব

5 mins to read

সংক্ষেপে

  • সবুজ ফলের তলদেশভাগে বাদামী অথবা ধূসর বর্ণের চটা ভাব পরিলক্ষিত হয়।
  • ফলের অভ্যন্তরে পচা কালো দাগের সৃষ্টি হয়।

এখানেও পাওয়া যেতে পারে

7 বিবিধ ফসল

টমেটো

উপসর্গ

ফলের তলায় একটি অনিয়মিত দাগ দেখা যায়, যা ফলের নিম্নভাগে পচনের বৈশিষ্ট্য। দাগের আকার এবং রঙ ভিন্ন রকম হয়। প্রাথমিক পর্যায়ে এটি হালকা সবুজ থাকে। ফল পরিপক্ব হলে বাদামী ও কালো হয়ে যায়। ফলের কোষকলাগুলো দৃঢ়তা হারায়, সংকুচিত হয়ে যায় এবং অবশেষে ফলের তলভাগ চ্যাপ্টা দেখায়। ফলের অভ্যন্তরে কালো পচন দেখা দিতে পারে তবে ফলের ত্বকে এর উল্লেখযোগ্য লক্ষণ দেখা যেতেও পারে, নাও যেতে পারে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ক্যালসিয়াম সমৃদ্ধ পদার্থ যেমন অ্যালগাল লাইমস্টোন, ব্যাসাল্ট ফ্লাওয়ার, পোড়া চুন, ডলোমাইট, জিপসাম এবং স্ল্যাগ লাইম মাটিতে ব্যবহার করুন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। জরুরি প্রয়োজনে ক্যালসিয়াম ক্লোরাইড পাতায় স্প্রে করুন কিন্তু বারবার কিংবা অতিরিক্ত পরিমাণে ব্যবহার পরিহার করুন।

এটা কি কারণে হয়েছে

ব্লজম এন্ড রট একটি শারীরবৃত্তীয় অসামঞ্জস্যতা, যা ফলের কোষকলায় ক্যালসিয়ামের অভাবে হয়। পোকামাকড় বা অন্য কোন জীবাণু এর জন্য দায়ী নয়। ক্যালসিয়াম কোষকলার দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করে। মাটিতে পুষ্টি উপাদানের অভাব অথবা টমেটো গাছের ক্যালসিয়াম গ্রহণে অপারগতা ও ফলের অভ্যন্তরে ক্যালসিয়াম অপর্যাপ্ত সঞ্চালনের কারনে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা দেয়। এটি কোষকলার গঠন ধ্বংস করে, ফলে অস্বাভাবিক বৈশিষ্ট্যপূর্ণ কালো ও সংকুচিত অঞ্চল দেখা যায়। অনিয়মিত জলসেচ বা মূলের ক্ষয়ক্ষতি ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের কারণ।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • মাটির pH মাত্রাকে নিয়ন্ত্রণ করুন, যেমন জমিতে চুন প্রয়োগ করা।
  • মাটি আর্দ্র রাখতে মাল্চ ব্যবহার করুন।
  • গভীর চাষ পদ্ধতির মাধ্যমে মূলের ক্ষতি পরিহার করুন।
  • স্বল্প পরিমাণে নাইট্রোজেন এবং পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করুন।
  • শুষ্ক মরশুমে নিয়মিত জলসেচ দেওয়ায়র ব্যবস্থা বজায় রাখুন।
  • অতিরিক্ত জলসেচ পরিহার করুন এবং মাঠে সুন্দর নিকাশী ব্যবস্থা রাখুন।
  • অ্যামোনিয়াযুক্ত নাইট্রোজেন সারের পরিবর্তে নাইট্রেট আকারে নাইট্রোজেন সার ব্যবহার করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন