Cercopidae
বালাই
বসন্ত ও গ্রীষ্মের মরশুম শুরু হওয়ার প্রাক্কালে, সাদা ফেনাবৎ উপাদান তরুণ বয়সী কাণ্ডের উপরে ও পাতার উপরে মণ্ডের আকারে জমা হয়। প্রতিটি সাদা মণ্ডের মধ্যে ৪-৬ মিলিমিটার ও পূর্ণ বিকশিত নয় এমন সাদাটে-ঘিয়ে রঙের পোকা থাকে। প্রায় ক্ষেত্রেই, উদ্ভিদের বৃদ্ধি প্রভাবিত হয় না, কিন্তু, যদি পোকা গাছের ডগা থেকে খায়, এটি বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা তৈরী করতে পারে।
জৈবিক নিয়ন্ত্রণ এই ক্ষুদ্র পোকার উপরে প্রয়োগ করা হয় না। যদি প্রয়োজন হয়, হাতে করে এগুলিকে অপসারণ করুন।
ফ্রগহপার ও স্পিটলবাগকে নিয়ন্ত্রণ করতে কীটনাশকের প্রয়োজন নেই। কীটনাশক স্পিটলবাগের বিরুদ্ধে কার্যকরী হয় না কারন নিম্ফগুলি ফেনাবৎ উপাদানের মধ্যে সুরক্ষিত থাকে এবং স্প্রে করলেও এর উপরে প্রভাব পড়ে না।
স্পিটলবাগের থেকে যে ক্ষতি হয় তা হলো পোকা উদ্ভিদ রস শুষে পান করে। এই পোকাগুলি সাধারণত বেশী ক্ষতি করে না, কিন্তু যদি তাদের সংখ্যা বৃদ্ধি পায়, সেগুলি সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এগুলি ফেনাবৎ উপাদান তৈরী করে যাতে শিকারী পাখির হাত থেকে বাঁচতে পারে। স্পিটলবাগের জীবনচক্রে তিনটি অংশ থাকে: ডিম, অপরিণত পর্যায়, প্রাপ্তবয়স্ক অবস্থা। প্রতিটি পর্যায় ছয় মাস পর্যন্ত টিকে থাকতে পারে। যখন ডিম ফোটে, শিশু পোকাগুলি উদ্ভিদ থেকে খায়। পরবর্তী পর্যায়গুলিতে, সেগুলি নিজেদের রক্ষা করতে ফেনা উৎপন্ন করে এবং প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা পর্যন্ত বাড়তে থাকে। বিকাশের লক্ষ্যে, অপরিণত পর্যায়ে এগুলি ১-৩ মাস পর্যন্ত গাছের বিভিন্ন অংশ থেকে খেতেই থাকে। পরিণত বয়স্ক স্পিটলবাগ সাধারণত উদ্ভিদের অবশিষ্টাংশের উপরে বা পাতায় ও কাণ্ডে ডিম পাড়ে। প্রত্যেক স্ত্রী স্পিটলবাগ ১০০-২০০টি ডিম পাড়ে। এগুলি ডিম হিসাবে উদ্ভিদের উপরেই শীতকাল অতিবাহিত করে। অপরিণত পর্যায়ে এদের রঙ সাধারণত সবুজ থাকে। প্রাপ্তবয়স্ক হিসাবে বেড়ে ওঠার আগে, এদের দেহের রঙ গাঢ় রঙের হয় ও ডানার বিকাশ হতে শুরু করে। স্পিটলবাগ শিম জাতীয় উদ্ভিদ ও অন্যান্য নাইট্রোজেন-স্থায়ীকরণ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করতে পছন্দ করে।