চিনাবাদাম

চিনা বাদামের পাতার সুড়ঙ্গকারী পোকা

Aproaerema modicella

বালাই

সংক্ষেপে

  • পাতার উপরের অংশে সুড়ঙ্গ করা দাগ পাওয়া যায়।
  • পাতায় ছোট ছোট বাদামী ফোস্কা পড়ে।
  • মারাত্মকভাবে আক্রান্ত জমি দূর থেকে ঝলসানো বলে মনে হয়।
  • পাতা ভাঁজ করা থাকে।

এখানেও পাওয়া যেতে পারে


চিনাবাদাম

উপসর্গ

পাতার মেসোফিল খেয়ে ফেলার কারনে পাতার উপর ছোট বাদামী ফোস্কা (ব্লচ) দেখা দেয়। কীড়া বেশ কয়েকটি পাতার জাল তৈরি করে পাতার ভাঁজের মধ্যে অবস্থান করে এবং খেতে থাকে। দূর থেকে দেখলে মারাত্মক আক্রান্ত জমি ঝলসানো বলে মনে হয়। আক্রান্ত পাতা শুকিয়ে যায় এবং গাছ নেতিয়ে পড়ে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

মাকড়সা, দীর্ঘ শৃঙ্গযুক্ত ফড়িং, প্রেয়িং মেন্টিস, পিঁপড়া, লেডিবার্ড বিটলস, ঝিঁঝি পোকা ইত্যাদি প্রাকৃতিক শিকারী পোকামাকড় সংরক্ষণ করুন। পাতার সুড়ঙ্গকারী পোকার ওপর পরজীবায়ন করতে পারে এমন গোনিওজাস প্রজাতির সংখ্যা বাড়ানোর জন্য চিনা বাদামের সাথে পেন্নিসেটাম গ্ল্যাউকাম নামক সাথী ফসল চাষ করুন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। রাসায়নিক স্প্রে কেবল তখনই সুপারিশ করা হয় যখন চারা অবস্থায় ৩০ দিন পর গাছ প্রতি কমপক্ষে ৫টি কীড়া পাওয়া যাবে (ডিএ ই), বা ফুল পর্যায়ে ১০ টি কীড়া (৫০ ডিএ ই), এবং ফল গঠনের পর্যায়ে প্রতি গাছে ১৫টি কীড়া (৭০ ডিএ ই) থাকে। যদি ক্ষতির পরিমাণ অর্থনৈতিক ঝুঁকির প্রান্তিকসীমার উপরে যায়, তবে বীজ বপনের ৩০-৪৫ দিন পরে ২০০-২৫০ মিলি/হেক্টরে ডাইমেথোয়েট রাসায়নিক (Chlorpyrifos @ 2.5 ml/l or Acephate @ 1.5 g/l) অথবা প্রোফেনোফস 20EC @ 2 ml/l দিয়ে স্প্রে করুন।

এটা কি কারণে হয়েছে

পাতা সুড়ঙ্গকারী কীড়া দ্বারা চিনাবাদামের ক্ষতি হয়। সুড়ঙ্গকারী পোকা পাতার নীচের দিকে এককভাবে ডিম পাড়ে এবং দেখতে হয় চকচকে সাদা, কিন্তু কীড়াগুলি হালকা সবুজ বা বাদামী রঙের, মাথা এবং ঘাড় (প্রোথোরাক্স) গাঢ় রঙের। প্রাপ্তবয়স্ক সুড়ঙ্গকারী পোকা একটি ছোট মথ যা দৈর্ঘ্যে প্রায় ৬ মিমি হয়। এর ডানা বাদামী-ধূসর বর্ণের। পূর্ণাঙ্গ মথের ডানাতে সাদা বিন্দুও থাকে। কীড়া পাতায় সুড়ঙ্গ করে এবং পাতার ভিতরে খায়। এরা ৫-৬ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে সংলগ্ন অন্য পাতায় জালের ভাঁজে খেতে ও শুককীটে পরিণত হতে আসে। পাতার সুড়ঙ্গ অঞ্চল শুকিয়ে যায়। পাতার সুড়ঙ্গকারী পোকা বর্ষা এবং বর্ষা পরবর্তী উভয় কালে সক্রিয় থাকে এবং ফসলের ২৫% থেকে ৭৫% পর্যন্ত ক্ষতি হতে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ICGV 87160 এবং NCAC 17090-র মতো রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন যা পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমণ বেশি হলেও ভাল ফলন দেয়।
  • পোকামাকড় থেকে বাঁচতে আগাম বপন করুন।
  • বাদামের সাথে ফাঁদ-ফসল হিসেবে মুক্তো বাজরা বা খেসারী চাষ করতে হবে।
  • রাতে আলোর ফাঁদ পেতে মথ ধরতে হবে এবং পোকার সংখ্যা নিরূপণ করতে হবে।
  • পোকার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বিকল্প পোষক ফসল, যেমন- সয়াবিন এবং আগাছা যেমন- লুসার্ন, অ্যামার‍্যান্থাস, বার্সিম এবং ইন্ডিগোফেরা হিরসুতা সরিয়ে ফেলুন।
  • ধানের খড় দিয়ে মালচিং করলে পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমণ কম হবে।
  • পাতার সুড়ঙ্গকারী পোকার আক্রমণ কমাতে এবং ভাল ফলন পেতে ভুট্টা, তুলা এবং জোয়ারের চাষ বেছে নিয়ে ফসলচক্র করতে পারেন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন