লেবু জাতীয় ফসল

লেবুর প্রজাপতি

Papilio demoleus

বালাই

5 mins to read

সংক্ষেপে

  • লেবুর শুঁয়োপোকা হাল্কা সবুজ কচি পাতা খেয়ে বেঁচে থাকে।
  • পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে মধ্য শিরা পর্যন্ত খেয়ে ফেলে।
  • সারা বছর জুড়ে এ পোকা লেবু জাতীয় ফসলের ক্ষতি করে থাকে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

কচি পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে মধ্য শিরা পর্যন্ত খেয়ে ফেলে। সমস্ত পাতা খেয়ে ফেলে, ফলে সেই শাখায় কোন পাতা থাকে না। ছোট এবং বড় লেবুর শুঁয়োপোকা পাতায় রেখার মত ডোরাকাটা দাগ ফেলতে পারে এবং এদের বিরক্ত করলে এক প্রকারের বিকট গন্ধ ছড়ায় ।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

লেবুর শুঁয়োপোকার ডিমকে পরজীবায়ন করতে পারে এমন অনেক প্রজাতির পরিজীবি বোলতা আছে, যেমন উয়েনসাইত্রাস এবং লেবুর শুঁয়োপোকার লার্ভাকে পরজীবায়ন করতে পারে এমন বোলতার নাম অ্যাপান্টেলাস প্যালিডসিঙ্কটাস ( গাহান)। টেরমেলাস পুপারাম প্রজাতির পরিজীবি বোলতা এ পোকার পুত্তুলিকে আক্রমণ করতে পারে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

ফেনিট্রোথিওন অথবা ফেনথিওন ১৫ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে। অ্যাজোরডিন লেবু গাছের কাণ্ডে প্রয়োগ করলে লেবুর প্রজাপতির লার্ভার (<১০ মিমি.) পক্ষে তা বিষাক্ত হয়। কচি গাছকে সুরক্ষা দিতে সিট্রিমেট দ্বারা কাণ্ডে প্রয়োগ করলে তা কার্যকর হতে পারে। ডিপেল 2x, থুরিসাইড, এণ্ডোসালফান WP, ল্যানেট SL ইত্যাদি উপরের স্তর বা আবরণ হিসাবে স্প্রে করা যেতে পারে।

এটা কি কারণে হয়েছে

লেবুর শুঁয়োপোকা দ্বারা এ আক্রমণ ঘটে থাকে। নার্সারিতে চারা কচি থাকতে লেবুর শুঁয়োপোকা পত্রপল্লবে আক্রমণ করে থাকে এবং বড় গাছেও বাড়ন্ত কচি পাতা খেয়ে ক্ষতি করে। পুরোপুরি বড় লেবুর শুঁয়োপোকা দেখতে সবুজ রঙের। মারাত্মকভাবে আক্রান্ত গাছকে সম্পূর্ণভাবে পত্রশূন্য করে ফেলে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • পরিস্কার পরিচ্ছন্ন ভাবে লেবুর চাষাবাদ করুন।
  • বাগানে পাখি যাতে বসতে পারে সেজন্য ব্যবস্থা নিন, বিশেষ করে T-আকৃতির যে কোন খাড়া বস্তু বা লাঠি মাঠে পুঁতে দিন।
  • হাতেনাতে পোকার কীড়া এবং পাতাসহ কীড়া পোকা, পোকার ডিম ধরে, পুড়িয়ে ফেলুন অথবা মাটিতে মিশিয়ে ধ্বংস করে ফেলুন।
  • এ পোকার কীড়া ও ডিম পাতায় আছে কিনা তা দেখার জন্য প্রতি দুই সপ্তাহ পর পর লেবু বাগানের গাছে সকল কচি পাতা এবং ডগা নিরীক্ষা করতে হবে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন