অন্যান্য

উইপোকার আক্রমণ

Termitidae

বালাই

সংক্ষেপে

  • নতুন বা বয়স্ক গাছ নেতিয়ে পড়ে এবং প্রায়শই মাটিতে পড়ে যায়।
  • গাছের চারপাশে ও মধ্যে উইপোকা ও উইপোকা সৃষ্ট সুড়ঙ্গ দেখা যায়।
  • ফলস্বরূপ, শিকড় এবং মূল কাণ্ড ফাঁপা হয়ে যায়।

এখানেও পাওয়া যেতে পারে

11 বিবিধ ফসল

অন্যান্য

উপসর্গ

গাছের বৃদ্ধির সকল পর্যায়ে ( যেমনঃ চারা থেকে পরিণত গাছ হওয়া পর্যন্ত ) উইপোকা আক্রমণ করে থাকে। এরা শিকড়ে ক্ষতি করে থাকে, ফলস্বরূপ উদ্ভিদের প্রাথমিক ক্ষয়ক্ষতি হিসাবে গাছকে নেতিয়ে পড়তে দেখা যায়। উইপোকার উপস্থিতি নিশ্চিত করার জন্য, সংক্রামিত গাছ টেনে বের করুন এবং শিকড় ও কাণ্ডের নিচের অংশে জীবিত উইপোকা বা সুড়ঙ্গের উপস্থিতি পরীক্ষা করুন। উদ্ভিদের শিকড় এবং কাণ্ড সম্পূর্ণরূপে ফাঁপা হয়ে যায় এবং পোকার পয়ঃবর্জ্য দ্বারা ভরা থাকে। যেখানে উইপোকার উপস্থিতি দেখা মেলে সেখানে কিছু গাছ দমকা বাতাসে মাটিতে পড়ে যায় ও ফসল প্রায়শই মাটিতে লুটিয়ে পড়ে। এমতবস্থায় সকাল বা সন্ধ্যায় গাছপালা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, কারণ দিনের বেলাতে তাপমাত্রা বেশি হলে উইপোকা মাটির গভীরে লুকিয়ে থাকতে পারে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

নেমাটোড সংগঠিত উপাদান উইপোকার বিরুদ্ধে কার্যকরী। ছত্রাক জাতীয় বেউভেরিয়া বাসসিয়ানা বা বা মেটারিজিয়ামের কিছু প্রজাতির সংগঠিত দ্রবণ উইপোকার ঢিবিতে প্রয়োগ করে বেশ কার্যকর ফলাফল পাওয়া যায় । ছত্রাকের স্পোর উপশমক হিসেবে ব্যবহার করতে পারেন। উইপোকা দমনে নিম বীজের নির্যাস (এনএসকেই) প্রয়োগ গাছের পাশাপাশি ফসলি ক্ষেতে ভালো ফলাফল বয়ে আনে। উইপোকা দমনের আরেকটি উপায় হচ্ছে কাঠের ছাই বা বিছিন্ন নিম পাতা বা বীজ টুকরো টুকরো করে বানানো দ্রবণ ঢিবির গর্তে ঢেলে দিন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। উইপোকার ঢিবি নষ্ট করতে ক্লোরিফোস, ডেল্টামেথ্রিন অথবা ইমিডেকলোপরিড জাতীয় পদার্থ ইনজেকশন করুন ।

এটা কি কারণে হয়েছে

উইপোকা ঢিবিতে একত্রে বসবাস করে যেখানে অনেক ধরনের কর্মী , সৈনিক ও প্রজননক্ষম জাত রয়েছে। তাদের ঢিবি কখনও কখনও খুব বড় আকারের হয়ে থাকে। উইপোকা মৃত গাছের গোড়ায় বা মাটির নিচে ঢিবি নির্মাণ করে থাকে। মাটির নিচে গর্ত সৃষ্টির মাধ্যমে বা গাছের শিকড়ে বাসা তৈরি করে থাকে। খাদ্যের অভাবে উইপোকা গাছে আক্রমণ করে থাকে, তাই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি নিশ্চিত করুন। প্রজননক্ষম উইপোকা ডানাযুক্ত থাকে। বেশিরভাগ ডানাযুক্ত পুরুষ এবং স্ত্রী উইপোকা, সাধারণতঃ গাঢ় রঙের হয়ে থাকে এবং উন্নত বা বিকাশিত চোখ বিদ্যমান, ব্যাপক আকারে একসাথে জন্মায়। ভারী বৃষ্টিপাতের সূচনা হওয়ার পর ঝাঁকে ঝাঁকে বের হয়ে থাকে। ওড়ার পরপরই তাদের ডানা পড়ে যায় এবং মাটির নিচে গর্ত করে ঢুকে যায় ও পরবর্তীতে তারা নতুন ঢিবি তৈরি করে ।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ফসল রোপণ করার ক্ষেত্রে, খোলা মাঠ অথবা সামান্য উদ্ভিদ অবশিষ্টাংশ এবং জৈব উপাদান সমৃদ্ধ শুষ্ক মাটি এড়িয়ে চলুন।
  • গমক্ষেত সকালে ও বিকালে নিয়মিত পরীক্ষা করুন।
  • ক্ষতিগ্রস্ত গম বা গাছের ক্ষতিগ্রস্ত অংশ অপসারন এবং ধ্বংস করুন।
  • সুস্থ গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিষয়াবলী নিশ্চিত করুন।
  • খরার ধকল এবং গাছের অপ্রয়োজনীয় আঘাত এড়িয়ে চলুন।
  • যদি সম্ভব হয় তবে তাড়াতাড়ি ফসল কাটুন কেননা ফসল পরিপক্বতার পরে মাঠে থাকা অবশিষ্টাংশে উইপোকা প্রায়ই আক্রমণ করে।
  • ফসলের অবশিষ্টাংশ এবং অন্যান্য উদ্ভিদজ আবাস সরিয়ে ফেলুন।
  • ফসলের জমিতে উইপোকার বাসা এবং সুড়ঙ্গগুলো ধ্বংস করে দিন এবং শিকারীদের (যেমন কীটপতঙ্গ, পাখি, মুরগী ইত্যাদি ) শিকার করার জন্য সেগুলো উন্মুক্ত করে দিন।
  • ফসল আবর্তন এবং সাথী ফসল ব্যবহার করুন ।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন