তুলা

তুলার পাতা মোড়ানো পোকা

Syllepte derogata

বালাই

সংক্ষেপে

  • কীড়া পাতা মোড়ায় এবং পাতার প্রান্ত খেয়ে ফেলে।
  • আক্রান্ত পাতা বাঁকা হয়ে যায় এবং নেতিয়ে পড়ে, ফলে পাতা ঝরে পড়ে।
  • গাছের শুঁটি ধারণ ক্ষমতা কমে যায় এবং অকালে শুঁটি পেকে যায়।
  • ভারী আক্রমণের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

এখানেও পাওয়া যেতে পারে

5 বিবিধ ফসল
তুলা
বেগুন
ম্যানিওক
ঢেঁড়শ
আরো বেশি

তুলা

উপসর্গ

প্রাথমিকভাবে লক্ষণগুলি দেখা যায় যে, তির্যক আকারে পাতা ভাঁজ করে, বিশেষ করে উদ্ভিদের উপরের অংশের পাতা। কীড়া মোড়ানো পোকা পাতার ভিতরে থাকে এবং পাতার প্রান্তের অংশ খেয়ে ফেলে। ক্রমান্বয়ে, আক্রান্ত পাতা বাঁকা হয়ে যায় এবং নেতিয়ে পড়ে, ফলে পাতা ঝরে পড়ে এবং অকালে গুটি পেকে যায় । বল গঠন বা ফুল আসার সময় আক্রমণ সংঘটিত হলে বলের গঠনটি সংকটাপন্ন হতে পারে । যাইহোক, সাধারণত ভারী প্রাদুর্ভাব শুধুমাত্র গুটির মাধ্যমে ঘটে । পোকা দমন না করতে পারলে ফসল ব্যাপকভাবে হ্রাস পায় । এস. ডেরোগাটা ঢেঁড়স এর একটি সাধারণ পোকা ।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

এ পোকার আক্রমণ দমনে জৈবিক দমন ব্যবস্থায় বিভিন্ন পরজীবী প্রজাতি এবং শিকারী পোকা ব্যবহার করা হয়। লার্ভাল প্যারাসাইট-এর দুটি প্রজাতি এপেন্টেলেস স্পি. এবং মেসোকোরাস স্পি., এবং পিউপাল প্যারাসাইট এর দুটি প্রজাতি, ব্রাকাইমেরিয়া এস পি. এবং জ্যান্থপিমপ্লা এস পি. সফলভাবে ব্যবহৃত হচ্ছে। যদি বালাইনাশক দরকার হয় তাহলে পোকার সংখ্যা হ্রাসের লক্ষ্যে বেসিলাস থুরেঞ্জিয়েন্সিস সংঘটিত উপাদানের বালাইনাশক ব্যবহার করুন ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। তুলা ক্ষেতে পোকার আক্রমণ সফলভাবে হ্রাস করতে পাইরিথ্রয়েড, সাইপারমেথ্রিন এবং ইন্ডক্সাকার্ব (অথবা এদের মিশ্রণ)-এর সংঘটিত উপাদানের বালাইনাশক ব্যবহার করা হয়।

এটা কি কারণে হয়েছে

সিলেপটি ডেরোগাটা নামক তুলার পাতা মোড়ানো পোকার খাদ্য গ্রহণ কার্যকলাপের কারণে ক্ষতি সাধিত হয়। প্রাপ্তবয়স্ক পতঙ্গ মাঝারি আকারের হয় এবং ২৫-৩০ মিমি একটি পাখা দেখা যায়। তারা হলুদ শ্বেত রঙের হয় , মাথা এবং উদরে কালো এবং বাদামি দাগ দেখা যায়। উভয় পাখায় গাঢ় বাদামী ঢেউ খেলানো দাগ দেখা যায় যা একটি সুস্পষ্ট প্যাটার্ন গঠন করে । স্ত্রী পোকা পাতার নিচের অংশে ডিম রাখে, সাধারণত উদ্ভিদের উপরভাগে অল্প বয়স্ক পাতায় । তরুণ কীড়া প্রাথমিকভাবে পাতার নিচের দিকে খায় কিন্তু পরবর্তীতে কোকুন গঠন করার উদ্দেশ্যে পাতার উপরে যায় এবং পাতা মুড়িয়ে সেখানে পুত্তলি গঠন করে। কীড়া ১৫ মিমি পর্যন্ত লম্বা হতে পারে এবং একটি ময়লা ফ্যাকাশে সবুজ, আধা-স্বচ্ছ রঙের হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • এস. ডেরোগাটা যদি ধারাবাহিক সমস্যা হয় তাহলে প্রতিরোধী জাত ব্যবহার করুন।
  • গাছ একটু দেরিতে বপন করুন যাতে পোকার অধিক আক্রমণের সময় পরিহার করা যায়।
  • সঠিক সার ব্যবস্থাপনার মাধ্যমে সুস্থ গাছ ফলান।
  • রোগ বা কীটপতঙ্গের কোন চিহ্নের জন্য আপনার উদ্ভিদ বা জমি তদারকি করুন।
  • আক্রান্ত পাতা এবং কীড়া হাতের সাহায্যে সংগ্রহ করুন।
  • আক্রান্ত গাছের পাতা, পোকার কীড়া সরিয়ে ফেলুন বা পুড়িয়ে ধ্বংস করুন।
  • কীটনাশকের নির্বিচারে ব্যবহার পরিহার করুন যাতে ক্ষতিকর পোকার প্রাকৃতিক শত্রুরা ধ্বংস না হয়।
  • পোকার কীট ধরতে ফাঁদ ব্যবহার করুন ।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন