তরমুজ

মেডিটারেনিয়ান ব্রোকেড মথ

Spodoptera littoralis

বালাই

সংক্ষেপে

  • শুঁয়োপোকা উদ্ভিদের সমস্ত অংশই খায়।
  • অতিমাত্রায় বহু খাদ্যবিলাসী পতঙ্গ অনেক ফসলকে আক্রমণ করে।
  • উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।
  • ছোট ছোট ফল উৎপাদন হয় বা উৎপাদন একেবারেই হয় না।

এখানেও পাওয়া যেতে পারে

31 বিবিধ ফসল
কলা
শিম
বাঁধাকপি
গাজর
আরো বেশি

তরমুজ

উপসর্গ

লার্ভার অত্যধিক খাওয়ার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়, প্রায়ক্ষেত্রে উদ্ভিদের কোন পাতাই থাকে না। লার্ভা কচি, নরম পাতা পছন্দ করে কিন্তু বর্ধনশীল স্থান, কচি মঞ্জরী, সরু বৃন্ত, মুকুল, ফল ও উদ্ভিদের সমস্ত অংশ থেকেই খায়। লার্ভা কাণ্ডের মধ্যভাগের নরম অংশ চিবিয়ে খায় ফলে ছিদ্র তৈরী হয় এবং এই ছিদ্রপথে অন্যান্য রোগের প্রবেশ ঘটে। যদি লার্ভা তরুণ বয়সী উদ্ভিদকে মুড়িয়ে খায়, তাহলে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং শুধুমাত্র ছোট ফল উৎপন্ন হয় বা দেরী করে ফল আসে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

উপযুক্ত দমন ব্যবস্থার সাহায্যে সমন্বিত কীট ব্যবস্থাপনা শুরু করাটা গুরুত্বপূর্ণ। চিহ্নিতকরণের জন্য ফেরোমন ফাঁদের ব্যবহার ও সেইসঙ্গে গণ আকারে ফাঁদ পাতা ও সঙ্গমে বিঘ্ন ঘটানো খুবই গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

এই পতঙ্গ অনেক রাসায়নিক যৌগের প্রতিরোধী। যদি উপলব্ধ থাকে তাহলে সর্বদা সমন্বিত পদ্ধতির মাধ্যমে জৈবিক অনুকূল দমন ব্যবস্থার সাহায্যে প্রতিরোধ গড়ে তোলার কথা বিবেচনা করুন।

এটা কি কারণে হয়েছে

কম তুষারপাত হয় এমন অঞ্চলে এটি একটি সাধারণ ঘটনা। ডিম ও লার্ভা উভয়েই উদ্ভিদ বা চারাগাছ রোপনের সময় জমিতে চলে আসতে পারে। প্রাপ্তবয়স্ক মথ আকারে ছোট আঙুর ফলের মতো। এর ডানাগুলি ধূসর-বাদামী রঙের, এর উপরে সাদা দাগ কাটা থাকে। স্ত্রী মথ কচি পাতার উল্টোদিকের তলে বা উদ্ভিদের উপরের অংশে একসঙ্গে গুচ্ছাকারে (২০ থেকে ১,০০০ ডিম) ডিম পাড়ে: ডিমগুলি সাদাটে-হলুদ রঙের হয় এবং স্ত্রী মথের পেটে উপস্থিত লোমজাতীয় আঁশ দিয়ে আবৃত থাকে। লার্ভা বৃদ্ধি পেয়ে বুড়ো আঙুলের প্রায় সমান লম্বা, লোমশূন্য ও বিভিন্ন রঙের হয়ে থাকে (গাঢ় ধূসর থেকে গাঢ় সবুজ, এবং পরবর্তী ধাপগুলিতে লালচে-বাদামী বা হালকা হলুদ রঙের হয়ে থাকে)।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • পতঙ্গের কার্যবিধি তদারক করতে, প্রতি একর জমি পিছু মাটির ১ থেকে ২ মিটার উঁচুতে ১টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন।
  • কীটনাশকের সাহায্যে যত্রতত্র অপ্রয়োজনীয় স্প্রে করার হার কমিয়ে দিলে তা মথকে শিকার করা ও মথের সংখ্যাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা উপকারী কীটের পক্ষে ভালো হবে।
  • চারাগাছ রোপনের আগে ভালো করে পরীক্ষা করে নিন যাতে এতে গুচ্ছাকারে ডিম বা শুঁয়োপোকার উপস্থিতি না থাকে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন