লেবু জাতীয় ফসল

কালো পার্লেটোরিয়া আঁশ পোকা

Parlatoria ziziphi

বালাই

সংক্ষেপে

  • পত্রপল্লব ও ফলে হলুদ দাগ দেখা যায়।
  • তীব্র আক্রমণে পাতা ঝরে যায়।
  • ফল বিকৃত হয় ও ফলের সংখ্যা হ্রাস পায়।
  • ক্ষুদ্র ও কালো আঁশ পোকা পাতা, ফল ও মঞ্জরীকে ঢেকে দেয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

পার্লেটোরিয়া জিজিফি-র সংক্রমণের বৈশিষ্ট্য হল ডগা, পত্রপল্লব ও ফল খাওয়া কালো ছোট ছোট পোকার উপস্থিতি। তীব্র সংক্রমণে, কার্যত দূর করা অসম্ভব, আয়তাকৃতির কালো আঁশ পোকা ও তাদের সাদা ক্রলার (হামাগুড়ি দিয়ে চলে এমন) আক্ষরিক অর্থেই ফল, পাতা ও ডগা আবৃত করে রাখে। গাছের রস হ্রাস পায়, ফলে আবাসের জীবনীশক্তিও হ্রাস পায় এবং খাওয়ার স্থানে হলুদ বিবর্ণতা বা সরু দাগ দেখা যায়। এর খাওয়ার কারণে গাছের শাখার মৃত্যু ঘটে এবং ফলের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় যা প্রায়ই বিকৃতি ঘটায়। এর ফলে অপরিণত অবস্থায় পাতা এবং ফল ঝরে যায় এবং ফলের পরিমাণ ও মান হ্রাস পায়। এ প্রজাতিটি লেবু ফসলের প্রধান বালাই হয়ে দাঁড়িয়েছে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

স্কুটেলিস্টা সিরুলিয়া, ডাইভারসিনারভাস এলিগেনাস এবং মেটাফিকাস হেলিওলাসসহ কিছু পরজীবি বোলতা, এসপিডিওটিফ্যাগাস এবং এফিটিস গণের কিছু প্রজাতি পার্লেটোরিয়া জিজিফি দমনে সাহায্য করে। লেডিবার্ডের (চিলোকরাস বাইপুস্টুল্যাটাস বা সি. নাইগ্রিটা, লিন্ডোরাস লোফ্যানথি এবং অরকাস চালিবিয়াস) মত শিকারী পোকা কালো আঁশ পোকার সংখ্যা হ্রাস করে থাকে। কালো আঁশ পোকা দমনে ক্যানোলা তেল বা ছত্রাকজাত জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। সাদা তেলের মিশ্রণ (যেমন একভাগ ডিটারজেন্টের সাথে ৪ ভাগ ভেষজ তেল) কালো আঁশ পোকার বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে যেখানে বাস্তুগতভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য পোকার উপর কম প্রভাব রয়েছে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভাব্যক্ষেত্রে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। কালো আঁশ পোকার দমনব্যবস্থা ফুল ধারণের পর থেকে গ্রীষ্মকালীন স্প্রে-র মধ্যবর্তী সময়ে প্রথম প্রজন্ম দমনে গ্রহণ করতে হয়। ক্লোরোপাইরিফস, ম্যালাথিওন বা ডাইমেথোয়েট সমৃদ্ধ তেলের স্প্রে ব্যবহারের পরামর্শ রয়েছে। কিন্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ শিকারী পোকার উপরেও এর প্রভাব থাকতে পারে।

এটা কি কারণে হয়েছে

আঁশ পোকা পার্লেটোরিয়া জিজিফি’র কারণে এ লক্ষণগুলো প্রকাশিত হয় যাদের প্রধান আবাস মূলতঃ লেবু প্রজাতির ফসল। যদিও পাতা এদের পছন্দের আবাসস্থল তথাপি এরা ফলে ও ডালেও আবাস সৃষ্টি করে এবং সেখানে খাবার খায়। পোকার সকল বিকাশমান ধাপ সারা বছর ধরে উপস্থিত থাকে বলে বছরে বেশ কয়েকটি (২ থেকে ৭টি) প্রজন্ম জন্ম নেয়। এই সংখ্যা লেবু ফসল উৎপাদনকারী এলাকার উপর নির্ভর করে। সিসিলিতে অনুকূল অবস্থায় এদের জীবনচক্র সম্পন্ন হতে ৩০ থেকে ৪০ দিন সময় নেয় যেখানে তিউনিসিয়াতে অপেক্ষাকৃত উষ্ণ পরিবেশে এটি ৭০-৮০ দিন স্থায়ী হয়। ঠাণ্ডা স্থানে তা বেড়ে ১৬০ দিন পর্যন্ত হতে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • আঁশ পোকার সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে নিয়মিত গাছ নিরীক্ষা করুন।
  • সংক্রমণ অল্প হলে, হাত দিয়ে গাছের সংক্রমিত অংশ অপসারণ করা বা পোকাগুলোকে পিষে মেরে ফেলাও কার্যকরী হতে পারে।
  • গাছের সংক্রমিত অংশ অপসারণ করে বাগান থেকে দূরে পুড়িয়ে বা গর্তে পুঁতে ফেলুন।
  • পত্রপল্লবে একগাছের সাথে অন্য গাছের লেগে থাকা প্রতিরোধে এবং পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে যথেষ্ট পরিমাণে গাছ ছেঁটে ফেলুন।
  • সংক্রমিত অংশ পরিবহণ থেকে বিরত থাকুন।
  • প্রাকৃতিক শত্রুদের রক্ষায়, বাগানে বিস্তৃত পরিধির স্থায়ী কীটনাশকের ব্যবহার পরিহার করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন