Scirtothrips citri
বালাই
লেবু ফসলের পরিণত থ্রিপস ও শুককীট কচি, অপরিণত ফলের বহিঃত্বক আক্রমণ করে। যার জন্যে ফলের খোসায় দাদের মত, ধূসর বা রূপালী দাগ পড়ে। আসলে বয়স্ক শূককীট সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ তারা মূলত কচি ফলের বৃতির নিচে খেয়ে থাকে। ফলের বৃদ্ধির সাথে সাথে, ক্ষতিগ্রস্ত খোসা বৃতির নিচ থেকে বাইরের দিকে প্রবৃদ্ধ হয়ে আসে এবং ক্ষতের একটি সুস্পষ্ট বলয় রূপ নেয়। পাপড়ি ঝরে পড়ার পর থেকে ফলের ব্যাস ৩.৭ সেমি. না হওয়া পর্যন্ত ফল সংবেদনশীল থাকে। যেসব ফল পত্রপল্লব থেকে বাইরে বের হয়ে থাকে, সেগুলোতে আক্রমণ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। একইসাথে এরা বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হবার বা রোদে ঝলসে যাবার প্রতিও সংবেদনশীল। ফলে শাঁসের বিন্যাস বা রসের মান ও বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত না হলেও ফল বাজারজাতকরণের অনুপযোগী হয়ে পড়তে পারে।
শিকারী মাকড়সা ইউসিয়াস তুলারেনসিস, মাকড়সা, লেসউইং এবং ক্ষুদ্র দস্যু গান্ধী পোকা লেবু ফসলের থ্রিপসকে আক্রমণ করে থাকে। ই. তুলারেনসিস এ বালাই দমন করে করে থাকে এবং জমিতে "নির্দেশক" প্রজাতি হিসেবে কাজ করে। যেমন, বাগানে প্রাকৃতিক শত্রু একটি নির্দিষ্ট পর্যায়ে উপস্থিত আছে। বিস্তৃত পরিসরের কীটনাশক ব্যবহারের মাধ্যমে শিকারী পোকার প্রজাতির যেন ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করুন। জৈব চাষের ক্ষেত্রে, জৈব তেল কাওলিনের সাথে স্পাইনোস্যাড বা মোলাসেস কিংবা মিষ্টি টোপের সাথে স্যাবাডিলা অ্যালকালয়েড প্রয়োগের পরামর্শ রয়েছে।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। যদিও পত্রপল্লব আক্রান্ত হয়, তথাপি একটি সুস্থ নীরোগ গাছ স্বল্প সংখ্যক থ্রিপসের আক্রমণে যে ক্ষতি হয় তা মানিয়ে নিতে পারে। ফলবিহীন গাছে ঘনঘন কীটনাশকের প্রয়োগের ব্যাপারে নিষেধ করা হয়ে থাকে, কেননা এতে করে প্রতিরোধ ক্ষমতা অর্জিত হতে পারে যা পরবর্তীতে থ্রিপসের দমনকে আরও কঠিন করে তুলবে। লেবুর থ্রিপস দমনে এবামেকটিন, স্পাইনেটোরাম, ডাইমেথোয়েট, সাইফ্লুথ্রিন এবং এবামেকটিন সমৃদ্ধ ফরমুলেশন ব্যবহার করা যেতে পারে।
লেবু ফসলের থ্রিপস স্কিরটোথ্রিপস সাইট্রি-র কারণে এ ক্ষতি হয়। পূর্ণাঙ্গ পোকা ক্ষুদ্র, ঝালরের মত পাখাবিশিষ্ট কমলা-হলুদ রঙের হয়। বসন্ত এবং গ্রীষ্মে স্ত্রী পোকা পাতার কোষে, কচি ফলে বা সবুজ ডগায় প্রায় ২৫০ ডিম পাড়ে। মরশুম পরবর্তীতে শীত অতিবাহনকারী ডিমগুলো মরশুমের শেষ বৃদ্ধির সময় পাড়া হয়। পরবর্তী বসন্তে গাছে নতুন করে বৃদ্ধির সময় এ ডিমগুলো ফোটে। কচি শূককীট খুবই ক্ষুদ্র হয় যেখানে বয়স্ক শুককীট আকারে প্রায় বয়স্ক পোকার সমান হয়। এরা মাকু আকৃতির হয় এবং পাখা থাকে না। শেষ শূককীট দশায় (মূককীট) থ্রিপস খাবার গ্রহণ করে না এবং মাটিতে বা গাছের কোটরে তাদের বৃদ্ধি সম্পন্ন করে। যখন পূর্ণাঙ্গ পোকা বের হয়ে আসে, তখন এরা পত্রপল্লবের চারপাশে সক্রিয় হয়। ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে লেবু ফসলের থ্রিপসে বিকাশ হয় না এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে বছরে ৮ থেকে ১২ টা প্রজন্ম সম্পন্ন করতে পারে।