Etiella zinckenella
বালাই
আবাদযোগ্য শিম জাতীয় শস্য যেমন মটরশুঁটি, অড়হর, সাধারণ শিম এবং সয়াবিনে লার্ভা আক্রমণ করে থাকে। অল্প বয়স্ক লার্ভা নতুন পুষ্পমঞ্জরী এবং কচি ফল ভিতর থেকে খেয়ে থাকে, হঠাৎ মটরশুঁটির ফল ঝরে পড়তে পারে। ফলের খোসার মধ্যে ফলের প্রবেশ ও বাহির পথের অস্তিত্ব চিহ্নিত করে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়। সাধারনত প্রতিটি সংক্রামিত ফলে একটি বা দুইটি লার্ভা পাওয়া যায় এবং লার্ভার বিষ্ঠা ফলের পৃষ্ঠদেশের উপর কোমল , বাদামী এবং পচা দাগের সৃষ্টি করে। লার্ভাগুলো বীজ আংশিকভাবে বা পুরোপুরি খেয়ে ফেলে এবং যদি পুষ্পমঞ্জরী ও ফল না থাকে তখন লার্ভাগুলো পত্রপল্লবের দিকে আকৃষ্ট হয়ে থাকে ।
শিকারী প্রাণীর মধ্যে কিছু মেরুদন্ডী আর্থ্রোপোডা এবং পাখি অন্তর্ভুক্ত। প্যারাসাইট অথবা পরজীবী প্রজাতির বোলতা যেমন ব্র্যাকন প্ল্যাটিনোটে, পেরিসিয়েরোলা সেলুলারিস এবং জেট্রোপিস টোরট্রিসিডিস, সোনালি বেড়িযুক্ত ইটিল্লা মথের লার্ভাকে আক্রমণ করে এবং এর সংখ্যার উপর সুস্পষ্ট প্রভাব ফেলতে পারে। ছত্রাক এবং ব্যাকটেরিয়া রোগগুলোও এ পোকার বিস্তার নিয়ন্ত্রণে ব্যবহার করা যেতে পারে।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। শিম জাতীয় ফসলে ফলছিদ্রকারী মাজরাপোকা প্রধান বালাই হিসেবে বিবেচনা করা হয় না এবং সাধারনত এদের বিরুদ্ধে কোন ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয় না। কিছু কিছু কীটনাশক দ্রবণ পত্রপল্লবে স্প্রে করা হয়। কীটপতঙ্গ ছড়িয়ে পড়া দমনে বীজ বপনের ৪৫ দিন পরে ম্যালাথিওন ৫ ডি ( হেক্টর প্রতি ২৫ কেজি ) প্রয়োগ করুন।
ইটিএল্লা জিনকেনেলা মথের লার্ভা দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যা বিশ্বব্যাপী সব এলাকাতেই পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক মথ সাধারনত নিশাচর ধরনের এবং এদের হালকা বাদামী বর্ণের শরীরে অনেকটা উন্মুক্ত মাথা ও দুটি লম্বা অ্যান্টেনা রয়েছে। বাদামী-ধূসর বর্ণের সামনের ডানাগুলো চকচকে ধরনের এবং ডানার অগ্রভাগে সাদা বর্ণের দাগ রয়েছে। সোনালি স্তরের ইটিএল্লা মথের ক্ষেত্রে ডানার উভয় পার্শ্বে সোনালি-কমলা স্তরের দাগ দেখা যায়। হালকা ধূসর বর্ণের পিছনের ডানা কালো শিরাবিন্যাস বিশিষ্ট লম্বা ধারের হয়ে থাকে। পুষ্পমঞ্জরী বা কচি ফলের উপর স্ত্রী পোকা ডিম পেড়ে থাকে এবং লার্ভা ফলের ভিতরে থেকে খাওয়া শুরু করে, বীজ খেয়ে ফেলে ও একটি মটর শিম থেকে সহজে অন্যটিতে স্থানান্তরিত হতে পারে। লার্ভাগুলো ফ্যাকাসে সবুজ থেকে সবুজ বর্ণের, সঙ্গে বাদামী দাগযুক্ত হয় এবং কমলা রঙের মাথায় কালো বর্ণের ভি আকৃতির চারটি ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। অতঃপর লার্ভা মাটিতে পড়ে যায় এবং পুরো শীতকাল ব্যাপী মাটির ২-৫ সেমি. নিচে কোকুন আকারে অবস্থান করে ও বসন্ত ঋতুতে পূর্ণ মথ আকারে আবির্ভূত হয়ে থাকে ।