Cerosterna scabrator
বালাই
কীড়া প্রধান কাণ্ডের বাকলে খনন করে এবং সরস কাঠ খায়। পূর্ণবয়স্ক বিটল পোকা দিনের বেলা সক্রিয় থাকে এবং কচি ডালের সবুজ বাকল চিবিয়ে খায়। গাছের প্রধান কাণ্ডে গর্ত দেখা যায় এবং গাছের গোড়ার নিকটে সাদা পাউডারের ন্যায় পোকার উচ্ছিষ্টাংশ দেখা যায়। কোয়েলোস্টারনা স্পাইনেটোর ডালিম গাছের কোন নির্দিষ্ট পোকা নয়। এটি একটি বহুভোজী পোকা এবং ডালিম গাছের সামান্যই ক্ষতি করতে পারে। এরা মৃত কাঠে ডিম পাড়তে পছন্দ করে তবে জীবন্ত শাখাও আক্রমণ করে।
এ পোকার প্রাকৃতিক শত্রুর মধ্যে রয়েছে ডেমসেল বাগ, এলম গাছের বিটল, কিছু মাকড়সা, বড় চোখের বাগ ( জিওকরিস এসপিপি ) পরজীবী ট্যাকিনিড মাছি বা ব্যাকোনিড বোলতা।
সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। গর্ত বালাইনাশক বা কাদা মাটি দিয়ে বন্ধ করে দিন। পাতায় ক্লোরোপাইরিফস (০.০৫% ) স্প্রে করে কাণ্ড ছিদ্রকারী পোকার সংখ্যা হ্রাস করা যায়।
উপরে উল্লিখিত উপসর্গগুলো কোয়েলোস্টারনা স্পাইনেটোর-এর কীড়া এবং জিউজেরা গণের বিভিন্ন প্রজাতি দ্বারা সৃষ্টি হয় । গাছের বাকলে গর্ত করে কোকুন থেকে পূর্ণবয়স্ক পোকা বের হয়ে আসে। এরা হালকা হলুদাভ বাদামী রঙের হয় এবং প্রায় ৩০ থেকে ৩৫ মিমি. লম্বা হয়। এদের হালকা ধূসর ডানা বিভিন্ন আকারে অসংখ্য কালো দাগ দিয়ে আবৃত থাকে এবং দীর্ঘ নীলাভ পা থাকে। স্ত্রী পোকা কচি ডালের বাকলের নিচে ২০ থেকে ৪০ টি ডিম পাড়ে। প্রায় দুই সপ্তাহ পরে, কীড়া ডিম থেকে বের হয়ে এসে তাদের চারপাশে নরম কোষ কলা খাওয়া শুরু করে এবং তারপর গাছের কাণ্ড এবং মূলে ছিদ্র করে। কীড়ার সময়কাল নয় থেকে দশ মাস।