আম

আমের আঁটির মাজরা পোকা

Deanolis albizonalis

বালাই

সংক্ষেপে

  • কচি ফলের গায়ে কালো রঙের ছিদ্রাকার প্রবেশপথ দেখা যায়।
  • ফল ফেটে যেতে পারে এবং অকালেই গাছ থেকে পড়ে যেতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

আম

উপসর্গ

গাছে ঝুলে থাকা মটর দানা বা লেবুর মতো আকারের ফলের ত্বকের শেষ প্রান্তে কালো ছিদ্রাকার প্রবেশপথ দেখা যায় যা প্রায়ই গোলাকৃতি, বর্ণহীন দাগ দিয়ে ঘেরা থাকে। যখন ফল লেবুর আকারের থেকে বড় হয়ে যায় তখন ফলের মধ্যের চিবিয়ে খাওয়া শাঁস অংশ এবং তরল রস ছিদ্রাকার পথ দিয়ে চুঁইয়ে বেরিয়ে আসে। মাজরা পোকার আক্রমণে ফল ফেটে যেতে পারে। লার্ভা তখন অন্য ফলে সরে যেতে পারে। লার্ভার দেহ লাল ও সাদা বলয়াকৃতি দাগে পরিপূর্ণ থাকে এবং গলবন্ধ ও মাথা হয় কালো রঙের। লার্ভা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এদের দেহ সবুজ-নীল বর্ণে রূপান্তরিত হয়। প্রাথমিকভাবে, লার্ভা ফলের শাঁস অংশ খায় এবং পরে আঁটির মধ্যের শাঁস অংশ খেতে থাকে। এর কারণে ফল অকালেই গাছ থেকে পড়ে যায়, বিশেষ করে কচি ফল। চরমভাবে আক্রমণের শিকার এমন উদ্ভিদের তলায় মাটিতে অসংখ্য কচি ফল পড়ে থাকতে দেখা যায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

যখন আমের মুকুল আসে তখন থেকে শুরু করে এক সপ্তাহ অন্তর ডি.অ্যালবিজোনালিসের (D. albizonalis) বিরুদ্ধে নিমের নির্যাস (অ্যাজাডিরাক্টিন) দুই মাস ধরে ব্যবহার করতে পারেন। আমের মাজরা পোকার স্বাভাবিক শত্রু বোলতা যেমন রাইচিয়াম অ্যাট্রিসিমাম (লার্ভা খায়) [Rychium attrisimum] এবং ট্রাইকোগ্র্যাম্মা চিলোনিস (Trichogramma chilonis) ও ট্রাইকোগ্র্যাম্মা চিলোট্রেই (আমের মাজরা পোকার ডিমকে পরজীবায়ণ করে) [Trichogramma chilotreae]-র বংশবৃদ্ধির দিকে নজর দিন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। আমের আঁটির মাজরা পোকাকে কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে থিয়াক্লোপ্রিড (thiacloprid) স্প্রে করুন। ফেনপ্রোপ্যাথ্রিন (fenpropathrin) সমৃদ্ধ কীটনাশকও সমানভাবে কার্যকরী হয়।

এটা কি কারণে হয়েছে

পূর্ণাঙ্গ মথ সাধারণ ধূসর বর্ণের হয় এবং এদের পাখার বিস্তার প্রায় ১৩ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরা প্রায় এক সপ্তাহ বেঁচে থাকে এবং ফলের বোঁটার শেষপ্রান্তে এক জোড়া ডিম পাড়ে। লার্ভা ফলের মধ্যে প্রবেশ করে এবং ফলের শাঁস অংশ এবং আঁটির নরম অংশ খেয়ে জীবনধারন করে। উদ্ভিদের বাকলে ১ থেকে ২ সে.মি. গভীর গর্তের মধ্যে পিউপা দশা সম্পন্ন হয় এবং লার্ভা এই গর্তের মুখ বাকলের চেবানো অংশ দিয়ে বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। পূর্ণাঙ্গ মথ ১০ থেকে ১৪ দিন পরে আবির্ভূত হয় এবং এরা হয় নিশাচর। এই কীট সংক্রামিত ফলের পরিবহনের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং পূর্ণাঙ্গ মথ বিভিন্ন বাগানে উড়ে যেতে সক্ষম।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এবং আস্থাভাজন বলে স্বীকৃত এমন সরবরাহকারীর কাছ থেকে প্রত্যয়িত চারাগাছ বা বীজ কেনার জন্য নির্দিষ্ট করুন।
  • আমের বাগানে ঘনঘন তদারকি করে কীটের উপস্থিতি আছে কিনা এবং বিশেষ করে ফলের বিকাশের সময় কোন অস্বাভাবিক উপসর্গ দেখা যাচ্ছে কিনা তা লক্ষ্য করুন।
  • সংক্রামিত ফল এবং সংশ্লিষ্ট গাছের ছাল নষ্ট করে ফেলুন।
  • বাগানের চারিদিক ঘিরে গাছের সারি লাগালে তা অন্য বাগানগুলিতে মথের আক্রমণ প্রতিহত করে।
  • অন্য কোন জমিতে বা অঞ্চলে সংক্রামিত ফল পরিবহন করে নিয়ে যাবেন না।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন