ধান

ধানের সবুজপাতা ফড়িং

Nephotettix spp.

বালাই

5 mins to read

সংক্ষেপে

  • ধানে ভাইরাসঘটিত টুংরো রোগের বাহক হলো সবুজপাতা ফড়িং।
  • পাতার শীর্ষ বিবর্ণ হওয়া, ধানের কুশি কমে যাওয়া এবং খর্বাকৃতির গাছ এ পোকা আক্রমণের সাধারণ লক্ষণ।
  • কালো চিহ্নসহ বা চিহ্নহীন এমন সবুজপাতা ফড়িং ধানের জমিতে খুব পরিচিত পোকা।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

ধান

উপসর্গ

ধান ক্ষেতে পাতা ফড়িং এর মধ্যে সবুজপাতা ফড়িংই বেশি দেখা যায় এবং ভাইরাসঘটিত টুংরো রোগ ছড়ায়। ভাইরাস আক্রমণের ফলে পাতার শীর্ষ বিবর্ণ হয়, কুশির সংখ্যা কমে যায়, গাছ খর্বাকৃতি হয় এবং মারাত্মক আক্রমণে গাছ নেতিয়ে পড়ে। নাইট্রোজেনের অভাবে অথবা লৌহজনিত বিষক্রিয়ার কারনে টুংরো রোগে আক্রান্ত ফসলের উপসর্গ বুঝতে হলে পোকার উপস্থিতির সাথে পাতার খোল অথবা মাঝ রেখা ববাবর সাদা অথবা ফ্যাকাশে হলুদ ডিমের উপস্থিতি ; কালো চিহ্নযুক্ত বা চিহ্নহীন হলুদ অথবা ফ্যাকাশে সবুজাভ সদ্যজাত পোকা বা পূর্ণ বয়স্ক পোকার তির্যক চলাফেরার উপস্থিতি লক্ষ্য করতে হবে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

জৈবিক নিয়ন্ত্রণের অধীনে ক্ষুদ্রাকৃতির বোলতা (এ পোকার ডিম পরজীবায়ন করে), মিরিড ছাতরা পোকা : strepsipterans, pipunculid মাছি পোকা ও কৃমি (এ পোকার পূর্ণ বয়স্ক ও শিশু পোকা উভয়কেই পরজীবায়ন করে), জলজ ভেলেড ছাতরা পোকা, এমপিড, ডামসেল, ড্রাগন মাছি পোকা, মাকড়সা অথবা ছত্রাক জীবানু এ পোকাকে পরজীবায়ন করে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ক্ষতিকর কীট-পতঙ্গ দমনের জন্য বাজারে বহুবিধ কীটনাশক পাওয়া যায়। মাঠে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধানের জন্য আপনার স্থানীয় খুচরা বিক্রেতার সাথে যোগাযোগ করুন। বুফ্রেফেজিন বা পাইমেট্রজিন কীটনাশক পর্যায়ক্রমে ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায়। ক্লোরোপাইরিফস, ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন, বা সিন্থেটিক পাইরিথ্রয়ডের মিশ্রণ ব্যবহার করা ঠিক নয় কারন এসব কীটনাশক ইতিমধ্যেই প্রতিরোধী হয়েছে।

এটা কি কারণে হয়েছে

সবুজপাতা ফড়িং সাধারণত বৃষ্টিনির্ভর এবং সেচনির্ভর নিম্নভূমির পরিবেশে দেখা যায়। এদের উচ্চভূমির পরিবেশে দেখা যায় না। পূর্ণ বয়সী ও শিশু পোকা উভয়েই পাতার মধ্যাংশ এবং পত্রখোলের চেয়ে পৃষ্ঠীয় অংশই বেশি খেয়ে থাকে। অধিক নাইট্রোজেনযুক্ত ধান গাছও এদের প্রিয়। এ পোকাকে তেমন গুরুতর ক্ষতিকারক পোকা হিসাবে গন্য করা হয় না, কারন এরা শুধু আরটিভি সংক্রমণে ক্রিয়াশীল।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সবুজপাতা ফড়িং পোকা এবং টুংরো রোগ প্রতিরোধী জাত ( যেমনঃ সি আর – ১০০৯) ব্যবহার করুন।
  • ধান জাতীয় ফসলের সংখ্যা বছরে দুই-এ কমিয়ে আনুন।
  • মাঠে ফসলের প্রতিষ্ঠা সুবিন্যস্ত করুন।
  • বিশেষতঃ শুষ্ক মৌসুমে আগাম রোপনের ব্যবস্থা নিন এবং ধান প্রধান নয় এমন ফসল দিয়ে ফসলচক্র তৈরী করুন।
  • আলোক ফাঁদ ব্যবহার করে পোকার প্রজনন কমানো যায়।
  • অনুমোদিত হারে নাইট্রোজেন সার ব্যবহার করুন।
  • বিকল্প পোষক কমাতে জমির কিনারা এবং ভেতরের আগাছা দমন করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন