Orseolia oryzae
বালাই
ধানের এশিয়ান গলমিজ পোকা ধানের কুশির গোড়ায় নলাকার ফোস্কা বা পিত্ত তৈরি করে। পিয়াজের পাতা বা রূপালী শাখা ( ১ সেমি পুরু এবং ১০-৩০ সেমি লম্বা) নামে পরিচিত লম্বাটে রূপালী পাতা উৎপন্ন করে। আক্রান্ত কুশি পাতা বের হতে বাধা দেয় এবং শিষ বের হয় না। খরা,পটাসিয়ামের অভাবজনিত সমস্যা, লবণাক্ততা এবং ধানের থ্রিপস পোকার আক্রমণে ফসলের বৃদ্ধি থেমে যায় এবং বিকৃত, ঢলে পড়া এবং প্যাঁচানো ধরনের পাতা দেখা যায়। পোকার আক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে জমিতে পোকার উপস্থিতি যাচাই করুন। বিশেষ করে, বাড়ন্ত কুঁড়ির কাছে লম্বাটে বা নলাকার ডিম দেখা যায় বা পোকার কীড়া বাড়ন্ত কুঁড়ির মধ্যে খেতে থাকে।
পরজীবী বোলতা (কীড়া খেকো পরজীবী ) প্ল্যাটিগাস্টিড, ইউপিলমিড, এবং টেরোমালিড, ফাইটোসিডাইড মাইট (ডিম খেকো), মাকড়সা (বয়স্ক পোকা খায়) সফলভাবে ব্যবহার করুন। যে সব ফুলের গাছ উপকারী পোকাকে আকৃষ্ট করে এমন ফুলের গাছ ধান ক্ষেতের চারপাশে লাগিয়ে দিন।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ধানের এশিয়ান গলমিজ পোকার কীড়া বের হওয়ার সাথে সাথে বালাইনাশক প্রয়োগ করে পোকার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করুন। ধানের এশিয়ান গলমিজ পোকা দমনে ক্লোরোপাইরিফস সমৃদ্ধ উপাদানের বালাইনাশক ব্যবহার করুন।
বৃষ্টি নির্ভর বা সেচ নির্ভর এলাকায় ভেজা বা জলাবদ্ধ পরিবেশে ধানের কুশি পর্যায়ে ধানের এশিয়ান গলমিজ পোকা দেখা যায়। এটি গভীর জল বা উঁচু জমির ধানেও দেখা যায়। পোকা পুত্তলি পর্যায়ে সুপ্তাবস্থায় থাকে এবং বৃষ্টির পরে কুঁড়ি বের হওয়ার পর পুনরায় সক্রিয় হয়। মেঘলা বা বৃষ্টির আবহাওয়া, অধিক কুশি জাতের ধান চাষ, ফসলের নিবিড় ব্যবস্থাপনা পোকার সংখ্যা বৃদ্ধির জন্য উপযোগী।