আখ

আখের হোয়াইট গ্রাব

Lepidiota stigma

বালাই

5 mins to read

সংক্ষেপে

  • এ পোকা আখ গাছের শিকড় খেয়ে গাছে জল সরবরাহ ও গাছের দৃঢ়তাকে ক্ষতিগ্রস্ত করে।
  • শুককীট গাছের কাণ্ডে সুড়ঙ্গ তৈরি করে।
  • পাতা হলুদ বর্ণ ধারন করে।

এখানেও পাওয়া যেতে পারে

3 বিবিধ ফসল

আখ

উপসর্গ

শুককীট আখের মূল খেয়ে গাছে জল সরবরাহ ও দৃঢ়তা কমিয়ে দেয়। প্রাথমিক লক্ষণ খরা পরিস্থিতির মতন, কচি পাতা হলুদ বর্ণ ধারন করে ও নেতিয়ে পড়ে। পরবর্তীতে বয়স্ক পাতা ও পরিপক্ক আখের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। চূড়ান্ত পর্যায়ে গাছটির শিকড় মাটি আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে ফেলে এবং গাছের ওজনের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে ঢলে পড়ে । কিছু ক্ষেত্রে শুককীট আখের কাণ্ডে সুড়ঙ্গ তৈরি করে। চূড়ান্ত পর্যায়ে শিকড়ের ক্ষতির কারনে গুনমান সম্পন্ন আখ উৎপাদন ব্যাহত হয়। জল সরবরাহ কমার কারনে গাছ হলুদ বর্ণ ধারন করে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

শুককীটের সংখ্যা্র পরিমান বা ক্ষতির তীব্রতা লক্ষ্য করে শেকড় কাটা সাদা শুককীটের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। গাছ ঝাঁকি দিয়ে হাতের সাহায্যে শুককীট ও পোকা সংগ্রহ করুন। ফাঁদ জাতীয় গাছ লাগান। ফাঁদ জাতীয় গাছ লাগিয়ে পোকার সংখ্যা বৃদ্ধি কমিয়ে পোকাকে ধ্বংস করুন। এক্ষেত্রে কাজুবাদাম সবচেয়ে উপযুক্ত ফসল যা অনুর্বর মাটিতেও চাষ করা যায় এবং পাশাপাশি এটি বাদাম উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে। আক্রমণকারী পোকাকে প্রাকৃতিক শত্রু পোকা যেমন Campsomeris spp. দিয়ে আক্রমণের ব্যবস্থা করলে বা পোকার উপদ্রব নিয়ন্ত্রনে বিউভেরিয়া সমৃদ্ধ কীটনাশক প্রয়োগ করলে তা কার্যকরী হয়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। চারা রোপনের সময় ক্লোরোপাইরিফ্রস (chlorpyrifos), ফিপ্রনিল (fipronil), থিয়ামিথোক্সাম (thiamethoxam) বা কার্বোসুলফান (carbosulfan)যুক্ত কীটনাশক প্রয়োগ করুন । সবচেয়ে কার্যকরী ব্যবস্থাপনা হল আচ্ছাদনের আগে মূল অংশে কীটনাশক প্রয়োগ করা।

এটা কি কারণে হয়েছে

শুককীটের বৃদ্ধির তিনটি পর্যায়েই গাছের মূল দ্বারা খাদ্য গ্রহনে ক্ষতিকর প্রভাব পড়ে । কিন্তু তৃতীয় পর্যায়টি মারাত্মক ক্ষতিকর। সাদা শুককীটের আক্রমণের ক্ষতিকর প্রভাব মূলত নির্ভর করে শুককীটের সংখ্যা, পর্যায় এবং গাছের বৃদ্ধিকালের সময়ের উপর। যখন কচি চারা আক্রান্ত হয় তখন গাছের চারা প্রতিস্থাপন জরুরী। বয়স্ক গাছ আক্রান্ত হলে ফসলের উৎপাদন হ্রাস পায়। শুককীট সাদা মাখনের মত এবং সি- আকৃতির হয় । প্রতিবেদন থেকে দেখা যায় যে গাছের চার থেকে পাঁচ তৃতীয়াংশ শুককীট দ্বারা আক্রান্ত হলে অর্থনৈতিক ক্ষতি হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • অধিক পরিমানে রোগ সহিষ্ণু জাত উৎপাদন করুন।
  • এছাড়া শস্য আবর্তনের মাধ্যমে (যেমন শিম) পোকাকে পরাশ্রয় প্রদান করে না এমন শস্য চাষ করুন।
  • ফসল লাগানোর আগে হালচাষ দিয়ে পোকাগুলোকে অনাবৃত করে দিন।
  • কর্দমাক্ত মাটিতে আখ চাষ পরিহার করুন।
  • সঠিক পরিমানে সুষম সারের ভারসাম্যতা বজায় রেখে মাটির উর্বরতা নিশ্চিত করুন।
  • নিয়মিত জমি তদারকি করুন।
  • এছাড়া গভীর চাষ দিন এবং ফসলের অবশিষ্টাংশ ও ফসলের নাড়া অপসারণ করে পুড়িয়ে ফেলুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন