লেবু জাতীয় ফসল

লেবুর ফ্লেইটিড গাছ ফড়িং

Metcalfa pruinosa

বালাই

সংক্ষেপে

  • পাতা, শাখা এবং ফলের নিচে সাদা, তুলো এবং মোমের ন্যায় উপাদান দেখা যায়।
  • বয়স্ক পোকাকে প্রায়ই ব্যাপকভাবে খেতে দেখা যায় এবং এরা মধু জাতীয় উপাদান নিঃসৃত করে যা স্যুটি মোল্ড বৃদ্ধিতে সহায়তা করে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

পাতা, শাখা এবং ফলের নিচে সাদা, তুলো এবং মোমের ন্যায় উপাদান দেখে অনেক সময় গাছ ফড়িং-এর উপস্থিতি সনাক্ত করা যায় না। এ ধরনের উপাদান যা পোকার নিম্ফ উৎপন্ন করে তা মিলিবাগ এবং কটনি কুশন স্কেল পোকার আক্রমণের ফলেও দেখা যায় ( এরা মারাত্মক ক্ষতিকর পোকা)। যদি এটি নিয়ে সন্দেহ হয় তাহলে মনে রাখবেন গাছ ফড়িংকে বিরক্ত করলে এরা লাফ দিয়ে উঠবে। বয়স্ক ও কীড়া পোকার মুখ উপাঙ্গ এমনভাবে গঠিত থাকে যার সাহায্যে পোকা সহজে গাছের কোষ কলাকে ছিদ্র করতে পারে এবং রস চুষে খেতে পারে। বয়স্ক পোকাকে প্রায়ই ব্যাপকভাবে খেতে দেখা যায় এবং এরা মধু জাতীয় উপাদান নিঃসৃত করে যা স্যুটিমোল্ড বৃদ্ধিতে সহায়তা করে। পোকার সংখ্যা অধিক হলে সরাসরি শাখার বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ দুর্বল হয়ে যায় অথবা সুযোগ সন্ধানী ছত্রাক আক্রমণ করে ক্ষতি সাধন করে। অন্যান্য সম্ভাব্য আবাসী গাছের ক্ষেত্রে এর লক্ষণ আরও বেশি ব্যাপক হতে পারে, যার মধ্যে অন্যতম হলো পাতা হলুদ হয়ে কুঁচকে যায়, শাখার শীর্ষ ভাগ নেতিয়ে বিকৃত হয়ে যায় এবং বীজ ফেটে যায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

পরজীবী বোলতা ড্রাইনিড পরিবারের সিলোড্রাইনাস টাইফ্লোসাইবে নামক পোকা মেটকালফা প্রুইনোসার কীড়ার উপর ডিম পাড়ে ফলে এদের দমন করা যায়। সাবানের মিশ্রণ গাছের পাতায় ছিটিয়ে দিলে পোকার কীড়া পাতা থেকে পিছলে জমিতে পড়ে যায়। যাতে স্যুটিমোল্ড না হতে পারে সে জন্য মধু জাতীয় উপাদান জলের সাহায্যে ধুয়ে দিন। যা’হোক, বালাইনাশক ব্যবহার না করলে পোকা পুনরায় চলে আসে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। পোকা নড়াচড়ার কারণে রাসায়নিক উপাদানের সাহায্যে এদের দমন করা কষ্টসাধ্য। সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার করে পোকার কীড়া দমন করে এদের ভালোভাবে নিয়ন্ত্রণ করুন। স্যুটি মোল্ড দমন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এরা মারাত্মক ক্ষতিকর। জমির কিনারায় ডেল্টামেথ্রিন, পাইরিথ্রয়েড বা ডাইমেথোয়েট সমৃদ্ধ উপাদানের বালাইনাশক পাতা বা ফলের উপর ছিটিয়ে দিয়ে এদের ভালোভাবে দমন করা যায়।

এটা কি কারণে হয়েছে

মেটাকালফা প্রুইনোসা নামক গাছ ফড়িং পোকা এর লক্ষণের জন্য দায়ী যা অনেক ধরনের আবাসী গাছে বাস করতে পারে, যার মধ্যে অন্যতম হলো লেবু গাছ। এদের যে কোন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যধিক। এরা উড়ে সামান্য দূরত্ব অতিক্রম করতে পারে এবং মারাত্মকভাবে আলোর ফাঁদের প্রতি আকৃষ্ট হয়। অনুপুযুক্ত চাষাবাদ পদ্ধতি বা মানুষের দ্বারা এরা অনেক দূ্র পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। প্রাপ্ত বয়স্ক পোকা বাদামী থেকে ধূসর রঙের হয় এবং এদের স্পষ্ট বৈশিষ্ট্য হলো উজ্জ্বল কমলা চোখ এবং ত্রিভুজাকার সাদা দাগযুক্ত সামনের ডানা। বয়স্ক ও কীড়া পোকা প্রচুর সবুজাভ সাদা মোমের ন্যায় উপাদান দিয়ে আবৃত থাকে, পিছন থেকে যা দেখে মনে হয় এক গুছ সাদা চুল। পূর্বে আঘাত পাওয়ার কারণে সৃষ্ট গাছের কোন ক্ষত স্থান বা গর্তে বা গাছের নরম বাকলে গর্ত করে স্ত্রী পোকা ১০০ টির মতো ডিম দেয়। বসন্তে আবহাওয়া অনুকূল হলে ডিম ফুটে যায় এবং কীড়া গাছের কোষ কলা খেতে থাকে। এরা গাছে তেমন কোন ক্ষতি করতে পারে না তবে গাছ কোন কারণে আঘাত প্রাপ্ত হলে যেমন ঠাণ্ডাজনিত চাপে থাকলে সমস্যা হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • কোন কোন দেশে এটি প্রতিরোধ করতে সঙ্গনিরোধক আইন প্রয়োগ করা হয়।
  • আলোর ফাঁদ ব্যবহার করে বয়স্ক পোকা আকৃষ্ট করে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন