অন্যান্য

দাগাঙ্কিত মাজরা পোকা

Chilo partellus

বালাই

5 mins to read

সংক্ষেপে

  • -ফুল এবং ফল বিজড়িত হয়।
  • -শাখাপ্রশাখা শুকিয়ে যায়। -ফলের মধ্যে বীজ সম্পূর্ণ বা আংশিকভাবে চিটে হয়। -কুঁড়ি, ফুল বা ফলে ছিদ্র দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে


অন্যান্য

উপসর্গ

দাগাঙ্কিত মাজরা পোকার প্রাথমিক লার্ভা সাধারণত কুঁড়ি এবং ফুল খেয়ে থাকে - বয়স্ক লার্ভা অপেক্ষাকৃত পূর্নবয়স্ক ফলে আক্রমণ করে থাকে। ফুল এবং ফল লার্ভার মলের মাধ্যমে বিজড়িত হয়। কলাই ফসলের আগা ও শুঁটি থেকে খাওয়া শুরু হয় ও পাতার অক্ষ থেকে কাণ্ডের মধ্যে দিয়ে খনন চলে, যার ফলস্বরূপ অড়হরের পাতা গুটিয়ে যায় ও জাল দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

বিরোধী শিকারী প্রজাতির পাখি উচ্চাসনে সেট করুন (১৫টা প্রতি হেক্টর)। ব্যাসিলাস থুরিনজেনসিস সংগঠিত জৈবিক কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। নিম বীজের কাত্থ NSKE, নিমের তেল প্রয়োগ করা যেতে পারে। তবে এককভাবে প্রয়োগ করার থেকে একসঙ্গে প্রয়োগ করলে তা বেশী কার্যকরী হয়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। দাগাঙ্কিত মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাজাডিরেকটিন, স্পীনোস্যাড, ক্লোরান্টানিলিপ্রোল ও ফ্লুবেনডাইমাইড সমন্বিত কীটনাশক প্রয়োগ করতে পারেন।

এটা কি কারণে হয়েছে

দাগাঙ্কিত মাজরা পোকার পেছনের সাদা বর্ণের পাখায় সাদা দাগ এবং সামনের কালো বর্ণের পাখায় সাদা দাগ থাকে । পোকাটি পাতা, কুঁড়ি এবং ফুলের উপর গাদা করে ডিম দেয়। মাটিতে বা জাল দিয়ে আটকানো পাতার উপরে এ পোকা পুত্তলিতে পরিণত হয়। কাণ্ড, পুষ্পদণ্ড, ফুল, ফলে ক্ষতির চিহ্ন দেখা যায় (২০-৬০% বরবটি, ২৫-৪০% অড়হর ফসলের ক্ষতি হয়)। কীড়াপোকা রাত্তিরে খায়, এদের দেহ হয় স্বচ্ছ ও পাখায় গাঢ় বাদামী দাগ দেখা যায়। চারাগাছ থেকে পূর্ণাঙ্গ ফলে পরিণত হওয়ার অবস্থায় পৌঁছাতে ২০-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার (গ্রীষ্ম প্রধান ও উপক্রান্তীয় জলবায়ুতে হয় এমন শিমজাতীয় ফসল) প্রয়োজন হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • আপনার অঞ্চলে পাওয়া যায় এমন প্রতিরোধী জাত নির্বাচন করুন।
  • পোকা হাতেনাতে ধরতে নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন (গাদা করা ডিম, শুঁয়োপোকা, ক্ষতি)।
  • সংক্রমিত ফুল, বীজ বা গাছের অংশ হাত দিয়ে অপসারিত করুন।
  • নাইট্রোজেন সারের সর্বোত্তম মাত্রা রাখুন।
  • জমি ও এর আশেপাশে নিবিড় করে আগাছা পরিষ্কার করুন।
  • জমির নিষ্কাশন ব্যবস্থাকে সর্বোত্তম অবস্থায় নিয়ে যান কারন প্লাবনের কারণে আক্রমণের মাত্রা আরো বেড়ে যায়।বেশী সংখ্যায় মথ ধরতে ফাঁদ ব্যবহার করুন।
  • কীড়াপোকা ধরে খাওয়ার জন্যে পাখি বসার দণ্ড স্থাপন করুন ও আরো প্রশস্ত স্থানের বন্দোবস্ত রাখুন।
  • উচ্চ মাত্রার কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করুন কারন এর অনাবশ্যক ব্যবহার উপকারি পতঙ্গের ক্ষতি করতে পারে।
  • ফসল সংগ্রহের পর উদ্ভিদ অবশিষ্টাংশ বা অনাবশ্যক আগাছা অপসারণ করুন।
  • আরো অনাবাসি ফসল যেমন ধান বা ভুট্টার সাথে ফসল-চক্র অনুসরণ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন