সয়াবিন

সয়াবিনের গান্ধী পোকা

Pentatomidae

বালাই

5 mins to read

সংক্ষেপে

  • পাতা বা কাণ্ডে ছোট ছোট ক্ষতির লক্ষণ দেখা যায়।
  • বয়োঃপ্রাপ্ত হওয়ার কালে গান্ধী পোকা শুঁটি ও বীজ খেয়ে খেয়ে ফেলে।
  • বীজ বিকৃত, অপরিপুষ্ট হয় বা ঝরে যায়।
  • অধিক বয়সী বীজ বিবর্ণ হয়ে যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

সয়াবিন

উপসর্গ

ফসল আহরণের পূর্বে গান্ধী পোকার আক্রমণ বুঝতে পারা খুবই কষ্টকর। পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ পোকা সয়াবিনের শুঁটি/ফল ও বীজে আক্রমণ করে এবং পাতা বা কাণ্ডে কোনরকম খাবারের লক্ষণ দেখা যায় না। ফসল আহরণের সময়, বিকৃত, অপরিপুষ্ট বা কচি বীজ ঝরে পড়া অবস্থায় পাওয়া যায়। বয়স্ক বীজ বিবর্ণ ও কুঞ্চিত হয়ে যায়। গান্ধী পোকা গাছের অন্যান্য অংশও খেয়ে থাকে। গান্ধী পোকা আক্রান্ত কোষকলায় ছোট ছোট বাদামী বা কালো দাগ দেখা যায়। ফল ও বীজের পরিপক্কতা বিনষ্ট হয় এবং গাছে শুধুমাত্র অল্প কয়েকটি ছোট ছোট শুঁটি/ফল ধরতে দেখা যায়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

গান্ধী পোকার সংখ্যা নিয়ন্ত্রণে পরবাসী মাছি বা বোলতার পরিমাণ বাড়াতে পদক্ষেপ নিন। তারা গান্ধী পোকার শরীরে ডিম পাড়ে। নির্জীব ডিম বৈশিষ্ট্যপূর্ণভাবে কালো হয়ে যায়। এসব পোকার শুককীট সদ্যফোটা বাচ্চা গান্ধী বা পূর্ণাঙ্গ গান্ধী পোকার ভিতর থেকে খেয়ে ফেলে। পাখি এবং মাকড়সার মত শিকারী গান্ধী পোকার আক্রমণ দমন করতে পারে। আপনি ইউক্যালিপটাস ইউরোগ্র্যাণ্ডিস গাছের তেলও ব্যবহার করতে পারেন। এটি পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ উভয়প্রকার গান্ধী পোকার জন্য বিষাক্ত।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। কোন কীটনাশক প্রয়োগের পূর্বে আপনার জমিতে পোকার সংখ্যা সংকটাবস্থায় কিনা ও কোন প্রজাতি উপস্থিত আছে সেটা নিশ্চিত হতে জমি নিরীক্ষা করুন। প্রয়োজন হলে গান্ধী পোকার সংখ্যা দমনের জন্য এসিফেট, মিথামিডোফস, পাইরেথ্রয়েড এবং এণ্ডোসালফান সমৃদ্ধ রাসায়নিক ব্যবহার করুন।

এটা কি কারণে হয়েছে

গান্ধী পোকার কয়েকটি প্রজাতি সয়াবিনকে আক্রমণ করে থাকে। এক্রোস্টারনাম হিলারি তাদের মাঝে সবচেয়ে খারাপ। পূর্ণাঙ্গগুলো প্রায় ১.৩ সেমি লম্বা, সবুজ রঙের এবং আকৃতি একটি ঢালের মত হয়। শিকারীকে নিবৃত্ত করার জন্য একপ্রকার বাজে গন্ধ তৈরীর কারণে তাদের নাম গান্ধী পোকা। তারা মুখের উপাঙ্গ দিয়ে কচি শুঁটি/ফল ও বর্ধনশীল বীজ ছিদ্র করে তাতে হজমকারী উপাদান ঢুকিয়ে দেয় এবং এর ফলে সৃষ্ট তরল শুষে শুষে খায়। অপূর্ণাঙ্গ পোকা প্রায় গোলাকার, পাখাহীন এবং মাথায় লাল দাগযুক্ত কালো রঙের হয়। ডিমগুলো পিপাকৃতির হয় এবং গুচ্ছাকারে পাড়ে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • গান্ধী পোকার সংখ্যা সর্বোচ্চ হওয়া এড়াতে আগাম চাষ করুন।
  • পোকার সংখ্যা সংকটাবস্থায় পৌঁছেছে কিনা সেটা নিয়মিত নিরীক্ষা করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন