সয়াবিন

ছোলার সয়াবিন লুপার

Chrysodeixis includens

বালাই

সংক্ষেপে

  • তরুণ লার্ভা পাতায় ক্ষতি করে যার ফলে “জানালার ফ্রেমের মত” হয়।
  • বয়স্ক লার্ভা পাতার কিনারা থেকে শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে থাকে, ফলে পাতায় অনিয়মিত ছিদ্র এবং পাতার কিনারা জরাজীর্ণ হয়।

এখানেও পাওয়া যেতে পারে


সয়াবিন

উপসর্গ

উদ্ভিদে লার্ভার খাওয়ার ফলে ফসলের ক্ষতি হয়। তরুণ লার্ভা পাতার নিচের দিকের অংশে প্রথমে খায় এবং পাতার উপরের দিকের অংশটি বাদ দেয়, যার ফলে একটি স্বচ্ছ জানালা আকৃতির মত করে খাওয়া হয়েছে এমন নিদর্শন পাওয়া যায় যা কখনো কখনো 'ভোজন জানালা’ হিসাবে পরিচিত হয়। পুরাতন লার্ভা সম্পূর্ণ পাতার কিনার থেকে খাওয়া শুরু করে, পাতার বড় পার্শ্বীয় শিরা খাওয়া এড়িয়ে চলে, ফলে পাতায় অনিয়মিত ছিদ্র এবং খচিত কিনারার সৃষ্টি হয়। অস্বাভাবিক পত্রমোচন নিদর্শন, উদ্ভিদের নিচের দিকের অংশ থেকে খাওয়া, আচ্ছাদনের ভিতরে, উপরে এবং বহির্গামী ভাবে চলাচল করে। এরা খুব কমই ফুল বা ফলে আক্রমণ করে। যা’হোক, উদ্ভিদে পত্রমোচন হলে, লার্ভা প্রায়ই সয়াবিন ফল খেয়ে থাকে ।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

প্রাকৃতিক শত্রুরা যেমন প্যারাসিটয়েড বোলতা যা সয়াবিনের লার্ভাকে খাদ্য হিসেবে খায় : কপিডোজোমা ট্র্যানক্যাটেলাম, ক্যাম্পোলেটিস সোনোরেন্সিস, ক্যাসিনেরিয়া প্লাসিয়া, মেসোকোরাস ডিসিটারগাস এবং মাইক্রোচার্পস বিমাকুলাটা, কোটেসিয়া গ্রেনাডেনসিস এবং পরজীবি মাছি ভোরিয়া রুরালিস, প্যাটেলো সিমিলিস, পাশাপাশি ইপোরোওসেরার কিছু প্রজাতি এবং লেসপেসিয়া। বেকুলোভাইরাস বা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের উপর ভিত্তি করে উপাদানগুলো সয়াবিনের লুপার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভব হলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ফসলের জন্য সয়াবিন লুপার সম্ভবত হুমকির কারণ নয়। যখন একটি ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তখন অন্য সম্ভাব্য পত্রশূন্যকারী কীট দ্বারা ক্ষতি হচ্ছে কিনা তাও বিবেচনা করুন। যদি পত্রমোচনের মাত্রা ফুল ফোটার আগে ৪০%, ফুল ফোটার সময়ে ও ফল ধরার সময়ে ২০% অথবা ফল ধরা থেকে ফসল কর্তন পর্যন্ত সময়ে ৩৫% হয় তাহলে বালাই ব্যবস্থাপনা করুন। মেথক্সিফেনোসাইড সমন্বিত পণ্য বা স্পিন্তরাম ব্যবহার করা যাবে। পাইরেথ্রয়েড পরিবারের কীটনাশক এড়িয়ে চলুন, যেহেতু এ পণ্যগুলির বিরুদ্ধে প্রতিরোধের কথা বলা হয়েছে।

এটা কি কারণে হয়েছে

স্যিউডোপ্লুসিয়া ইনক্লুডেন্স নামক সয়াবিন লুপারের লার্ভা দ্বারা ক্ষতি হয়। প্রাপ্তবয়স্ক শূককীট গাঢ় বাদামী, সামনের পাখাটি তামার সাথে সোনালী ঝলমল রঙের। দুটি উজ্জ্বল রৌপ্যময় চিহ্ন এদের দেহের মাঝ বরাবর দৃশ্যমান। স্ত্রী শূককীট গাছের নিচের দিকের অংশে এবং আচ্ছাদনের ভিতরে, পাতার নিচের দিকের অংশে ডিম পাড়ে। লার্ভা পার্শ্বদেশে এবং পিছনে সাদা দাগযুক্ত সবুজ রঙের হয়। এদেরকে তিন জোড়া অসমান ভাবে বিভক্ত বিশেষ পা দ্বারা চিহ্নিত করা হয় (২টা শরীরের কেন্দ্রীয় অংশে, একটি লেজের অংশে)। এ ব্যবস্থার ফলে লার্ভা চলার সময়ে পিছনের দিক কুঞ্চিত করে দেহ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে তাদের সাধারণ নাম 'লুপার'। পিউপা পাতার নিচের অংশে গোল করে আলগাভাবে কোকুন তৈরি করে তার মধ্যে অবস্থান করে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সম্ভব হলে সহনশীল বা রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন।
  • মারাত্মক ক্ষতি এড়ানোর জন্য মরশুমের শুরুর দিকে রোপণ করুন এবং যেসব জাতের সয়াবিনের উদ্ভিদ দ্রুত সময়ের মধ্যে পরিপক্ক হয়ে যায় সেসব জাত ব্যবহার করুন।
  • কীড়ার সন্ধান পেতে মাঠে তদারকি চালান, বিশেষ করে নিচের ঝোপালো অবয়বে।
  • কীড়ার লার্ভা বা আক্রান্ত গাছকে সরিয়ে নিয়ে ধ্বংস করে ফেলুন।
  • গোটা মরশুম জুড়েই গাছকে সুস্থ ও তরতাজা রাখার ব্যবস্থা করুন।
  • কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন যাতে উপকারী পতঙ্গের সংখ্যার উপর তা বিরূপ প্রভাব না ফেলে।
  • পাখির জন্যে বসার দণ্ড স্থাপন করুন এবং ফাঁকা জায়গা ছেড়ে দিন যাতে এরা কীড়ার লার্ভা খেয়ে নিতে পারে।
  • ফাঁদ ব্যবহার করে পোকার মথ ধরুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন