Tuta Absoluta
বালাই
রোপণ থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত উদ্ভিদের যে কোন অংশে পোকার সংক্রমণ হতে পারে। উপরের দিকের কুঁড়ি, কচি নরম পাতা এবং ফুল শুককীট দ্বারা সবচেয়ে বেশী আক্রান্ত হয়। শুককীট পাতার গায়ে অনিয়মিত, ধূসর থেকে সাদা রঙের গর্ত সৃষ্টি করে, যার ফলে পরবর্তীতে পাতার কোষকলা শুকিয়ে মরে যেতে পারে। শুককীট কাণ্ডের গায়ে সুড়ঙ্গপথ সৃষ্টি করে এবং উদ্ভিদের বৃদ্ধি প্রতিহত করে। ফলের গায়ে সংক্রমণ হলে, শুককীটের প্রবেশপথ বা বের হওয়ার স্থানে কালো দাগ দেখা দিতে পারে। এ গর্তগুলো দ্বিতীয় পর্যায়ে জীবাণু আক্রমনের প্রবেশপথ হিসাবে কাজ করে এবং ফলে পচন ধরায়।
টুটা অ্যাবসোলুটা পোকা বিধ্বংসীকারী বেশ কিছু শিকারী পোকার প্রজাতি আছে, যেমন পরজীবী বোলতা ট্রাইকোগ্রামা প্রিটিওসাম এবং ক্নেসিডিওকরিস টেনুইস, ছাতরা পোকা ও ম্যাক্রোলোফাস পিগমিয়াস। কিছু কিছু ছত্রাকের প্রজাতি যেমন, মেটারাইজিয়াম অ্যানিসোপ্লি ও বিওভেরিয়া ব্যাসিয়ানা টুটা অ্যাবসোলুটা পোকার ডিম, শুককীট এবং পূর্ণবয়স্ক কীটকে আক্রমণ করে। নিম বীজ নির্যাস অথবা ব্যাসিলাস থিউরিনজেনসিস বা স্পিনোস্যাড সংগঠিত কীটনাশক ব্যবহারেও উপকার পাওয়া যায়।
সম্ভবমত সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধের ব্যবস্থা নিন। টুটা অ্যাবসোলুটা পোকার বিরুদ্ধে বালাই ব্যবস্থাপনার আওতায় কীটনাশক ব্যবহার করে ভাল ফলাফল নাও পাওয়া যেতে পারে, কারন শুককীটের লুকিয়ে থাকার প্রবণতা, পোকার উচ্চ প্রজনন ক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতার কারণে কীটনাশক কার্যকরী নাও হতে পারে। এ অবস্থা এড়িয়ে যেতে, নানা ধরণের কীটনাশক পর্যায়ক্রমে ব্যবহার করুন, যেমন – ইনডক্সাকার্ব, অ্যাবামেটিন, অ্যাজাডিরেক্টিন, ফেনক্সিকারব+ লুফেনউরন।
টুটা অ্যাবসোলুটা টমেটোর একটি চরম ক্ষতিকারক পোকা যা বছরে ১২ বার পর্যন্ত প্রজনন করতে পারে। স্ত্রী পোকা পাতার নিচে ঘিয়ে রঙের প্রায় ৩০০টি ডিম পাড়ে। পিউপা থেকে পূর্ণাঙ্গ পোকা জন্মাতে ২৬-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৬০-৭৫% আপেক্ষিক আর্দ্রতা প্রয়োজন হয়। শুককীটের রঙ হালকা সবুজ হয় এবং এদের মাথার পেছনে কালো পটি থাকে। অনুকূল পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতায় প্রায় ২০ দিনে এদের জীবন-চক্র সম্পন্ন হয়। পূর্ণবয়স্ক কীট রূপালী বাদামী বর্ণের ও ৫-৭ মি.মি. দীর্ঘ হয় এবং দিনের বেলায় পাতার আড়ালে লুকিয়ে থাকে। টুটা অ্যাবসো্লুটা পোকা ডিম, শুককীট বা পূর্ণবয়স্ক কীট হিসাবে পাতা বা মাটিতে অবস্থান করে গোটা শীতকালই কাটিয়ে দিতে পারে।