আম

আমের মাছি পোকা

Ceratitis cosyra

বালাই

সংক্ষেপে

  • খোসার উপরে বাদামী ক্ষত দেখা যায়।
  • ফল বিবর্ণ হয়ে যায়।
  • ফলের রস চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে এবং আঠার মতো পদার্থ সৃষ্টি হয়।
  • ফলের বহিঃত্বকে বাইরে বেরোনোর ছিদ্রপথ দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

আম

উপসর্গ

ফলের উপরে সেরাইটিস কসাইরা-র আক্রমণের লক্ষণগুলি খালি চোখেই দেখা যায়। স্ত্রী মাছি পরিণত আম ফলে সাধারণতঃ ডিম প্রবেশ করিয়ে দেয়। ফলের ভিতরের শাঁস অংশ খেয়ে নেওয়ায় এবং কীড়ার পাচন প্রক্রিয়ার কারণে আক্রান্ত ফলের উপর একটা আঠালো পদার্থের সৃষ্টি হয়। ফলের বহিঃত্বকে বাইরে বেরোনোর ছিদ্রপথ দেখা যায়। আভ্যন্তরীন অংশ পচে যাওয়ায় ফলের খোসায় বাদামী বা মাঝেমাঝে কালো ক্ষত দেখা যায়। ফলের ত্বক খসখসে হয়ে যায় বা ছোট ছোট গর্ত মতো দাগে ভরে যায়। ফল বিবর্ণ হয়ে যেতে পারে এবং ফল পচে যাওয়ার সঙ্গে সঙ্গে ফলের উপর ছত্রাকঘটিত দাগ দেখা যায়। পরবর্তীতে এর থেকে বিশ্রি গন্ধ বের হয় এবং ছত্রাক ও ফলের রসের মিশ্রণ চুঁইয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

প্রোটিন ঘটিত ফাঁদ ব্যবহার করে সেরাইটিস কসাইরার মাছির বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করুন এবং তা তদারকি করুন। মেটারথিজিয়াম অ্যানিসোপ্লাই ছত্রাক মাটিতে সেরাইটিস কসাইরা-র পিউপার উপরে পরজীবি হিসাবে বেড়ে উঠতে পারে এবং হাতে করে তা তুলে ফেলে দিতে পারেন বা তৈল ঘটিত স্প্রে ব্যবহার করতে পারেন। ফসল তোলার পরে ৪৬ ডিগ্রি তাপমাত্রায় উষ্ণ জলে ফলগুলি চুবিয়ে কীটানুমুক্ত করতে পারেন বা ক্রমাগত ৭.৫ ডিগ্রি তাপমাত্রা বা তার নীচের তাপমাত্রায় দীর্ঘকালীন ব্যাপী ফলগুলি সংরক্ষণ করলেও মাছির কীড়াগুলি মরে যায়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

কীটনাশক (উদাহরণ হিসাবে ম্যালাথিয়ন বা ডেলটামেথ্রিন) এবং নির্দিষ্ট প্রোটিন ঘটিত পদার্থ হাইড্রোলিসেট বা প্রোটিন অটোলিসেটের সমন্বয়ে তৈরী ফাঁদ ব্যবহার করুন। এই প্রক্রিয়া মাছি ও আশেপাশে থাকা অন্যান্য পতঙ্গের নিধনে সঠিক ফলদান করে। পুরুষ সেরাইটিস কসাইরা তার্পিনিয়ল অ্যাসিটেট বা মিথাইল ইউজেনলের ফাঁদ ব্যবহার করলে প্রলোভিত হয়ে ফাঁদে পড়ে।

এটা কি কারণে হয়েছে

এই সমস্ত উপসর্গগুলি আম ফলের মাছি সেরাইটিস কসাইরা-র কীড়াপোকার কারণে দেখা যায়। পূর্ণাঙ্গ মাছির দেহ হয় হলুদ বর্ণের এবং বুকের দিকে কালো দাগ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এদের পাখাগুলি হয় হলুদ বর্ণের এবং পাখার বিস্তার হয় ৪ থেকে ৬ মি.মি.। পেকে যাওয়া আম ফলের মধ্যে স্ত্রী মাছি জোর করে ডিম অনুপ্রবেশ করিয়ে দেয় এবং এই কাজ একটানা দুই সপ্তাহ ধরে করে যায়। দুই থেকে তিনদিন পরে, ডিম ফুটে লার্ভা বের হয় এবং আম ফলের শাঁসের মধ্যে দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে থাকে। প্রতিটি আম ফল ৫০টি কীড়া-র দ্বারা আক্রান্ত হতে পারে এবং ফসল তোলার পরে মাঝে মাঝে উপসর্গগুলি ফুটে ওঠে। পিউপা অবস্থায় পৌঁছানোর জন্য কীড়া মাটিতে পড়ে যায় এবং মাটির উপরের স্তরে খুঁড়তে থাকে। ৯ থেকে ১২ দিন পরে সম্পূর্ণ পরিণত বয়সী মাছির আবির্ভাব হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • দ্রুত পূর্ণ বিকশিত হয় এমন জাতের চারাগাছ রোপন করুন যাতে আমের মাছি পোকার বংশবৃদ্ধি কম থাকাকালীন সময়ে ফল পেকে যেতে পারে।
  • আক্রান্ত বা গাছ থেকে পড়ে যাওয়া ফল নিয়মিতভাবে কুড়িয়ে নিয়ে ফেলে দিন।
  • মাছির আক্রমণ হয়েছে কিনা তা দেখতে প্রোটিন ফাঁদ ব্যবহার করুন।
  • এই মাছিকে পরাশ্রয় প্রদান করে এমন উদ্ভিদের চারা যেমন লেবু, পেয়ারা, পেঁপে, তরমুজ প্রভৃতি আমগাছের কাছাকাছি রোপন করবেন না।
  • গাছের চারিদিক আগাছা মুক্ত করুন এবং জমি কর্ষণ করুন যাতে গাছ থেকে পড়ে যাওয়া ফল সহজেই চিহ্নিত করা যায়।
  • একই ধরণের বৃদ্ধি হয় এমন আম গাছের প্রজাতিগুলিই ব্যবহার করুন।
  • আক্রান্ত হয়নি এমন আম ফলই শুধুমাত্র পরিবহণ করুন ও বিক্রি করুন।
  • যে সমস্ত ফল বিক্রি হয়নি সেই ফল যাতে দ্রুত ভক্ষণ করে ফেলা হয় বা সঠিক উপায়ে তা নষ্ট করে ফেলা হয় তা নিশ্চিত করুন।
  • মাটিতে বেড়ে ওঠা পিউপাকে মেরে ফেলার জন্য গাছের চারিদিকে ভালোভাবে কর্ষণ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন