কলা

কলার লাল পাম মাকড়সা

Raoiella indica

মাকড়

সংক্ষেপে

  • পত্রফলকের নিচের পৃষ্ঠে মাকড়সার লাল রঙের দলবদ্ধ আবাসস্থল দেখতে পাওয়া যায়।
  • সেখানে মাকড়সার ত্যাগ করা বহুসংখ্যক সাদা খোলসও দেখতে পাওয়া যায়।
  • পাতার কিনারা হলুদ হয়ে যায় এবং হলুদাভ ও পচে বাদামী হয়ে যাওয়া ছোপ ছোপ দাগের বিকাশ পরিলক্ষিত হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

কলা

উপসর্গ

পাতার নিচের পৃষ্ঠে বহুসংখ্যক লাল পাম মাকড়সা (১০০-৩০০ টি) পাওয়া যায় এবং খালি চোখে তাদের দেখতে পাওয়া যায়। জীবনের সকল ধাপে এরা প্রধানত লাল রঙের হয় যেখানে পূর্ণাঙ্গ স্ত্রী মাকড়সার শরীরে একটি গাঢ় দাগ দেখা যায় (কেবলমাত্র বিবর্ধক কাঁচের সাহায্যে দেখা যায়)। জীবিত মাকড়সার কলোনিতে বর্ধনশীল পূর্ণাঙ্গ মাকড়সার ত্যাগকৃত বহুসংখ্যক সাদা খোলস পাওয়া যায়। পত্রফলকে বা পাতায় তাদের উপস্থিতির স্থানে স্থানে চারদিকে হলুদ হয়ে যায় যা পাতার শিরার সমান্তরালে বড় হলুদাভ ছোপ গঠন করে বিস্তৃত হয়। সময়ের সাথে সাথে, হলুদ হয়ে যাওয়া কোষকলাকে প্রতিস্থাপিত করে বাদামী পচে যাওয়া ক্ষত সৃষ্টি হতে পারে। তাল জাতীয় বৃক্ষের নিচের দিকের পত্রফলক সাধারণত সবচেয়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়। কলায় এবং বাগানে তীব্র আক্রমণে চারা গাছ মারা যেতে পারে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

বাগানে শিকারী মাকড়সা এমব্লিসিয়াস লারগোয়েনসিস এর প্রচলন করা যেতে পারে এবং এরা লাল পাম মাকড়সার সংখ্যা হ্রাসে সহায়তা করে। অন্যান্য শিকারী মাকড় এবং লেডি বার্ড বিটলও রাওইলা ইন্ডিকা মাকড়কে খেয়ে থাকে। সুতরাং, সার্বজনীন বালাইনাশকের অপব্যবহারের মাধ্যমে এসব শিকারীর প্রাকৃতিক সংখ্যা যাতে বিপর্যস্ত না হয় সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। স্পাইরোমেসিফেন, ডাইকোফল এবং এসিকুইনোসিল-এর ফরমুলেশন পোয়ের্তো রিকোতে নারিকেলের রাওইলা ইন্ডিকার সংখ্যা হ্রাসে কার্যকর। এটোক্স্যানোল, এবেমেকটিন, পাইরিডাবেন, মিলবেমেকটিন এবং সালফার সমৃদ্ধ রাসায়নিক ছিটানোর মাধ্যমে ফ্লোরিডাতে মাকড়সা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এছাড়াও, এসিকুইনোসিল এবং স্পাইরোমেসিফেন মাকড়নাশক কলায় রাওইলা ইন্ডিকার সংখ্যা হ্রাসে সক্ষম।

এটা কি কারণে হয়েছে

লাল পাম মাকড়সা রাওইলা ইন্ডিকা’র কারণে এসব ক্ষতি হয়। এরা তথাকথিত ‘ভৌত মাকড়সা’ গ্রুপভুক্ত। যাদের বৈশিষ্ট্য হল সমতল শরীর এবং অন্যান্য বহু মাকড়সার মত জাল বুনন ক্ষমতার অনুপস্থিতি। তারা তাদের স্টাইলেটের মত অঙ্গটি কোষের অভ্যন্তরে প্রবেশ করিয়ে কোষের উপাদানসমুহ খেয়ে নেয়। এসব মাকড়সা বায়ুপ্রবাহ বা সংক্রমিত গাছের মাধ্যমে খুব সহজেই বিস্তৃত হতে পারে। বৃষ্টিপাত এবং অধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে এদের সংখ্যা হ্রাস পায়। অপরদিকে উষ্ণ, রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক অবস্থায় তাদের সংখ্যা সর্বোচ্চ হয়। কলার পাশাপাশি, লাল পাম মাকড়সা নারিকেল, খেজুর, এরিকা পাম গাছের মত কতিপয় ফল উৎপাদনকারী পাম প্রজাতির এবং সৌন্দর্য বর্ধনশীল পাম গাছেরও বালাই। তাদের আবাস তালিকায় কিছু সৌন্দর্য বর্ধনশীল পাম গাছ রয়েছে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • এক বাগান থেকে আরেক বাগানে গাছের সংক্রমিত অংশের পরিবহন যেন না হয় তা নিশ্চিত করুন।
  • উপকারী পোকার বিকাশে কীটনাশকের ব্যবহার সীমিত করুন।
  • উপকরণ ও শ্রমিকের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলুন।
  • বাগানে এবং এর চারপাশে এ বালাইয়ের বিকল্প আবাস দমন করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন