ধান

ধানের পাতার বাদামি রেখা রোগ

Xanthomonas oryzae pv. oryzicola

ব্যাকটেরিয়া

5 mins to read

সংক্ষেপে

  • প্রথমে গাঢ় সবুজ এবং পরবর্তীতে বাদামী থেকে হলুদাভ ধূসর, রৈখিক ক্ষতদাগ দেখা যায়।
  • সমগ্র পাতার রঙ গাঢ় বাদামী হতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

ধান

উপসর্গ

রোগের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতা জলে-ভেজা দাগের সাথে গাঢ় সবুজ রঙ ধারণ করে। ক্ষতদাগের সংখ্যা বাড়তে থাকে এবং হলুদাভ কমলা থেকে বাদামী রঙ ধারন করে। এসব ক্ষত দাগ থেকে অম্বর রঙের জীবাণু বের হয়ে আসার মত দেখাতে পারে। পরবর্তী পর্যায়ে ধানের পাতায় লালচে রেখা রোগ এবং পাতা পোড়া রোগ দেখতে প্রায় একই রকম বলে মনে হয়, কিন্তু পাতা পোড়া রোগের কারনে পাতার কিনারা যেভাবে ঢেউ খেলানো হয়, পাতায় লালচে রেখা রোগের ক্ষেত্রে সেরকম হয়না এবং ক্ষতদাগ গুলো বেশী রৈখিক থাকে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

আমরা দুঃখিত, Xanthomonas oryzae pv. Oryzicola-এর বিরুদ্ধে প্রয়োগ করা যায় এমন বিকল্প কোন পদ্ধতির কথা এখনো আমাদের জানা নেই। এ রোগের বিরুদ্ধে কাজ করে এমন কিছু যদি আপনার জানা থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানান। আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। পাতার লালচে রেখা রোগ দমনের জন্য কপার সংগঠিত ছত্রাকনাশক প্রয়োগ করুন। কপার সংগঠিত ছত্রাকনাশক আগাম প্রয়োগ করা উচিৎ নয়, দেরিতে ফুল আসার পর্যায়ে প্রয়োগ করুন।

এটা কি কারণে হয়েছে

জলসেচের মাধ্যমে জীবাণু ছড়ায় এবং বৃষ্টি, অতিরিক্ত আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রার সাথে এ সংক্রমণ সম্পর্কযুক্ত । শুষ্ক আবহাওয়ায় এবং নিম্ন তাপমাত্রায় জীবাণু জন্ম নিতে পারেনা। পত্ররন্ধ্র ও ক্ষতের মাধ্যমে জীবাণু পাতার কোষকলায় প্রবেশ করে সংখ্যায় বাড়তে থাকে। রাতে যখন ঠান্ডা আবহাওয়া থাকে, পাতার উপরে শিশিরের মত এক ধরনের ব্যাকটেরিয়া সংগঠিত নির্যাস নির্গত হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সুস্থ সবল রোগ প্রতিরোধী চারা রোপন করুন।
  • আশ্রয় প্রদানকারী আগাছা দমন করুন।
  • এমন ভাবে চাষ করুন যাতে ফসলের অবশিষ্টাংশ, ধানের মুড়ি গোঁড়া, এবং মাঠে গজানো ঐচ্ছিক আগাছা মাটির নিচে আদর্শ পুষ্টি সমৃদ্ধ সারের প্রয়োগ নিশ্চিত করুন বিশেষত নাইট্রোজেন।
  • পতিত সময় কালে জমি শুকিয়ে এবং ফসলের অবশিষ্টাংশে বেচে থাকা ব্যাকটেরিয়া দমন করুন।
  • বন্যা হলে জমিতে নালা কেটে জল অপসারণ নিশ্চিত করুন।
  • ঠাণ্ডা আবহাওয়ায় বীজ বপন করুন যেন জীবাণু জন্মাতে না পারে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন