Xanthomonas oryzae pv. oryzicola
ব্যাকটেরিয়া
রোগের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতা জলে-ভেজা দাগের সাথে গাঢ় সবুজ রঙ ধারণ করে। ক্ষতদাগের সংখ্যা বাড়তে থাকে এবং হলুদাভ কমলা থেকে বাদামী রঙ ধারন করে। এসব ক্ষত দাগ থেকে অম্বর রঙের জীবাণু বের হয়ে আসার মত দেখাতে পারে। পরবর্তী পর্যায়ে ধানের পাতায় লালচে রেখা রোগ এবং পাতা পোড়া রোগ দেখতে প্রায় একই রকম বলে মনে হয়, কিন্তু পাতা পোড়া রোগের কারনে পাতার কিনারা যেভাবে ঢেউ খেলানো হয়, পাতায় লালচে রেখা রোগের ক্ষেত্রে সেরকম হয়না এবং ক্ষতদাগ গুলো বেশী রৈখিক থাকে।
আমরা দুঃখিত, Xanthomonas oryzae pv. Oryzicola-এর বিরুদ্ধে প্রয়োগ করা যায় এমন বিকল্প কোন পদ্ধতির কথা এখনো আমাদের জানা নেই। এ রোগের বিরুদ্ধে কাজ করে এমন কিছু যদি আপনার জানা থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানান। আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই।
সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। পাতার লালচে রেখা রোগ দমনের জন্য কপার সংগঠিত ছত্রাকনাশক প্রয়োগ করুন। কপার সংগঠিত ছত্রাকনাশক আগাম প্রয়োগ করা উচিৎ নয়, দেরিতে ফুল আসার পর্যায়ে প্রয়োগ করুন।
জলসেচের মাধ্যমে জীবাণু ছড়ায় এবং বৃষ্টি, অতিরিক্ত আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রার সাথে এ সংক্রমণ সম্পর্কযুক্ত । শুষ্ক আবহাওয়ায় এবং নিম্ন তাপমাত্রায় জীবাণু জন্ম নিতে পারেনা। পত্ররন্ধ্র ও ক্ষতের মাধ্যমে জীবাণু পাতার কোষকলায় প্রবেশ করে সংখ্যায় বাড়তে থাকে। রাতে যখন ঠান্ডা আবহাওয়া থাকে, পাতার উপরে শিশিরের মত এক ধরনের ব্যাকটেরিয়া সংগঠিত নির্যাস নির্গত হয়।