লেবু জাতীয় ফসল

লেবুজাতীয় ফলের হলুদ মোজেইক ভাইরাস

CiYMV

ভাইরাস

5 mins to read

সংক্ষেপে

  • পাতার উপরে হলুদ নকশা দেখা যায়।
  • ফলের ত্বকে অস্বাভাবিক গঠন ও রঙ দৃশ্যমান হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

নতুন পাতার উপরে ছোট ছোট হলুদ দাগের আবির্ভাবকেই রোগের লক্ষণের শুরু বলে ধরা হয়, যা পরে আরও বড় হয়ে ওঠে ও পত্রশিরা বরাবর উজ্জ্বল হলুদ রঙের নকশা গঠন করে। পরিণত পাতার একটি চর্মবৎ গঠনবিন্যাস থাকে এবং তরুণ বয়স্ক পাতা আকারে ছোটই থেকে যায়। ফলের গায়ে হলুদ দাগ ও সবুজ উত্থিত অংশ দেখা যায়। গাছের বৃদ্ধি ও ফলের উৎপাদন ব্যাহত হয়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

এই ক্ষেত্রে জৈবিক নিয়ন্ত্রণ করাটা সম্ভব নয়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

ভেক্টরের রাসায়নিক নিয়ন্ত্রণ এই ভাইরাসকে দমন করার পক্ষে পর্যাপ্ত নয়। সবসময়ে ভাইরাস-মুক্ত শাখা কলম ব্যবহার করাটা নিশ্চিত করুন।

এটা কি কারণে হয়েছে

সাইট্রাস ইয়েলো মোজেইক ভাইরাস (CYMV) প্রথম ভারতে দেখা গিয়েছিলো এবং এখন তা লেবুজাতীয় ফলের বিরাট উৎপাদনের ভাণ্ডার ভারতেরই অন্ধপ্রদেশ রাজ্যে যত্রতত্র দেখা যায়। এই রোগ কলুষিত শাখা কলমের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং বহু বাণিজ্যিক নার্সারি থেকে এই রোগের বিস্তার বিষয়ে সংবাদ পাওয়া গিয়েছে। সাইট্রাস মিলিবাগ কীট ও কলুষিত যন্ত্রপাতির মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। একটি গাছ থেকে অন্য গাছে সাধারণ পরজীবী আগাছার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • কেবলমাত্র ভাইরাস-মুক্ত, কলমের উপযুক্ত প্রত্যায়িত শাখাকেই বংশবৃদ্ধির কাজে ব্যবহার করুন।
  • ভাইরাসের ভেক্টর হিসাবে সাইট্রাস মিলিবাগ (প্ল্যানোকক্কাস সাইট্রি)-কে চিহ্নিত করা হয়েছে, তাই এই কীটের নিয়ন্ত্রণও সহায়ক হয়েছে।
  • মাঠ থেকে আগাছা বিশেষ করে পরজীবী আগাছা পরিষ্কার করুন।
  • মাঠে ব্যবহারের যন্ত্রপাতি একটি গাছে ব্যবহার করার পরে অন্য গাছে ব্যবহার করার আগে সবসময়ে জীবাণুমুক্ত করে নিন।
  • প্রতিরোধক জাত এখনো উপলব্ধ নয় এবং কীটকে আগেভাগে চিহ্নিত করার জন্য সংবেদনশীল রোগ লক্ষণ নির্ণয় করার হাতিয়ারকে এখনো উন্নততর করার প্রয়োজন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন