তামাক

তামাকের পাতা মোড়ানো রোগ

Tobacco leaf curl disease

ভাইরাস

5 mins to read

সংক্ষেপে

  • সংক্রমিত পাতাগুলি আকারে ছোট হয়, নীচের দিকে গুটিয়ে মুড়ে যায়।
  • পত্রশিরা ফুলে ওঠে ও গাছের বৃদ্ধি প্রায় ক্ষেত্রেই স্তব্ধ হয়ে পড়ে।

এখানেও পাওয়া যেতে পারে


তামাক

উপসর্গ

সংক্রামিত উদ্ভিদের পাতা পুরু হয়ে পড়ে, পাতা নীচের দিকে বেঁকে যায়, পত্রশিরা ফুলে ওঠে, সেইসঙ্গে গাছ খর্বাকৃতি হয়। উদ্ভিদের উচ্চতা হ্রাস পায় ও পর্বমধ্যগুলির মধ্যের দূরত্ব ছোট হয়। পাতার নীচের দিকে পত্রশিরা বরাবর বৃন্তাকৃতির বিভিন্ন রকমের সুস্পষ্ট উপবৃদ্ধি দেখা যায়। পাতা সবুজ দেখায়, পত্রশিরা পুরু হতে থাকে যার ফলে পাতার উপরের পৃষ্ঠে নীচু অংশের সৃষ্টি হয়। পুষ্পোদগমের বিকাশও খর্ব হয়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

রোগ হ্রাস করতে ভেক্টরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করুন। তামাকের বীজতলায় বেড়া ফসল যেমন সূর্যমুখী ও ক্যাস্টর রোপণ করুন। এছাড়াও, নাইলন সেট দিয়ে বীজতলাকে ঢেকে দিন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভব হলে, সমন্বিত জৈব ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরোধমূলক দমন ব্যবস্থার কথা বিবেচনা করুন। মাটিতে বা পাতায় অ্যাসিফেট প্রয়োগ করুন যাতে রোগের হ্রাস ও ছড়িয়ে পড়া রোধ করা যায়। অ্যালেইরোডিড ভেক্টরকে মেরে ফেলতে ফুরাদা [কার্বোফুরান] প্রয়োগ করুন।

এটা কি কারণে হয়েছে

এই ক্ষতি বেগোমওভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা জেমিনিভিরিডি বর্গের অন্তর্গত। ভাইরাসটি হোয়াইটফ্লাই বেমিসিয়া ট্যাবাসি মথ দ্বারা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ভেক্টরের মাধ্যমে প্রকৃতিতে বিভিন্ন ধরণের পোষকের কারণে দ্রুতহারে ছড়িয়ে পড়তে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সংক্রামিত গাছগুলিকে অপসারণ করুন।
  • সুস্থ গাছগুলিকে পনির বাঁধার জালিকাপড় দিয়ে ঢেকে দিন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন