ভুট্টা

ভুট্টার ছোপছোপ হলুদ ভাইরাসজনিত রোগ

MCMV

ভাইরাস

সংক্ষেপে

  • পাতায় অসংখ্য ছোট ছোট হলুদ দাগ ও আঁচড় দেখা যায়।
  • পরবর্তী পর্যায়ে হলুদ দাগ পুরো পাতায় ছড়িয়ে পড়ে।
  • শীষ বিকৃত হয়ে যায়, গাছের গিঁট খাটো হয় এবং বৃদ্ধি থেমে যায়।

এখানেও পাওয়া যেতে পারে


ভুট্টা

উপসর্গ

আক্রমণের মাত্রা ভুট্টার বিভিন্ন হাইব্রিড জাত বা আক্রমণের পর্যায়ের উপর নির্ভর করে। প্রধান লক্ষণ হিসেবে পাতার শিরার সমান্তরালে অসংখ্য ছোট ছোট হলুদ দাগ ও আঁচড় দেখা যায়। ছত্রাক বাড়ার সাথে সাথে এরা লম্বা আঁচড় তৈরি করে যার ফলে হলুদ কোষকলা ঝলসে যায় এবং অবশেষে পাতা মরে যায়। গাছের গিঁট খাটো হয়ে বৃদ্ধি থেমে যায়। পুরুষ পুষ্পমঞ্জরী ছোট দণ্ড ও শীষ নিয়ে বিকৃত হয়ে যায়। নির্দিষ্টভাবে সংবেদনশীল জাতের ক্ষেত্রে এবং অকালে আক্রমণ হলে শীষ সঠিকভাবে বিকশিত হতে পারে না এবং প্রতি গাছে শীষের সংখ্যা অল্প সংখ্যক হয়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

ভাইরাসজনিত রোগ দমনের সরাসরি কোন ব্যবস্থা নেই। ভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো প্রতিরোধী জাত ব্যবহার করা। বিটল, থ্রিপস বা মাইট দমনের জৈবিক দমন ব্যবস্থা অনুসরণ করুন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ভাইরাসজনিত রোগ রাসায়নিক উপাদানের সাহায্যে দমন করা যায় না। যাইহোক, বহনকারী পোকা দমনে বালাইনাশক ব্যবহার করা যায়।

এটা কি কারণে হয়েছে

এ রোগ এমসিএমভি নামক ভাইরাসের জন্য হয় যা কয়েকটি পোকার সাহায্যে ফসলে ছড়ায়।যেমন-পাতার ঘাস ফড়িং, বিটল এবং কয়েক ধরনের মাইট (টেট্রাঙ্কাস এসপিপি.) এবং থ্রিপস (ফ্রাঙ্কলিনিয়েলা এসপিপি.)। এক বার জমিতে আক্রমণ হলে উপরে উল্লিখিত পোকার খাবার গ্রহণের সাহায্যে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। জমিতে ভুট্টার গাছ না থাকলেও পোকার কীড়ারা সুপ্তাবস্থায় থাকতে পারে। এটিকে বীজ বাহিত বলা হয়না। তবে যান্ত্রিক উপায়ে এটি বাহিত হতে পারে। উচ্চ তাপমাত্রা, ফসলের চাপ এবং দীর্ঘ সময় ভেজা অবস্থা এ রোগের জন্য উপযোগী।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • এ রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো পাওয়া গেলে প্রতিরোধী জাত ব্যবহার করুন।নিয়মিত জমি তদারকি করুন এবং আক্রান্ত ফসলের চারা সরিয়ে ফেলুন।
  • জমিতে কাজ করার সময় যাতে চারা আঘাত প্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন।
  • বিকল্প আবাসী আগাছা, বিশেষ করে ঘাস জাতীয় আগাছা নিয়ন্ত্রণ করুন।
  • ফসল সংগ্রহের পর গাছের অংশ মাটিতে মিশিয়ে দিতে জমি চাষ দিন।
  • এক বছরের জন্য বিকল্প আবাসী ফসলের সাথে শস্য আবর্তন বজায় রাখুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন