কলা

কলায় শশার মোজাইক ভাইরাস

CMV

ভাইরাস

5 mins to read

সংক্ষেপে

  • হলুদ ও সবুজ রঙের মোজাইকের মত ছোপ ছোপ দাগের জন্য পাতা দেখতে ডোরাকাটা হয়।
  • বর্ধনশীল পাতা বিকৃত হয়ে যায় এবং কিনারায় কোষকলা পচে কালো হয়ে যায়।
  • পাতার খোলস ও আপাত কান্ডের আভ্যন্তরীণ কোষকলার স্থানে স্থানে পচে যায়।
  • সংক্রমিত গাছ পরিণত হতে বা মোচা উৎপাদন করতে পারে না।
  • কলা আকারে ছোট হয় এবং তাতে হলুদ দাগ বা পচে বাদামী হয়ে যেতে দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

কলা

উপসর্গ

গাছের যেকোন বৃদ্ধি পর্যায়ে সংক্রমণ ঘটতে পারে এবং লক্ষণগুলো মূলত পাতায় দেখা যায়। প্রাথমিক লক্ষণ হিসেবে শিরার সমান্তরালে মোজাইকের মত নিরবিচ্ছিন্ন বা বিভক্ত ছোপ ছোপ দাগ দেখা যায়। পাতাগুলোতে ডোরাকাটা দাগ দেখা যায়। সময়ের সাথে সাথে পত্রফলক সম্পূর্ণরূপে বিকশিত হয় না এবং কিনারা অনিয়মিতভাবে বাঁকা হয়ে যায় এবং তাতে পচে যাওয়া বাদামী দাগ দেখা যায়। কচি পাতাও আকারে ছোট হয়ে যায়। পাতার খোলসের স্থানে স্থানে পচন দেখা যায় এবং পরে আপাত কাণ্ড ও কন্দে (বাল্ব) ছড়ায়। বয়স্ক পাতায় কালো বা বেগুনী সারির মত পচন দেখা যায় ও ঝরে পড়ে। সংক্রমিত গাছ পরিণত হতে বা মোচা উৎপাদন করতে পারে না। কলা সবসময় লক্ষণ প্রকাশ করে না কিন্তু আকারে ছোট হয় এবং তাতে হলুদ দাগ বা পচে বাদামী হয়ে যেতে দেখা যায়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ভাইরাস ঘটিত রোগের সরাসরি নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু জাবপোকার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি হ্রাস সম্ভব। পরবাসী, পরজীবী বা শিকারী পোকা ও ছত্রাকের কতিপয় প্রজাতির মত বিভিন্ন প্রাকৃতিক শত্রু আছে যা জাব পোকার বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহৃত হতে পারে। একদিন ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চারা(সাকার) শোধন সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ভাইরাস ঘটিত রোগের সরাসরি নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিকল্প আবাস ও বাহক নিয়ন্ত্রণ করা যায়। যদি কীটনাশকের প্রয়োজন হয় তবে ডিমেটন-মিথাইল, ডাইমেথোট এবং ম্যালাথিয়ন সমৃদ্ধ রাসায়নিক পত্রপল্লবে ছিটানো যেতে পারে। মনে রাখবেন, মানব স্বাস্থ্য এমনকি পশু-পাখির উপরে এ রাসায়নিকগুলোর খুবই বিষাক্ত প্রভাব রয়েছে।

এটা কি কারণে হয়েছে

এ লক্ষণগুলো ভাইরাসের কারণে প্রকাশিত হয়। সংক্রমিত চারাগাছ রোপনের মাধ্যমে প্রাথমিক সংক্রমণ সংঘটিত হয়। গৌণ সংক্রমণের জন্য জাব পোকা বাহক হিসেবে কাজ করে এবং এক গাছ থেকে অন্য গাছ বা জমিতে ভাইরাসের বিস্তার ঘটায়। সুপ্তাবস্থায় শশা ও টমেটো আবাসী গাছ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কোন লক্ষণ প্রকাশ ছাড়াই ভাইরাস আশ্রয় লাভ করে। মৌসুমের শেষের দিকে বা পরে ঘন ঘন বৃষ্টিপাতের মত সুনির্দিষ্ট আবহাওয়া সংক্রমণের জন্য অনুকূল। এ রোগটি কলাগাছের জন্য খুবই ক্ষতিকর এবং ফলনের মারাত্মক হ্রাস ঘটায়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সম্ভাব্যতা অনুসারে সঙ্গনিরোধ পদ্ধতি কঠোরভাবে মেনে চলুন।
  • বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত নীরোগ চারা সংগ্রহ করে রোপন করুন।
  • বাগানে সংবেদনশীল জাতের চারা রোপন করবেন না।
  • এ রোগের লক্ষণ বা জাবপোকার মত কোন বাহকের উপস্থিতি আছে কিনা নিশ্চিত হতে জমি নিরীক্ষা করুন।
  • কলা বাগানের আশেপাশে টমেটো ও শশা পরিবারের গাছ, ভুট্টা এবং প্যানিকাম ও ডিজিটালিয়া গণভুক্ত প্রজাতির মত বিকল্প আবাসের চাষ করবেন না।
  • সংক্রমিত বাগান থেকে জাবপোকা প্রবেশ করছে কিনা নিরীক্ষা করতে বেষ্টনী ফসল হিসেবে তিন চার সারিতে বাদামী মেস্তা (ক্রোটালারিয়া জানসিয়া) চাষ করুন।
  • জমি থেকে সংক্রমিত গাছ দূর করুন এবং তাদের পুঁতে ফেলে বা পুড়িয়ে ফেলে ধ্বংস করুন।
  • এক জমি থেকে অন্য জমিতে সাকারের (চারা) বিস্তার ঘটাবেন না।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন