TMV
ভাইরাস
টমেটো গাছের বৃদ্ধির যে কোন পর্যায়ে এর সকল অংশে ভাইরাসের সংক্রমণ হতে পারে। রোগের লক্ষণ পরিবেশের (আলো, দিনের দৈর্ঘ্য, তাপমাত্রা ইত্যাদি) উপর নির্ভরশীল। সংক্রমিত পাতা সবুজ ও হলুদ রঙ- সমন্বিত ভঙ্গুরাকার এবং মোজাইকের মত মনে হয়। কচি পাতা কিছুটা বিকৃত হয়। পুরাতন পাতায় উত্থিত কালচে সবুজ এলাকা থাকে। কিছু কিছু ক্ষেত্রে, কাণ্ড ও বৃন্তে কালচে কোষকলা মরে যাওয়ার ফলে সৃষ্ট ক্ষত দেখা দেয়। উদ্ভিদ তার বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে খর্বাকৃতিই থেকে যায় এবং ফল ধরা অতিমাত্রায় কমে যায়। অসমানভাবে পেকে যাওয়া ফলের বহির্ভাগে বাদামী দাগের সৃষ্টি হয়, এবং ফলের ভিতর থেকে বের হয়ে আসা বাদামী ফোলা অংশ দেখা যায়। শস্যের ফলন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে।
৭০° সেলসিয়াস তাপমাত্রায় ৪ দিন অথবা ৮২-৮৫° সেলসিয়াস তাপমাত্রায় ২৪ ঘন্টা শুষ্কভাবে উত্তপ্ত করে বীজশোধন করলে বীজ ভাইরাস মুক্ত রাখতে সহায়তা করে। বিকল্পভাবে, ১০০গ্রাম/লিটার ট্রাইসোডিয়াম ফসফেটের (trisodium phosphate) দ্রবণে ১৫ মিনিট বীজ ভিজিয়ে রেখে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরে শুকিয়ে নিলেও কাজ হয়।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রনের মাধ্যমে প্রতিরোধের ব্যবস্থা নিন। টমেটো মোজাইক ভাইরাসের জন্য কোন কার্যকর রাসায়নিক বালাই ব্যবস্থাপনা নেই।
এ ভাইরাস ২ বছরেরও বেশী সময় (অধিকাংশ মাটিতে ১ মাস) শুষ্ক মাটিতে উদ্ভিদ বা মূলের অবশিষ্টাংশে বাঁচতে পারে। মূলের ছোটখাট ক্ষতস্থান দিয়ে উদ্ভিদদেহে প্রবেশ করে ভাইরাসটি সংক্রমিত বীজ, চারাগাছ, আগাছা এবং উদ্ভিদের সংক্রমিত অংশের মাধ্যমে ছড়াতে পারে। বাতাস, বৃষ্টি, ঘাসফড়িং, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখির মাধ্যমেও ক্ষেত থেকে ক্ষেতে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। ফসলের আন্তঃপরিচর্যা খারাপ মানের হলেও সংক্রমণ ছড়ায়। দিনের ব্যাপ্তি, তাপমাত্রা, আলোর তীব্রতা, ফসলের জাত এবং বয়স সংক্রমণের তীব্রতা নির্ধারণ করে।