TYLCV
ভাইরাস
টমেটোর হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাস (TYLCV) রোগ চারা অবস্থায় আক্রমণ হলে, কচি পাতা ও ডগা খর্বাকৃতির হয়, ফলে গাছ ঝোপের ন্যায় আকৃতি ধারন করে। বড় গাছে সংক্রমণ হলে অতিরিক্ত শাখা-প্রশাখা, পুরু এবং কুঞ্চিত পাতা ও শিরা-উপশিরার অভ্যন্তরে হলদেভাব দেখা যায়। রোগের পরবর্তী ধাপে, পাতা চর্মসদৃশ দেখায় এবং ক্লোরোফিল শূন্য পাতার কিনারা উপরের দিকে এবং ভেতরের দিকে গুটিয়ে যায়। ফুল ফোটার আগে সংক্রমণ হলে, ফলের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায় যদিও ফলের ত্বকে কোন বিশেষ লক্ষণ দেখা যায় না।
টমেটোর হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাস (TYLCV) রোগের বিরুদ্ধে কোন দমন ব্যবস্থার কথা জানা নেই। ভাইরাসের আক্রমণ এড়িয়ে যেতে হলে সাদা মাছির বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করুন।
ভাইরাস দ্বারা একবার আক্রান্ত হলে এর বিরুদ্ধে আর কোন দমন ব্যবস্থা কাজ করে না। ভাইরাসের আক্রমণ এড়িয়ে যেতে হলে সাদা মাছির বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। পাইরেথ্রয়েডস্ (pyrethroids) বর্গের কীটনাশক চারাগাছে বা মাটি নিষিক্ত করার জন্য ব্যবহার করে সাদামাছির বংশবৃদ্ধি কমানো যায়। কিন্তু এগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার সাদামাছির প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে পারে।
টমেটোর হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাস (TYLCV) রোগ বীজ-বাহিত কোন রোগ নয় এবং হাতেনাতে সঞ্চারিত হয় না। এ রোগ বেমিসিয়া টাবাচি (Bemisia tabaci) প্রজাতির সাদামাছির মাধামে বিস্তার লাভ করে। সাদামাছি অধিকাংশ গাছের পাতার নিচে বসে খায় এবং কচি নরম গাছকেই বেশী আক্রমণের শিকার করে। টমেটো গাছে সংক্রমণের ধাপ প্রায় ২৪ ঘণ্টার মধ্যে সংঘটিত হতে পারে; শুষ্ক আবহাওয়া ও উচ্চ তাপমাত্রা এ রোগ বিস্তারে সহায়ক।