CEVd
ভাইরাস
সংবেদনশীল রুটস্টক থেকে যেসব গাছ জন্মায় তাদের বয়স ৪ বছরের কাছাকাছি হলে সেসব গাছে সাধারণত এ রোগের লক্ষণ দেখা দেয়। এ রোগের সাধারণ বৈশিষ্ট্যগুলো হল, বাকলে দাগ হওয়া, পত্রপল্লব হলুদ হয়ে যাওয়া এবং গাছ মারাত্মকভাবে খর্ব হয়ে যাওয়া। এ দাগগুলো থেকে বাকল ফেটে যায় ও গ্রাফটের সংযোগস্থলের নিচে বাকল উঠে যায়। পনসাইরাস ট্রাইফোলিয়াটা (ত্রিপত্রী কমলা) গাছের রুটস্টক থেকে যেসব গাছ জন্মায়, সেগুলো মারাত্মকভাবে সংক্রমিত হয়। রুটস্টক ভাইরাসের প্রতি সংবেদনশীলতা অনুসারে ভিন্ন হয়। সাইট্রাঞ্জের রুটস্টকে যেসব গাছ জন্মায় সেগুলোতে কিছুটা দেরীতে লক্ষণ প্রকাশিত হয়। গাছের আকার খর্ব হবার হার সাধারণত ততটা মারাত্মক নয় এবং সেগুলোর বাকলে সবসময় দা্গ পড়ার লক্ষণ দেখা যায় না। অন্য সংবেদনশীল রুটস্টকে, গাছ ক্ষয়প্রাপ্ত হতে দেখা যায় এবং রুটস্টকের গোড়ায় মাঝে মাঝে পাতলা পর্দা দেখা যায়। ফলের মানের উপর এক্সোকরটিসের কোন সরাসরি প্রভাব নেই কিন্তু সালোকসংশ্লেষণের হার হ্রাস পাওয়ায় ফলন উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।
দুঃখিত, এই ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন বিকল্প ব্যবস্থা আমাদের জানা নেই। যদি আপনারা এ ব্যাপারে কিছু জানেন, তবে এই রোগ দমনে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কাছ থেকে জানার জন্য আমরা অপেক্ষায় আছি।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। লেবু ফসলের চাষে যেসব সরঞ্জামাদি ব্যবহৃত হয় সেগুলো ১ শতাংশ ব্লিচ দ্রবণে (সহজলভ্য ক্লোরিন শতকরা ১ ভাগ) জীবাণুমুক্ত করতে হয়।
সাইট্রাস এক্সোকরটিস ভিরয়েড এর কারণে এসব লক্ষণ প্রকাশিত হয়। কোন রকম লক্ষণ প্রকাশ না করেই এটি লেবু ফসলের সকল প্রজাতিতে উপস্থিত থাকতে পারে। সংক্রমিত কুঁড়ি গ্রাফটিং করা হলে এবং সংবেদনশীল রুটস্টকে (ত্রিপত্রী কমলা, সাইট্রেঞ্জ) জন্মানো হলেই কেবলমাত্র এসব লক্ষণ প্রকাশিত হয়। ভিরয়েড গাছের রসে পরিবাহিত হয় এবং এভাবে কুঁড়ি প্রতিস্থাপন (বাডিং) বা গ্রাফটিং এর মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে সংক্রমিত হতে পারে। সংক্রমিত উপকরণের সাহায্যে গাছ ছাঁটাইও এ রোগ সংক্রমণের অন্য একটি উপায়। গাছের শিকড়ে প্রাকৃতিকভাবে গ্রাফটিং এর মাধ্যমেও এক গাছ থেকে অপর গাছে ভিরয়েড স্থানান্তরিত হতে পারে। অন্য অনেক লেবু জাতীয় ফসলের ভাইরাসের তুলনায় এ রোগের কোন বাহক পোকার সন্ধান জানা নেই বলে বলা যায়, এক্সোকরটিস রস শুষে খাওয়া পোকার মাধ্যমে ছড়ায় না। বীজের মাধ্যমে এ রোগের সংক্রমণ হয় কিনা সেটাও অজানা। এক্সোকরটিস ভিরয়েড উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক অবস্থা উভয়ই প্রতিরোধী এবং চারা ও কর্তন সরঞ্জামাদিতে দীর্ঘদিন ধরে বেঁচে থেকে সংক্রমণ ঘটাতে সক্ষম।