লেবু জাতীয় ফসল

লেবুর লেপ্রোসিস ভাইরাস

Citrus leprosis virus sensu lato

ভাইরাস

5 mins to read

সংক্ষেপে

  • পাতায় গোলাকার ক্ষত দেখা যায়, যার কেন্দ্রে মাকড়সার খাওয়াজনিত দাগ দেখা যায়।
  • কাণ্ডে ছোট হলুদাভ ক্ষত দেখা যায়।
  • ফলে অসংখ্য গাঢ় অবদমিত দাগ দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

এ ভাইরাস পাতা, কাণ্ড ও ফলে স্থানিক লক্ষণ প্রকাশ করে। পাতায় প্রায়ই বড় ও গোলাকার (৫ থেকে ১২ মিমি. ব্যাসবিশিষ্ট), হালকা হলুদ থেকে গাঢ় বাদামী রঙের এবং বৈশিষ্ট্যমূলক ক্ষত দেখা যায় এবং কেন্দ্রস্থলে ২-৩ মিমি. ব্যাস বিশিষ্ট ক্ষত দেখা যায়। এই খাবার জায়গাটি একটি হলুদাভ বলয় দ্বারা বেষ্টিত থাকে যা একত্র হয়ে যাওয়া ১-৩ টি এককেন্দ্রিক বলয় গঠন করে। পুরাতন ক্ষতে, একটি গাঢ় কেন্দ্রস্থল দেখা যায়। কচি কাণ্ডে, ক্ষতস্থান ছোট, হলুদাভ এবং অগভীর হয়। সময়ের সাথে সাথে এরা কাণ্ড বরাবর বর্ধিত হয় এবং যুক্ত হয়ে শুকিয়ে যাওয়ায় অপেক্ষাকৃত গাঢ় বাদামী বা লালচে রঙ ধারণ করে। বর্ধনশীল অক্ষ বরাবর কাটলে ডালপালার ভেতরে ক্ষতস্থানের প্রসারণ দেখা যায়। ফলে অসংখ্য গাঢ় অবদমিত দাগ দেখা যায় যা শুধুমাত্র বহিরাঙ্গকেই আক্রান্ত করে। ফল ঝরে যেতে পারে বা বাজারজাতকরণের অনুপযোগী হয়ে পড়ে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ব্রেভিপ্যালপাস প্রজাতির মত একই পরিবেশে বাহক মাকড়সার শিকারী প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইউসিয়াস, এমব্লিসিউ, ফাইটোসিউলাস বা ইফিসিওডেস জুলুয়াগাই গণের প্রজাতির মত ফাইটোসিডি পরিবারের মাকড়সা লেবু জাতীয় ফসলের বাগানে বাহক মাকড়সা বি. ফোনিসিস-এর খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শত্রু। বাহকের সংখ্যা হ্রাসে মেটারিজিয়াম গণের এন্টোমোপ্যাথোজেনিক ছত্রাক (যে ছত্রাক কীটের প্রতি জীবাণু হিসেবে কাজ করে) বা হিরসুটেলা থম্পসোনি সমৃদ্ধ ফরমুলেশন ব্যবহার করা যেতে পারে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। লেবু ফসলের লেপ্রোসিস ভাইরাসবাহী মাকড়সার বিরুদ্ধে সক্রিয় উপাদান এক্রিন্যাট্রিন, এজোসাইক্লোটিন, বাইফেন্ট্রিন, সাইহেক্সাটিন, ডাইকোফল, ফেনবুটাটিন অক্সাইড সমৃদ্ধ মাকড়নাশকের ফরমুলেশন ব্যবহারের পরামর্শ রয়েছে।

এটা কি কারণে হয়েছে

এ লক্ষণগুলো মূলতঃ তিনটি ভাইরাসের একটি দলের কারণে প্রকাশিত হয়, যারা বাহক ফসলে একই ধরণের লক্ষণ প্রকাশ করে। ব্রেভিপ্যালপাস গণের বিভিন্ন মাকড়সা দ্বারা এই ভাইরাসগুলো কমবেশি কার্যকরভাবে বিস্তৃত হয়। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়াতে এ রোগের বিস্তারের জন্য তিনটি মাকড়সার সন্ধান পাওয়া গেছে। এরা হল, বি. ক্যালিফোরনিকাস, বি. অবোভ্যাটাস এবং বি. ফোনিসিস। শেষোল্লিখিতটিকে প্রধান বাহক হিসেবে বিবেচনা করা হয়। লেবু ফসলের পাশাপাশি, এদের বিস্তৃত আবাস রয়েছে। যদিও লার্ভাকে সবচেয়ে কার্যকরভাবে ভাইরাসটির বিস্তার ঘটাতে দেখা গেছে, তবুও মাকড়সার সকল সক্রিয় ধাপ (লার্ভা, অপূর্ণাঙ্গ ও পূর্ণাঙ্গ) এ ভাইরাসের আহরণ ও বিস্তার ঘটাতে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • প্রত্যয়িত উৎস থেকে বীজ ও কুঁড়ি সংগ্রহ করুন।
  • সংক্রমিত গাছ অপসারণ করুন বা রোগাক্রান্ত ডালপালা ছেঁটে ফেলুন।
  • বাগান এবং এর আশেপাশের আগাছা দমন করুন।
  • মাকড়সার বিস্তার রোধে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করুন।
  • শ্রমিক ও যন্ত্রপাতির সুস্বাস্থ্যনীতি মেনে চলুন।
  • সংক্রমিত লেবু জাতীয় গাছের পরিবহন নিয়ন্ত্রণ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন