SMV
ভাইরাস
সয়াবিনের চারা যে কোন সময় সংক্রমিত হতে পারে। রোগ প্রতিরোধী জাতগুলোতে দৃশ্যমান কোন লক্ষণ প্রকাশিত হয় না। সংবেদনশীল চারার দ্রুত বর্ধনশীল কচি পাতায় সংক্রমণের প্রাথমিক পর্যায়ে হালকা এবং ঘন সবুজ ছোপ ছোপ দাগ দেখা যায়। পরবর্তীতে শিরা বরাবর বিচিত্র বর্ণে রঙিন ও কুঞ্চিত হয়ে নিচের দিকে বেঁকে যায়। পাতা ঝরে যায়, চারাগাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং সংখ্যা ও আকার অনুসারে শুঁটি/ফল ধারণ কম হয়। ঠাণ্ডা আবহাওয়ায় লক্ষণ প্রকট হয় এবং তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে লক্ষণ সুপ্ত অবস্থায় থাকতে পারে।
দুঃখিত, সয়াবিনের মোজাইক ভাইরাস প্রতিরোধে কোন বিকল্প ব্যবস্থা আমাদের জানা নেই। যদি আপনারা এ ব্যাপারে কিছু জানেন, তবে এ রোগ দমনে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কাছ থেকে জানার জন্য আমরা অপেক্ষায় আছি।
সম্ভমবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ভাইরাস ঘটিত রোগের রাসায়নিক নিয়ন্ত্রণ সম্ভব নয়। জাবপোকার সংখ্যা এবং এর মাধ্যমে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কীটনাশকের ব্যবহার ফলপ্রসূ নয়।
ভাইরাসটির বহু সংখ্যক আবাস রয়েছে যাদের মধ্যে মটর, স্নীপ শিম এবং অন্যান্য আগাছা অন্যতম। ভাইরাসটি জাবপোকা, সংক্রমিত বীজের মাধ্যমে ছড়ায় এবং নিকটবর্তী আবাসে বেঁচে থাকতে পারে। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে সংক্রমণের কারণে ফলনের ক্ষতি হয়, বীজের গুণগত মান, অঙ্কুরোদগম এবং নডিউল গঠন হ্রাস পায়। মৌসুমের শেষ দিকের সংক্রমণে ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। জমিতে সুষম সারের ব্যবহারের ফলে অধিক উৎপাদন ক্ষমতা এবং জাবপোকার অত্যধিক উপস্থিতি ভাইরাসের সংক্রমণকে উৎসাহিত করে।