সয়াবিন

সয়াবিনের মোজাইক ভাইরাস

SMV

ভাইরাস

সংক্ষেপে

  • পাতায় হালকা এবং ঘন সবুজ ছোপ ছোপ দাগ দেখা যায়।
  • পাতা কুঞ্চিত হয়ে নিচের দিকে বেঁকে যায়।
  • পাতা ঝরে যায়, চারাগাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং সংখ্যা ও আকার অনুসারে শুঁটি/ফল ধারণ কম হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

সয়াবিন

উপসর্গ

সয়াবিনের চারা যে কোন সময় সংক্রমিত হতে পারে। রোগ প্রতিরোধী জাতগুলোতে দৃশ্যমান কোন লক্ষণ প্রকাশিত হয় না। সংবেদনশীল চারার দ্রুত বর্ধনশীল কচি পাতায় সংক্রমণের প্রাথমিক পর্যায়ে হালকা এবং ঘন সবুজ ছোপ ছোপ দাগ দেখা যায়। পরবর্তীতে শিরা বরাবর বিচিত্র বর্ণে রঙিন ও কুঞ্চিত হয়ে নিচের দিকে বেঁকে যায়। পাতা ঝরে যায়, চারাগাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং সংখ্যা ও আকার অনুসারে শুঁটি/ফল ধারণ কম হয়। ঠাণ্ডা আবহাওয়ায় লক্ষণ প্রকট হয় এবং তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে লক্ষণ সুপ্ত অবস্থায় থাকতে পারে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, সয়াবিনের মোজাইক ভাইরাস প্রতিরোধে কোন বিকল্প ব্যবস্থা আমাদের জানা নেই। যদি আপনারা এ ব্যাপারে কিছু জানেন, তবে এ রোগ দমনে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কাছ থেকে জানার জন্য আমরা অপেক্ষায় আছি।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভমবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ভাইরাস ঘটিত রোগের রাসায়নিক নিয়ন্ত্রণ সম্ভব নয়। জাবপোকার সংখ্যা এবং এর মাধ্যমে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কীটনাশকের ব্যবহার ফলপ্রসূ নয়।

এটা কি কারণে হয়েছে

ভাইরাসটির বহু সংখ্যক আবাস রয়েছে যাদের মধ্যে মটর, স্নীপ শিম এবং অন্যান্য আগাছা অন্যতম। ভাইরাসটি জাবপোকা, সংক্রমিত বীজের মাধ্যমে ছড়ায় এবং নিকটবর্তী আবাসে বেঁচে থাকতে পারে। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে সংক্রমণের কারণে ফলনের ক্ষতি হয়, বীজের গুণগত মান, অঙ্কুরোদগম এবং নডিউল গঠন হ্রাস পায়। মৌসুমের শেষ দিকের সংক্রমণে ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। জমিতে সুষম সারের ব্যবহারের ফলে অধিক উৎপাদন ক্ষমতা এবং জাবপোকার অত্যধিক উপস্থিতি ভাইরাসের সংক্রমণকে উৎসাহিত করে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ভাইরাসমুক্ত প্রত্যয়িত বীজের ব্যবহার নিশ্চিত করুন।
  • রোগ প্রতিরোধী এবং সহনশীল জাত ব্যবহার করুন।
  • সম্ভব হলে আগাম চাষ করুন।
  • ভাইরাসের অন্য কোন আবাসী ফসলের সাথে শস্যচক্র ঘটাবেন না।
  • ফসল চাষের জমির ভিতরে এবং চারপাশে আগাছা নিয়ন্ত্রণ করুন।
  • চারাগাছের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে জমিতে মাত্রাতিরিক্ত সার ব্যবহার করবেন না।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন