আলু

আলুর এক্স-ভাইরাস

PVX

ভাইরাস

সংক্ষেপে

  • পাতার উপর হালকা সবুজ রঙের বিচিত্র নকশা দেখা যায়।
  • ছোট বিন্দুর ন্যায় বাদামী বর্ণের ছোপ ছোপ দাগ পড়ে।
  • অন্যান্য ভাইরাসের সাথে যৌথসংক্রমণ হলে অবস্থা আরো বেশী খারাপ হতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

আলু

উপসর্গ

রোগের তীব্রতা উদ্ভিদের প্রজাতি, বর্ধিষ্ণু ধাপ, ভাইরাসের প্রজাতি এবং পরিবেশের উপর ভিত্তি করে ভিন্ন হয়। শিরা মধ্যবর্তী স্থানে অস্পষ্ট ক্লোরোসিস হওয়া থেকে শুরু করে তীব্রমাত্রার উজ্জ্বল-সবুজ বর্ণের বিচিত্র নকশাযুক্ত দাগ, সাথে পাতা কুঞ্চিত হয়ে যাওয়া, পাতার শীর্ষভাগের টিস্যু মারা যাওয়া, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া এবং মারা যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে ছোপ ছোপ দাগযুক্ত অঞ্চলে ছোট, বাদামী বর্ণের দাগের আবির্ভাব হয়। অন্য ভাইরাসের সঙ্গে মিলিতভাবে আক্রমণ করলে লক্ষণগুলি আরো তীব্রভাবে প্রকাশ পায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, পটেটো এক্স ভাইরাসের (PVX) বিরুদ্ধে কোনও বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কিনা তা এখনো আমাদের অজানা। যদি আপনি এই রোগের বিরুদ্ধে বিকল্প কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করে সফল হয়ে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রনের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ভাইরাসঘটিত রোগের কোন রাসায়নিক প্রতিকার সম্ভব নয়।

এটা কি কারণে হয়েছে

বেশীরভাগ ক্ষেত্রেই ভাইরাস বিভিন্ন আগাছার পাশাপাশি সোলানেসি গোত্রের শস্য যেমন বেগুন, আলু, তামাক ও মরিচে সংক্রমণ ঘটায়। প্রচলিত ভুল চাষ পদ্ধতি অনুসরণ, জীবাণুযুক্ত সরঞ্জাম ব্যবহার, ঘাসফড়িং এবং সংক্রমিত গাছের সাথে স্পর্শের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। ১৬-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোগের লক্ষণ সবথেকে বেশী স্পষ্টতর হয়। সাধারণত অনেক বেশী তাপমাত্রায় রোগের লক্ষণ ঢাকা পড়ে যায়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ভাইরাস-মুক্ত প্রত্যয়িত বীজ ব্যবহার করুন।
  • পিভিএক্স (PVX) প্রতিরোধী আলুর জাত রোপণ করুন।
  • টমেটো এবং আলু পাশাপাশি মাঠে রোপণ করবেন না।
  • শস্য পর্যবেক্ষণ করুন এবং সংক্রমিত অথবা সংক্রমিত হতে পারে এরকম উদ্ভিদ অপসারিত করুন।
  • জমিতে যন্ত্রপাতি ব্যবহার করার সময় উদ্ভিদের গায়ে যাতে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখুন।
  • দুটি উদ্ভিদের মাঝে পর্যাপ্ত ফাঁকা স্থান রাখুন।
  • সহজে সংক্রমিত হয় এরকম ফসল নিয়ে নাড়াচাড়া করার পর অন্য ফসলের মাঠে কাজ করতে যাওয়ার আগে কাপড় পরিবর্তন করুন এবং সাবান ও জল দিয়ে ভালোভাবে হাত-পা ধুয়ে নিন।
  • ব্যবহার্য যন্ত্রপাতি ও সরঞ্জাম জীবাণুমুক্ত করে নিন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন