PVY
ভাইরাস
সংক্রমণের লক্ষণসমূহ আলুর প্রজাতি, গাছের বয়স আর পরিবেশের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়। পত্রফলকের উপরে হলুদ অথবা গাঢ় সবুজ রঙের বিচিত্র ছোপ ছোপ দাগ দেখা যায় এবং পাতার শীর্ষভাগ থেকে শুরু করে পাতার আকার বিকৃত হয়ে যায়। শিরা অথবা কাণ্ডে মরা কোষকলা সমন্বিত বাদামী বা কালো বর্ণের রেখা এবং গোলাকার চিহ্ন দেখা যায়। কুঁড়ি এবং ফুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আক্রান্ত গাছের কন্দ আকারে ছোট হয় এবং তার গায়ে ছোট গোলাকার মরা দাগ দেখা যায়। গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং আলুর ফলন অনেক কমে যায়।
প্রতি সপ্তাহে খনিজ তেলের ব্যবহার ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমিয়ে দিতে পারে। এ তেল জাবপোকার ভাইরাস গ্রহনের হার কমিয়ে দেয় এবং তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনে, ফলে গাছে সংক্রমণ কম হয়।
সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। সাধারণত ভাইরাসজনিত রোগের কোনো রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা নেই। তবে, কীটনাশক ব্যবহার করে জাবপোকার সংখ্যা কমানো যেতে পারে।
ভাইরাস অতি সংক্রমণশীল । এ ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রেই সোলানেসি (solanaceae) পরিবারের ফসল যেমন- টমেটো, আলু অথবা মরিচে সংক্রমণ ঘটায়। দূষিত যন্ত্রপাতি, গাছ অথবা বিভিন্ন ধরনের পাখনাযুক্ত জাবপোকার মাধ্যমে এ রোগ আশেপাশে ছড়িয়ে পড়ে।