লাল ছোলা ও অড়হর

অড়হরের পাতায় ফাইলোস্টিকটা দাগ রোগ

Phoma cajanicola

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতায় ক্ষত দেখা যায়।
  • অসংখ্য ছোট ছোট কালো দাগ পাতার উপরে থাকে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লাল ছোলা ও অড়হর

উপসর্গ

বৃত্তাকার, ডিম্বাকৃতি এবং অনিয়মিত বা V-আকৃতির ক্ষত পাতায় দেখা যায়। ক্ষতগুলি ধূসর বা তামাটে এবং একটি সংকীর্ণ, গাঢ় সীমানা দিয়ে ঘেরা থাকে। পুরানো ক্ষতগুলিতে, অসংখ্য ছোট ছোট কালো দাগ পাতার উপর থাকে (পিকনিডিয়াল বডিস, অর্থাৎ অযৌন বীজগুটি ছড়িয়ে দেয়)।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

সফলভাবে এ রোগ নিয়ন্ত্রণের জন্য কোন জৈবিক পদ্ধতি জানা নেই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। পাতায় দাগ দেখা দেওয়ার অব্যবহিত পরে পরেই প্রতিরোধ করার পণ্য প্রয়োগ করা উচিত।

এটা কি কারণে হয়েছে

ফাইলোস্টিকটা ক্যাজানিকোলা নামক ছত্রাকের কারণে ক্ষতি হয়। এই জিনাস বা গণ যখন অড়হরের পাতায় পাকা অবস্থায় থাকে ( fruiting) তখন এটাকে ফাইলোস্টিকটা বলে, কিন্তু ফসলের অন্যান্য অংশে থাকলে এটাকে ফোমা বলে শ্রেণীবিন্যাস করা হয়। ছত্রাক আক্রান্ত ফসলের অবশিষ্টাংশে বেঁচে থাকে এবং বীজের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। উষ্ণ, আর্দ্র অবস্থা এ রোগ বিকাশের সহায়ক।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ছত্রাকের আয়ুষ্কাল কমাতে ফসল আবর্তন করুন, নিয়মিত চাষ এবং আন্তঃপরিচর্চা করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন