আম

আমের দাদ রোগ

Elsinoë mangiferae

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • ফলের উপর ছোট কালো ক্ষত সৃষ্টি হয়।
  • সংক্রামিত কাণ্ডের ধূসর ক্ষতগুলো কিছুটা ফুলে যায়।
  • পাতায় হালকা বলয়ের বাদামী দাগের সৃষ্টি হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

আম

উপসর্গ

এলসিনো ম্যাঙ্গিফেরি ছত্রাকের কারণে এ লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলো বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন জাতের বিভিন্নতা, গাছের অংশ, সংক্রমণের সময় কোষকলার বয়স, গাছের প্রাণশক্তি এবং সতেজতার উপর নির্ভর করে ফলের উপর ছোট কালো ক্ষত দেখা দেয়। সংক্রমণ তীব্র হওয়ার সাথে সাথে গোলাকার বা অনিয়মিত বাদামী থেকে ধূসর বর্ণের ক্ষত পাতায় তৈরি হয়। পাতা কুঁকড়ে বা বিকৃত হয়ে যায় এবং এমনকি ঝরে পর্যন্ত যায়। ক্ষত হালকা-বাদামী দাদ বা দাগযুক্ত কোষকলায় পরিণত হয়। ফলকে অকেজো করে দেয়। কাণ্ডের কোষকলায় সামান্য বিকশিত ধূসর বর্ণের, ডিম্বাকৃতি থেকে উপবৃত্তাকার ক্ষত সৃষ্টি হয়। কাণ্ডের উপর বেশ বড়, হালকা তামাটে বর্ণের, কর্কের মত এলাকা লক্ষ্য করা গেছে। বিরল ক্ষেত্রে, পাতায় ক্ষত দেখা দেবে। বলয় আবৃত বাদামী দাগগুলো দৃশ্যমান হয় এবং পাতার কিনারাতেও ক্ষত বিকাশ লাভ করে। পাতার নীচের পৃষ্ঠে কর্কের মত ক্ষতগুলোও পরিলক্ষিত হয়। গুরুতর সংক্রমণে পাতা ঝরে যেতে পারে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

আজ অবধি, এ ছত্রাকের বিরুদ্ধে কোনও জৈবিক দমন পদ্ধতি উদ্ভব হয়নি। তবে কপার সংগঠিত ছত্রাকনাশক, সংক্রামিত গাছের অংশবিশেষ শোধনের জন্য ব্যবহার করা যেতে পারে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। কমপক্ষে ফুলের কুঁড়ি জন্মানোর পর্যায় থেকে শুরু করে দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে ফুল ফোটানোর জন্য অক্সিক্লোরাইড এবং হাইড্রোক্সাইড বা অক্সাইডের কপার ছত্রাকনাশক প্রয়োগ করুন। ফুল এবং ফল ধরার সময় ম্যানকোজেবের সাথে কপার স্প্রে করুন। আর্দ্র অবস্থা ছত্রাকের সংক্রমণের পক্ষে সহায়ক, তাই ছত্রাকনাশক আরো ঘন ঘন প্রয়োগ করা প্রয়োজন। এটি ধুয়ে যাওয়ার ফলে যে লোকসান হয় তা পুষিয়ে নেয়, এবং ছত্রাক দমনের কার্যকারিতা বাড়িয়ে তোলে।

এটা কি কারণে হয়েছে

নিচু জলাভূমির বাগানে আমের দাদ রোগ বেশী হয়। ফুল ও ফল ধরার প্রাথমিক পর্যায়ে অবিরাম বৃষ্টিপাত হলে এ রোগের উপস্থিতি বাড়ে। শুধুমাত্র কচি ডগার কোষকলা সংক্রমণের জন্য সংবেদনশীল এবং ফল প্রায় অর্ধেক আকারে পৌঁছে গেলে এটি সংক্রমণ প্রতিরোধী হয়। ইহা কেবল জীবন্ত উদ্ভিদের কোষকলাতে বেঁচে থাকতে পারে। ছত্রাকের বীজ বৃষ্টির জলে ছড়িয়ে পড়ে বা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়, যার ফলে আবার দ্বিতীয় বারের জন্যে সংক্রমণ হয়। অন্যথায়, এটি মাটির ধ্বংসাবশেষে টিকে থাকে। অ্যানথ্রাকনোজ সৃষ্ট ক্ষতগুলোর অনন্যরূপ এ দাদ ক্ষত বিকশিত উঁচু হয়ে ওঠা ত্বকের উপর লক্ষণগুলো ছাড়া অন্যান্য লক্ষণ বিবেচনায় ইহা অ্যানথ্রাকনোজের সাথে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাছগুলোতে, রোগের জীবাণুর বৃদ্ধি কমাতে পুরানো সংক্রামিত কাণ্ডগুলো ছাঁটাই করা উপকারী।
  • সংক্রমণ এবং রোগের বিস্তার রোধ করতে, মাটিতে টিকে থাকতে পারে এমন মৃত কোষকলাগুলো অপসারণ এবং ধ্বংস করুন।
  • স্পোরগুলো সহজেই বৃষ্টিপাতে ছড়িয়ে পড়তে পারে, তাই এর বিস্তার হ্রাস করার জন্য মৃত পুষ্পমঞ্জরী, মৃত শাখা এবং শুকিয়ে যাওয়া ফল ছাঁটাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন