অন্যান্য

দানাশষ্যের রাস্ট রোগ

Puccinia coronata

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতার উপরের পৃষ্ঠে বড়, সরলরৈখিক ও হালকা কমলা বর্ণের ফুসকুড়ি লক্ষ্য করা যায় এবং মাঝে মাঝে তা পাতার খোলক, পুষ্পদণ্ড ও মঞ্জরীর উপরেও থাকে।
  • ব্যাপক আকারে ক্লোরোসিস এবং পাতার বার্ধক্যজনিত রোগ প্রায়ই এই ফুসকুড়ির সঙ্গে একত্রে সহাবস্থান করে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল
বার্লি

অন্যান্য

উপসর্গ

পাতার উপরের পৃষ্ঠে বড়, সরলরৈখিক ও হালকা কমলা বর্ণের ফুসকুড়ি লক্ষ্য করা যায়। রোগের চরম অবস্থায় মাঝে মাঝে তা পাতার খোলক, পুষ্পদণ্ড, আকর্ষ ও মঞ্জরীর উপরেও দেখা যায়। এই ফুসকুড়ি গুলো প্রায়ই গুচ্ছাকারে দলবদ্ধ হয়ে থাকে। সময়ের সঙ্গে, এগুলি হালকা বাদামী বর্ণের হয় ও সমগ্র উদ্ভিদে ব্যাপকভাবে ক্লোরোসিস রোগ ছড়িয়ে পড়ে এবং পাতা বার্ধক্যজনিত রোগের শিকার হয়। তবে এ রোগে উদ্ভিদ মারা যাওয়ার ঘটনা বিরল। নেক্রোসিস বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদে সালোকসংশ্লেষের হার কমে যায়, যার ফলে উদ্ভিদের বৃদ্ধি ও ফসল উৎপাদন হ্রাস পায়। দানাগুলি প্রায়ই কুঞ্চিত হয় এবং এর গুণমান হ্রাস পায়। রোগের চরম অবস্থায় উদ্ভিদ খরাজনিত পরিস্থিতির প্রতি সংবেদনশীল হয়ে পড়ে, যার ফলে প্রতিকূল আবহাওয়ায় উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

এ রোগের বিরুদ্ধে কোন জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা জানা নেই। যদি আপনি এ সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। প্রোপিকোন্যাজোল (propiconazole) সমন্বিত বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত উৎপাদন এ ছত্রাকের বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে। পরিস্থিতি যখন এ ছত্রাকের পক্ষে অনুকূল নয় তখন স্প্রে করা যায়।

এটা কি কারণে হয়েছে

রোগের এ লক্ষণ পুক্কিনিয়া করোনাটা (Puccinia coronata) নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। দুটি মরশুমের মধ্যবর্তী সময়ে এ ছত্রাক মাঠে পড়ে থাকা ফসলের অবশিষ্টাংশের উপরে বা বিকল্প পরাশ্রয়ীদানকারী উদ্ভিদে বাস করে। বসন্তের অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতিতে, এ ছত্রাক বৃদ্ধি পায় এবং ছত্রাকরেণু উৎপন্ন করে যা রোগের প্রাথমিক উৎস হিসাবে পরিগণিত হয়। পাতার উপরে যে ফুসকুড়ি সৃষ্টি হয় তা অন্য এক ধরনের ছত্রাকরেণু সৃষ্টি করে যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় ( রোগের গৌণ উৎস)। বৃদ্ধির মরশুমে বার্লি উদ্ভিদে এ ছত্রাক বংশবৃদ্ধির জন্য বেশ কয়েকটি চক্র অনুসরণ করে। এ রোগ যেমন বার্লি ও ওটের চাষ করা ও বন্য জাতের উপর প্রভাব বিস্তার করে, তেমনই বিশেষ করে বেশ কয়েকটি ঘাস জাতীয় উদ্ভিদ এবং বহুবর্ষজীবি বাকথর্ন (র‍্যামনাস ক্যাথারটিকা) আগাছার উপরেও প্রভাব বিস্তার করে। মৃদু থেকে উষ্ণ (২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস) রৌদ্রোজ্জল দিন ও মৃদু তাপমাত্রা (১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস) ও সঙ্গে শিশির সৃষ্টির জন্য পর্যাপ্ত আর্দ্রতা এ ছত্রাকের বৃদ্ধির পক্ষে অনুকূল।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • এই রোগ এড়িয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো সযত্নে সতর্কতার সঙ্গে রোগ প্রতিরোধী জাত বেছে নেওয়া।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন