জোয়ার

সরগামের ফুল পচা রোগ

Claviceps africana

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • ডিম্বাশয় সাদাটে হয়ে যায়।
  • গাছের সমস্ত অংশ থেকে মধুরস ক্ষরিত হয়।
  • পরবর্তীতে সেটি সাদা মিছরির দানার মত আকার গঠন করে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

জোয়ার

উপসর্গ

শীষে বিদ্যমান কিছু বা সম্পূর্ণ অনুছড়ার বদলে সরগামের খোসার ভিতর নরম, সাদা, প্রায় গোলাকৃতির আকারের ছত্রাকের কাঠামো সৃষ্টি হয়। স্পোর বহনকারী আঠালো, তরল ফোঁটা, পাতলা থেকে চটচটে, কমলা-বাদামী বা ত্বকের উপর অতি মাত্রায় সাদা মধুরস নিঃসরিত হয়। উচ্চ আপেক্ষিক আর্দ্রতায়, মধুরস স্বল্প চিটচিটে এবং এর উপরিভাগ সাদাটে হয়ে থাকে। সরগাম শীষ, বীজ, পাতা, ডাঁটা এবং মাটির উপরিভাগও ফোঁটা ফোঁটা মধুরস দ্বারা ভিজে যায় এবং সাদা বর্ণের হয়ে যায়। গাছের যেখানে মধুরস শুকিয়ে যায় সেখানে সাদাটে গুঁড়ো সাদা মিছরি দানার উদ্ভব হয়। মধুরসে বিভিন্ন ধরণের সুবিধাবাদী ছত্রাক নিবাস গড়ে তুলতে পারে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

বিশেষত ছত্রাক ইনোক্যুলেশনের বেশ কয়েকদিন পূর্বে, বাণিজ্যিকভাবে গ্রিনহাউসে ট্রাইকোডার্মা প্রজাতির নির্দিষ্ট কিছু ছত্রাক ব্যবহার করে রোগ হ্রাস বা প্রতিরোধ করতে পারে ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। মধুরস দ্বারা সংক্রামিত বীজ ক্যাপ্টান ছত্রাকনাশক দিয়ে শোধন করুন। অনাবৃষ্টির সময়, জমিতে ৫-৭ দিনের ব্যবধানে প্রোপিকোনাজল বা টেবুকোনাজল (ট্রাইয়াজোল ছত্রাকনাশক) ৩-৪ বার স্প্রে করার ফলে বীজক্ষেতে ভাল ফল দেখায়। এ ধরনের ছত্রাকনাশক ব্যবহারের পাশাপাশি অ্যাজক্সাজিস্ট্রোবিন সরাসরি স্ত্রী কেশরের গর্ভমুণ্ডের উপরে প্রয়োগ করে ভালো ফলাফল পাওয়া যায় ।

এটা কি কারণে হয়েছে

ক্লাভিসেপস আফ্রিকানা ছত্রাক দ্বারা সরগামে এ লক্ষণ দেখা দেয়। সংক্রামিত সরগাম ফুল থেকে অতি ঘন প্রাথমিক স্পোর সৃষ্টির সাথে সাথে মধুরস নিঃসরিত হয়। পাশাপাশি, উৎপাদিত বায়ুবাহিত স্পোর মাঝারি থেকে বহু দূরত্বে ছড়িয়ে পড়ে। পরিপক্ক বীজবাহিত স্পোর বা সংক্রামিত শীষ থেকে মাটিতে পড়ে , ফসল কাটার সময় এবং/অথবা বা বীজের সাথে লেগে থাকা মধুরস অবশিষ্টাংশ থেকে প্রাথমিক সংক্রমণ শুরু হয়। ৯-১২ মাস ব্যাপী শুকনো মধুরসে সংক্রামক ক্ষমতা থাকে। ছত্রাকের অঙ্কুরোদগম ১৪-৩২ ডিগ্রী সেলসিয়াস, বা সচরাচর ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে থাকে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সুস্থ সবল গাছ অথবা প্রত্যয়িত উৎস থেকে সংগৃহীত বীজ ব্যবহার করুন।
  • ছত্রাকের অঙ্কুরোদগম সময় পরিহারে যত তাড়াতাড়ি সম্ভব ফসল বপন করার চেষ্টা করুন।
  • ফসলের জাতভেদে ছত্রাকের প্রতি কম সংবেদনশীলতা যেমন, ফুল সৃষ্টির পূর্বে তাপমাত্রার প্রতি স্বল্প সহনশীলতা, শক্ত ফলের আবরণ সৃষ্টি এবং অনুছড়ার ধাপ বৃদ্ধির সময়কাল হ্রাস পাওয়া লক্ষ্য করা যায়।
  • নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন এবং জীবাণুমুক্ত সরঞ্জামদি ব্যবহার করে অবিলম্বে সংক্রামিত সরগাম শীষ সরিয়ে ফেলুন।
  • জমিতে ফসলের অবশিষ্টাংশ গভীরভাবে লাঙ্গল দিয়ে মিশিয়ে দিয়ে এবং ৩ বছরের ব্যবধানে ফসলের আবর্তন করে সরগামের ফুল পচা রোগ সংক্রমণ হ্রাস করা সম্ভব ।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন