Alternaria sp.
ছত্রাক
এ. আরাচিডিসের কারণে পাতায় হলুদাভ বলয়ের মাঝে বাদামী বর্ণের ক্ষুদ্র, অনিয়মিত আকৃতির দাগের সৃষ্টি হয় (পাতার দাগ)। এ. টেনুইসিমার কারণে কচিপাতার আগায় ‘ভি’ আকৃতির ক্ষয়যুক্ত রোগ দেখা দেয়। পরবর্তীতে, এই গাঢ়-বাদামী বর্ণের ক্ষত পাতার মধ্যশিরা ও সমগ্র পাতায় ছড়িয়ে যায় এবং বর্ণহীন হয়ে শুকিয়ে যায়, ভেতরের দিকে কুঁচকে যায় এবং ভঙ্গুর হয়ে ওঠে (লিফ ব্লাইট)। এ. অলটারনাটার কারণে সৃষ্ট ক্ষতগুলো হয় ক্ষুদ্র, গোলাকৃতির বা অনিয়মিত আকৃতির এবং সমগ্র পাতাজুড়ে ক্ষত ছড়িয়ে পড়ে। ক্ষতগুলো প্রথমে ক্লোরোফিল শূন্য হয় এবং জলসিক্ত থাকে, কিন্তু এদের আকৃতি বৃদ্ধির সাথে সাথে এগুলো পাতার টিস্যুকে নষ্ট করে ফেলে; এছাড়াও পার্শবর্তী পত্রশিরাকেও আক্রান্ত করে (লিফ স্পট ও ভেইনাল নেক্রোসিস)। পাতার মধ্যভাগ শীঘ্রই শুকিয়ে যায় এবং ভেঙে পড়ে, এতে পাতা খসখসে হয়ে যায় এবং উদ্ভিদের পাতা ঝরে যায়।
এই রোগগুলো প্রতিরোধে এখনো পর্যন্ত কোন কার্যকর বিকল্প নিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকরী হয় নি।সাধারণত ৩ গ্রাম/লিটার কপার সংগঠিত ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়।
সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রনের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে পাতায় ম্যানকোজেব (৩ গ্রাম/লিটার পানিতে ) ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়।
এ রোগ অলটারনেরিয়া প্রজাতির তিনটি ভূমিজাত ছত্রাকের কারণে ঘটে। আক্রান্ত বীজ সংক্রমণের মুখ্য কারণ হিসাবে কাজ করতে পারে। যদি আক্রান্ত বীজ বপন করা হয় এবং আবহওয়া ও অন্যান্য অবস্থা অনুকূল থাকে, তবে তীব্র ফসলহানি ঘটতে পারে। অন্যান্য উদ্ভিদে রোগের পরবর্তী বিস্তার ঘটে বায়ুর চলাচল ও পোকামাকড়ের মাধ্যমে। ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা, দীর্ঘক্ষণব্যাপী পাতা সিক্ত থাকা, এবং উচ্চ আর্দ্রতা এ রোগের বিস্তারের পক্ষে অনুকূল। বর্ষা পরবর্তী সময়ে চীনাবাদাম গাছে সেচকার্য প্রদানের সময় এটি ঘটতে পারে। রোগের প্রাদুর্ভাব ও তীব্রতার উপর ভিত্তি করে, শুঁটি ও বিচালির পরিমাণ যথাক্রমে ২২% থেকে ৬৩% পর্যন্ত হ্রাস পেতে পারে।